31-08-2019, 06:44 PM
আস্তে আস্তে আমার কানের লতির কাছে মুখ নিয়ে চুমু খেল, চোখে চুমু খেল, গালে চুমু খেল, তার পর ওর ঠোট টা আস্তে আস্তে আমার ঠোটের কাছে নিয়ে আসলো | আমার সারা শরীরে একটা শিহরণ অনুভব করলাম, আমার যেন আর কোনো লজ্জা বলে কিছু ছিল না, ভয়ে ও না, যেন এর জন্যই আমি অপেক্ষা করছিলাম | আমাদের ঠোটে ঠোট লাগলো, আস্তে আস্তে আমরা দুজনেই ঠোট দুটো ফাঁক করলাম, দুজনই দুজনার জীবের ডগা এগিয়ে দিলাম, জীবে জীব লাগলো, আর দুজনেই পাগলের মতন একে অপর কে জড়িয়ে চুমু খেতে লাগলাম | দুজনই দুজনার ঠোট চুষতে লাগলাম, জীব দিয়ে যেন তলোয়ার খেলা খেলছিলাম | হাথ দিয়ে একে অপরের শরীরে হাথ ঘষতে লাগলাম | অনেকক্ষণ ধরে চুমু খাবার পর, দুজনে কিছুটা শান্ত হলাম |সূর্য অস্ত গিয়ে ছিল, সন্ধ্যা হই হই, অনিচ্ছা থাকলেও বাড়ি ফিরতে হবে | আমরা দুজনে উঠলাম, এবং বোটানিক্যাল এর গেট এর বাইরে আসলাম | যিষ্ণু কে বললাম, “কালকের তারা তারি আসবে |”যিষ্ণু হেসে বলল, “কি কালকের ও ক্লাস বাংক করবে |”আমি বললাম, “তোমার আর মাত্র ৫ সপ্তাহ ছুটি আছে | আমি এই ৫ সপ্তাহের প্রতিটি দিন তোমার সাথে থাকতে চাই |”যিষ্ণু বলল, “বেশ আমার মহারানী, কালকের কখন, কোথায় দেখা হবে বল |”আমি বললাম, “কলেজ এ না, আমার বন্ধুরা তোমার দিকে নজর ফেলেছে, ওদের নজর থেকে তোমাকে বাচাতে হবে |”যিষ্ণু হো হো করে হাসলো আর বলল, “কি বন্ধুরা দেখেছে নাকি |”আমি মাথা নেড়ে বললাম, “হ্যা, তুমি কাল সকাল ১০ টার মধ্যে শিয়ালদা স্টেশন এ আসতে পারবে, আমি রিসার্ভেসন কাউন্টার এর কাছে থাকব |”যিষ্ণু বলল, “ঠিক আছে, চলো তোমাকে ছেড়ে দিয়ে আসি |”আমি বারণ করলাম, বললাম, “দেখো, তুমি যাবে সোদপুর, আমি যাব টালিগঞ্জ. দুটো দুই দিকে | আমাকে একটা ট্যাক্সি করে দাও, আর তুমি আলাদা একটা ট্যাক্সি নিয়ে বাড়ি যাও |”হ্যা, না, করতে করতে শেষ পর্যন্ত আমরা আলাদা ট্যাক্সি করলাম, আর যে যার বাড়িতে ফিরলাম |বাড়িতে এসে, কাপড় চোপর পাল্টে, রান্নাঘরে মা কে সাহায্য করলাম | আজ যেন আমার মধ্যে কোনো ক্লান্তি ছিল না | মা এর প্রশ্নর উত্তরে বেশ সহজেই মিথ্যে কথা বলে দিলাম, কলেজ এ তিন টি ক্লাস হয়েছে তারপর বন্ধুরা মিলে, লাইব্রেরি তে গিয়ে বই পরছিলাম আর নোট তৈরী করছিলাম |খাওয়া দাওয়ার পর, শুতে গেলাম, ঘরে ঢুকে বই পত্র ছড়িয়ে বসলাম, যেন কত পরছি, কারণ আমি জানি মা এক বার দেখতে আসবে | মন টা পরে ছিল যিষ্ণু চিন্তা তে | সারা টা দিন কি কি করেছি মনে পড়ল, যিষ্ণুর বোকা বোকা দৃষ্টি, যিষ্ণুর মুখে ঈর্ষার রেখা | যিষ্ণু ঈর্ষা করছিল আমার না দেখা বয় ফ্রেন্ড কে, কেন, কারণ ও মনে মনে আমাকে ভালোবেসে ফেলেছে | মনে করে খুব ভালো লাগলো | মা মাঝে এসে বলে গেল বেসি রাত না করতে | আমিও কিছু পরে লাইট অফ করে, পাস বালিশ জড়িয়ে বিছানায়ে শুয়ে পরলাম, যেন যিষ্ণু কে জড়িয়ে আছি | ঘুম চোখের থেকে উড়ে গিয়েছে | সবাই ঘুমিয়ে গিয়েছে টের পেলাম, আমার চোখে ঘুম নেই | আমার সব ইচ্ছা পূরণ হলো, কিন্তু কোথায় যেন একটা সমস্যা উঁকি মারছিল | এর পর কি হবে জানি না | আমাদের ভবিষ্যতে কি হবে জানি না | আমার জন্য যিষ্ণু বদনাম হয়ে যাবে… না তা হতে পারে না…. তবে | অনেক চিন্তা করলাম, সমাধান খুঁজে পেলাম না | ভোর রাতের দিকে মনে হলো একটা সমাধান হয়ত আছে | তবে যিষ্ণু কে বোঝাতে হবে | পারতেই হবে আমাকে, যিষ্ণু কে বোঝাতে | কিছু পেতে গেলে যে কিছু ত্যাগ করতে হয় | মনস্থির করে নিলাম | তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পরলাম |সকালে ঘুম থেকে উঠতে দেরী হলো | তারা তারি তৈরি হয়ে একটি গোলাপী রঙের সালয়ার কামিজ পরে সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে গেলাম | শিয়ালদা স্টেশন এ এসে দেখি যিষ্ণু আমার আগেই পৌছে গেছে | আনন্দে মনটা নেচে উঠলো | যিষ্ণু ও আমাকে দেখে যেন নিশ্চিন্ত হলো |আমি কাছে পৌছাতেই, আমাকে বলল, “গুড মর্নিং, আসতে অসুবিধা হই নি তো |” আর গলার আওয়াজ খুব ধীরে করে বলল, “ডার্লিং |”আমি বললাম, “সুপ্রভাত, না অসুবিধা কেন হবে” আর গলার আওয়াজ কম করে যোগ করলাম, “তুমি আমার ডার্লিং |”“কোথায় যাবে মহারানী,” যিষ্ণু প্রশ্ন করলো |ঠিক তখন স্টেশন এর মাইক এ ক্যানিং এর ট্রেন এর খবর জানালো, আমিও সঙ্গে সঙ্গে বললাম, “চলো ক্যানিং যাই |”ক্যানিং এর টিকিট কেটে আমরা ক্যানিং এর ট্রেন ধরলাম | পাসাপাসি বসে খুব ভালো লাগছিল | দুজনেই অল্প বিস্তর কথা বাত্রা করছিলাম | অনুভব করলাম, যিষ্ণু একটু চিন্তিত, হয়ত আমাদের ভবিষ্যতের কথা ভেবে |