31-08-2019, 09:30 AM
আমার মনে হয় প্রতিশোধ নামক গল্পটি নিয়ে এই গল্পের লেখককে বিভিন্নভাবে সমালোচনা করার জন্য লেখক গল্পটির প্রতি আকর্ষন হারিয়ে ফেলেছেন। একটি গল্পের থিম নিয়ে অন্যজন একটা গল্প লিখতেই পারে। এখানে কেউ চাইলে মুল গল্পে লেখককে ক্রেডিট নাও দিতে পারেন। এতে সমালোচনা করার কিছু দেখিনা। এখন যখন প্রতিশোধ গল্পটা সাইটে আপলোড হয়েই গেছে তাই এই গল্পটির কাহিনীতে মৌলিক কিছু পরিবর্তন প্রয়োজনীয় হয়ে পড়েছে। শতরুপার প্রতিশোধ এর টপিক টি বাদ দিয়ে তার যৌনতা অন্যভাবে বর্ননা করা যেতে পারে।