01-09-2019, 06:30 PM
Quote:janveera
প্রিয় পাঠকবৃন্ধ
___________________________________
আপনাদের এই গল্পের প্রতি আগ্রহ দেখে আমার সত্যই বড় খারাপ লাগে, আমার এই গল্পটা পুরো কমপ্লিট করে ফেলেছিলাম, কিন্তু আমার প্রফেশানে ডিসেম্বর মাস একটি গ্রুত্বপুর্ন মাস, তাই গতবছর এ রকম সময়ে আমি ব্যাস্ত হয়ে পড়ি অফিস এর কাজে আর ঠিক সেই সময় ই আমার কম্পিউটার এর হার্ড ডিস্ক ক্র্যাশ করে, আমার অনেক লেখাই ডিলিট হিয়ে যায়, ই মেইল থেকে কিছু উদ্ধার করলেও রুশী গল্পটার কোন ব্যাকআপ রাখা হয়নি, তাই সেটাকে পুনরায় শেষের দিকে লিখতে হচ্ছে, প্রায় শেষ করে এনেছি, কিন্তু ডিসেম্বর তো এখন পারবো না হয়তো আগামী জানুয়ারী তে পাঠকের স্ক্রীনে দিতে পারবো। আশাকরি বুঝবেন।
9th December 2012