10-09-2019, 05:59 AM
(09-09-2019, 10:07 PM)madlust247 Wrote: একটা একটা গল্প শেষ করলে ভাল হতো। সেক্ষেত্রে নিয়মিত আপডেট পাওয়া যেত এবং গল্পে মনোযোগও বেশি দেয়া যেত আর তখন গল্প আরো বেশি উপভোগ্য হতো। এখন এত গল্পের মাঝে প্রত্যেকটার প্লট মনে রাখা কঠিন হয়ে যাচ্ছে এবং আপনি নিয়মিত আপডেট দিলেও নির্দিষ্ট গল্পের আপডেট অনিয়মিত হয়ে যাচ্ছে। এটা একান্তই ব্যক্তিগত মতামত, বিবেচনা নেয়া না নেয়া অবশ্যই প্রিয় far_prog দার ইচ্ছা।
লেখা যথারীতি সুপারররররর....
খুব ভালো কথা বলেছেন, আমি ও একমত আপনার সাথে। অনেক গলেপ্র চরিত্র মনে রাখতে কষ্ট হয়। কিন্তু সমস্যাটা হলো আমার নিজের, এক গল্পে বেশি সময় মন বশাতে পারছি না, তাই ঘুরে ঘুরে লিখছি বেশ কয়েকটি। দেখি, দুটি গল্প দ্রুত শেষ করে দিবো।