13-09-2019, 02:07 AM
(This post was last modified: 31-12-2023, 11:50 PM by Baban. Edited 10 times in total. Edited 10 times in total.
Edit Reason: ɪᴍᴩʀᴏᴠᴇᴅ
)
গল্প - অভিষেক বাবুর ভাগ্য
লেখক ও প্রচ্ছদ - বাবান
ভাগ্য.... আমরা অনেকেই ভাগ্যকে মেনে চলি আবার অনেকেই ভাগ্যে বিস্বাস রাখিনা। অনেকেই কর্মই ধর্ম মানি। হ্যা... এটা ঠিক কর্মই আসল কিন্তু এই কথাটাও তো ঠিক যে ভাগ্যে যেটা লেখা তার বেশি তুমি কোনোদিনই পাবেনা। আমাদের গুরুজনরা আমাদের এটা সবসময় বলে এসেছে। এই ভাগ্য আর কর্ম যখন এক সাথে চলে তখন সফলতা আসে। আবার কখনো মানুষ খেটে খেটে জীবন পার করে দেয় তাও সফলতা বা সুখ আসেনা। আবার কারোর কাছে না চাইতেই সফলতা এবং সুখ নিজে পায়ে হেঁটে এসে ধরা দেয়। আমার এই গল্পটা এমনি এক মানুষের। যে জীবনে অতি কম সময়তেই জীবনের শ্রেষ্ঠ সুখ সাচ্ছন্দের মুখ দেখে ফেলেছিলো।
ঐযে হিন্দিতে একটা কথা অচেনা..... DENE WALA JABBHI DETA DETA CHAPPAR PHARKE.
অভিষেক বাবুর জীবনটাও হয়ে উঠেছিল তাই। জীবনের আসল সুখের যত রূপ আছে... তার প্রত্যেকটির স্বাদ পেয়েছিলো এই মানুষটি।
জানতে চান কি কি ঘটেছিলো অভিষেক বাবুর সাথে? তাহলে সঙ্গে থাকুন।