11-01-2019, 10:46 AM
দেবায়ন, “কি খবর?”
অনুপমা, “বাবার এক বন্ধু নাকি তার ছেলের জন্য আমাকে পছন্দ করেছে। ছেলে জার্মানিতে এম.বি.এ ফাইনাল ইয়ার, ইটালির এক বড় কম্পানিতে ইন্টারনশিপ পেয়ে গেছে।”
অনুপমার কথা শুনে দেবায়নের বুক ধুক করে ওঠে, “তো, তুই কিছু বলিস নি?”
অনুপমার চোখের কোন চিকচিক করে ওঠে, “তুই বাবার সাথে কথা বলিস, দেখা যাক কি হয়।”
দেবায়ন, “কি করে, কখন হবে সে কথা? বাড়ি ভর্তি লোক, তাঁর মধ্যে কি তোর বাবা আমার সাথে কথা বলবেন?”
অনুপমা, “জানি না ঠিক, কিছুই বুঝে উঠতে পারছি নারে। বাড়িতে এত লোক হবে আমি আগে বুঝতে পারিনি রে। আমি ভেবেছিলাম শুধু মাত্র আমার বন্ধু বান্ধবীরা আর তুই ব্যাস।”
এক অজানা আশঙ্কায় দেবায়নের বুক দুরুদুরু করে কেঁপে ওঠে, শেষ পর্যন্ত কি ভালোবাসা হারাতে হবে? চাকরি পেতে অনেক দেরি, কিন্তু মেয়েদের বিয়ে সাধারণত ছেলেদের আগেই হয়ে যায়। দেবায়ন চোয়াল শক্ত করে জিজ্ঞেস করে, “কি বলতে চাইছিস তুই?”
অনুপমা বুক ভরে এক নিঃশ্বাস নেয়, “ধর যদি বাবা না মানেন, তাহলে? ছেলেটা নাকি বেশ ভালো, বাবার খুব কাছের বন্ধু।”
দেবায়ন এক দৃষ্টে অনুপমার চোখের দিকে তাকায়, চোখের কোন চিকচিক করছে। বুঝতে দেরি হয়না দেবায়নের যে প্রেয়সী খুব আহত, কিন্তু নিরুপায়। দেবায়ন বলে, “এক বার তোর বাবার সাথে কথা বলে দেখি। সেটার সুযোগ ত দেবে নাকি? না কোন মতামত না নিয়েই তোর বিয়ে দিয়ে দেবে?”
এমন সময়ে ঠিক পাশ থেকে মিসেস সেনের গলা শোনা যায়, “কি হল তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে কেন? যাও ওদিকে যাও। অনু, তোর বন্ধুদের একটু তাড়াতাড়ি আসতে বল, কেক কাটতে দেরি হয়ে যাবে। অনেকেই তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায়, কাল সবার অফিস কলেজ আছে।” মিসেস সেনের দিকে থমথমে চাহনি নিয়ে তাকায় দেবায়ন। মিসেস সেন জিজ্ঞেস করে দেবায়নকে, “কি হল, তোমার? আচ্ছা, অনু তোমাকে সেই ছেলেটার কথা বলে দিয়েছে?” মা মেয়ের কথা শুনে দেবায়নের সেখানে আর দাঁড়াতে ইচ্ছে করে না, মনে হল যেন প্রেম ভালোবাসা সব মিথ্যে। এতদিন অনুপমা শুধু মাত্র ভালোবাসার মরিচকা দেখিয়ে গেছে। মিসেস সেন মাথা দুলিয়ে আহত সুরে বলে, “দেখ দেবায়ন, সব কিছু ভবিতব্য। মিস্টার সেনের খুব ভালো বন্ধু আর ছেলে খুব ভালো। ছেলে এমবিএ করছে, ইটালিতে চাকরি পেয়ে যাবে। সত্যি কথা বলতে, তোমার চাকরি পেতে এখন অনেক দেরি। আর ফিসিক্স পাশ করে এখানে কি চাকরি পাবে তুমি?” দেবায়নের চোয়াল শক্ত হয়ে আসে, একবার অনুপমার মুখের দিকে তাকায়। অনুপমার চেহারায় এক আহত ভাব ফুটে উঠেছে। একবার মিসেস সেনের মুখের দিকে তাকায়। মিসেস সেনের চেহারায় সেই আহত ভাব। মাথা নিচু করে নেয় দেবায়ন, মুখে রক্ত জমে ওঠে, কান গরম হয়ে যায়, চোয়াল শক্ত হয়ে যায়।
