01-09-2019, 06:21 PM
Quote:janveera
প্রিয় পাঠক
________________________________________
আমি বরাবরই লিখি নিজের জন্য, আমি স্বার্থপর সে অর্থে বলতে পারেন, যে কারনে আমি আপনাদের একটা মতামত বা অভিরুচি জানতে চেয়েছিলাম, আপনারা কেউ আপনাদের অভিরুচি জানান নি, একজন ছাড়া, আমি আমার মত করেই লিখে যাচ্ছি, কিন্তু সেটা ভালো কি মন্দ হলো আপনারা দয়া করে জানাবেন, ফুল ফুটলে ভ্রমরা, কীট, মৌমাছি আসবেই, মধু নিবে চলে যাবে, কিন্তু আপনারা তো মৌমাছি নন, নিদেন পক্ষে আমার লেখার একটা রেটিং রেপু দিতে পারেন , অথবা মতামত দিতে পারেন, ৯০৪৫ বার স্ট্রাইক হয়ে মতামত মাত্র ৪৪ জনের আবার তার মধ্য কোন রেটিং দেন নাই কেঊ। আমি জীবিকার জন্য একটা চাকুরী করি তাই আমাকে আপডেট প্রতি শুক্র অথবা শনিবার ছাড়া দেওয়ার কোন পথ নাই। আশা করি আপনারা ধৈর্য সহকারে মেনে নিবেন। আমি সেক্সটাকে প্রয়োজনে আনি, অনেক গভীর ফাউন্ডেশান তৈরি করে, চড়ুই পাখির মত ফুড়ুৎ ফুড়ুৎ সেক্স আমার পছন্দ নয়।যারা দ্রুত সেক্স চান তাদের জন্য আমার লেখা নয়।
--জানভীরা