17-09-2019, 01:23 PM
অন্য রকম অসাধারন গল্প এটি। পড়তে পড়তে গল্পের ভিতর হারিয়ে যাচ্ছিলাম বার বার, বিদিশার কষ্ট দেখে আমাদের ও কষ্ট লাগে, আবার জাভেদের সুখ আর আনন্দ দেখে আমার ও জাভেদ হতে মন চায়। দারুন লেখনী, দারুন সব উত্তেজনাময় ঘটনা, আর সাথে দারুন সব টুইস্ট এ লেখক আমাদের মাতিয়ে রেখেছেন। বিদিশার নির্মম পরিনতি কি হয়ে, সেটা দেখার অপেক্ষায় রইলাম। অর্জুন কি ফিরাতে পারেব বিদিশাকে ওই কামুক লোভী জাভেদের হাতের থাবা থেকে? অনেক প্রশ্নের উত্তরের অপেক্ষায় রইলাম।