অনুপমা ওর বুকের ওপরে আলতো একটা কিল মারে। দেবায়ন চমকে ওঠে, কিছু বুঝতে না পেরে অনুপমার মুখের দিকে তাকিয়ে দেখে যে ঠোঁটে লেগে দুষ্টুমির হাসি, চোখে ভালোবাসা। মিসেস সেনের সামনেই দুই হাতে দেবায়নের বাজু জড়িয়ে ফিসফিস করে, “কি রে, প্রথম চমক কেমন দিলাম।”
মিসেস সেন হেসে ফেলে খিলখিল করে, “সবাই চলে যাক, তারপরে তোমার সাথে কথা হবে। ডিনার করে যেও।”
দেবায়ন হাসবে না কাঁদবে ভেবে পায়না। অনুপমার গালে আলতো চাঁটি মেরে বলে, “কুত্তা, শালা, বুক ফেটে যাচ্ছিল আমার আর তুই দাঁড়িয়ে মজা দেখছিলিস। যাঃ শালা কুত্তা, তোকে বিয়েই করব না।”
অনুপমা ওর বাজুর ওপরে নাক মুখ ঘষে বলে, “ইসস, ছেলের রাগ দেখ। চল চল, পায়েল বাকিদের নিয়ে এসে যাবে কিছু পরেই।”
দেবায়ন দুই হাতে পেঁচিয়ে অনুপমাকে মাটি থেকে তুলে ধরে। অনুপমা দেবায়নের গলা জড়িয়ে স্থান কাল ভুলে ঠোঁটে প্রগাড় চুম্বন এঁকে দেয়। দেবায়ন সর্বশক্তি দিয়ে অনুপমাকে নিজের দেহের সাথে পিষে ধরে। অনুপমা ঠোঁট ছেড়ে ভিজে চোখে বলে, “তুই ভাব্লি কি করে, যে আমি তোকে ছেড়ে চলে যাব। মরে যাবো না তাহলে।”
অনুপমা, “বাবার এক বন্ধু নাকি তার ছেলের জন্য আমাকে পছন্দ করেছে। ছেলে জার্মানিতে এম.বি.এ ফাইনাল ইয়ার, ইটালির এক বড় কম্পানিতে ইন্টারনশিপ পেয়ে গেছে।”
অনুপমার কথা শুনে দেবায়নের বুক ধুক করে ওঠে, “তো, তুই কিছু বলিস নি?”
অনুপমার চোখের কোন চিকচিক করে ওঠে, “তুই বাবার সাথে কথা বলিস, দেখা যাক কি হয়।”
দেবায়ন, “কি করে, কখন হবে সে কথা? বাড়ি ভর্তি লোক, তাঁর মধ্যে কি তোর বাবা আমার সাথে কথা বলবেন?”
অনুপমা, “জানি না ঠিক, কিছুই বুঝে উঠতে পারছি নারে। বাড়িতে এত লোক হবে আমি আগে বুঝতে পারিনি রে। আমি ভেবেছিলাম শুধু মাত্র আমার বন্ধু বান্ধবীরা আর তুই ব্যাস।”
এক অজানা আশঙ্কায় দেবায়নের বুক দুরুদুরু করে কেঁপে ওঠে, শেষ পর্যন্ত কি ভালোবাসা হারাতে হবে? চাকরি পেতে অনেক দেরি, কিন্তু মেয়েদের বিয়ে সাধারণত ছেলেদের আগেই হয়ে যায়। দেবায়ন চোয়াল শক্ত করে জিজ্ঞেস করে, “কি বলতে চাইছিস তুই?”
অনুপমা বুক ভরে এক নিঃশ্বাস নেয়, “ধর যদি বাবা না মানেন, তাহলে? ছেলেটা নাকি বেশ ভালো, বাবার খুব কাছের বন্ধু।”
দেবায়ন এক দৃষ্টে অনুপমার চোখের দিকে তাকায়, চোখের কোন চিকচিক করছে। বুঝতে দেরি হয়না দেবায়নের যে প্রেয়সী খুব আহত, কিন্তু নিরুপায়। দেবায়ন বলে, “এক বার তোর বাবার সাথে কথা বলে দেখি। সেটার সুযোগ ত দেবে নাকি? না কোন মতামত না নিয়েই তোর বিয়ে দিয়ে দেবে?”
এমন সময়ে ঠিক পাশ থেকে মিসেস সেনের গলা শোনা যায়, “কি হল তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে কেন? যাও ওদিকে যাও। অনু, তোর বন্ধুদের একটু তাড়াতাড়ি আসতে বল, কেক কাটতে দেরি হয়ে যাবে। অনেকেই তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায়, কাল সবার অফিস কলেজ আছে।” মিসেস সেনের দিকে থমথমে চাহনি নিয়ে তাকায় দেবায়ন। মিসেস সেন জিজ্ঞেস করে দেবায়নকে, “কি হল, তোমার? আচ্ছা, অনু তোমাকে সেই ছেলেটার কথা বলে দিয়েছে?” মা মেয়ের কথা শুনে দেবায়নের সেখানে আর দাঁড়াতে ইচ্ছে করে না, মনে হল যেন প্রেম ভালোবাসা সব মিথ্যে। এতদিন অনুপমা শুধু মাত্র ভালোবাসার মরিচকা দেখিয়ে গেছে। মিসেস সেন মাথা দুলিয়ে আহত সুরে বলে, “দেখ দেবায়ন, সব কিছু ভবিতব্য। মিস্টার সেনের খুব ভালো বন্ধু আর ছেলে খুব ভালো। ছেলে এমবিএ করছে, ইটালিতে চাকরি পেয়ে যাবে। সত্যি কথা বলতে, তোমার চাকরি পেতে এখন অনেক দেরি। আর ফিসিক্স পাশ করে এখানে কি চাকরি পাবে তুমি?” দেবায়নের চোয়াল শক্ত হয়ে আসে, একবার অনুপমার মুখের দিকে তাকায়। অনুপমার চেহারায় এক আহত ভাব ফুটে উঠেছে। একবার মিসেস সেনের মুখের দিকে তাকায়। মিসেস সেনের চেহারায় সেই আহত ভাব। মাথা নিচু করে নেয় দেবায়ন, মুখে রক্ত জমে ওঠে, কান গরম হয়ে যায়, চোয়াল শক্ত হয়ে যায়।
অনুপমা ওর বুকের ওপরে আলতো একটা কিল মারে। দেবায়ন চমকে ওঠে, কিছু বুঝতে না পেরে অনুপমার মুখের দিকে তাকিয়ে দেখে যে ঠোঁটে লেগে দুষ্টুমির হাসি, চোখে ভালোবাসা। মিসেস সেনের সামনেই দুই হাতে দেবায়নের বাজু জড়িয়ে ফিসফিস করে, “কি রে, প্রথম চমক কেমন দিলাম।”
মিসেস সেন হেসে ফেলে খিলখিল করে, “সবাই চলে যাক, তারপরে তোমার সাথে কথা হবে। ডিনার করে যেও।”
দেবায়ন হাসবে না কাঁদবে ভেবে পায়না। অনুপমার গালে আলতো চাঁটি মেরে বলে, “কুত্তা, শালা, বুক ফেটে যাচ্ছিল আমার আর তুই দাঁড়িয়ে মজা দেখছিলিস। যাঃ শালা কুত্তা, তোকে বিয়েই করব না।”
অনুপমা ওর বাজুর ওপরে নাক মুখ ঘষে বলে, “ইসস, ছেলের রাগ দেখ। চল চল, পায়েল বাকিদের নিয়ে এসে যাবে কিছু পরেই।”
দেবায়ন দুই হাতে পেঁচিয়ে অনুপমাকে মাটি থেকে তুলে ধরে। অনুপমা দেবায়নের গলা জড়িয়ে স্থান কাল ভুলে ঠোঁটে প্রগাড় চুম্বন এঁকে দেয়। দেবায়ন সর্বশক্তি দিয়ে অনুপমাকে নিজের দেহের সাথে পিষে ধরে। অনুপমা ঠোঁট ছেড়ে ভিজে চোখে বলে, “তুই ভাব্লি কি করে, যে আমি তোকে ছেড়ে চলে যাব। মরে যাবো না তাহলে।”