30-08-2019, 02:04 PM
অবশেষে অনেক কস্টে উপন্যাসটা শেষ করতে পেরেছি। বাকি অর্দ্ধেকটা পড়তে যে এতোটা সময় লাগবে শুরুতে ভাবতেই পারিনি। আসলে উপন্যাসের মাঝ থেকে পড়তে বসলেই গ্লার কাছে একটা দমআটকানো অনুভুতি হতো। যার কারনে অল্প অল্প করে পড়ার কোনো বিকল্প ছিলো না। শেষের কতোটুকু পড়ার সময় তো মনেই হয়েছিলো আর পড়বো না। কিন্তু শেষ পর্যন্ত প্রচন্ড কোতুহলের কাছে হেরে গিয়েই সাম্ন্য সাম্ন্য করে শেষ করে নিয়েছি উপন্যাসটা। এখন মনে হচ্ছে উপন্যাসটা পড়তে শুরু করাটাই আমার ঠিক হয়নি। আমি সাধারণত যেসব গল্পের শেষে "অবশেষে তারা সূখে শান্তিতে বসবাস করতে লাগলো " টাইপের সমাপ্তি হয় সেসব গল্প পড়তে ভালোবাসি। বিচ্ছেদ আমার একেবারেই সহ্য হয় না। চোখ জ্বলা করে কান্নায় বুক ভারি হয়ে থাকবে গল্প পড়ার পরও দীর্ঘদিন এটা আমি চাই না বলেই এমন গল্প এড়িয়ে যাই। আর লেখক মশাই পারেনও বটে, একেবারে মনের সব আবেগ উথলে উঠার মতো করেই এটা লিখেছেন। এখন শুধু মন থেকে বার বার কামনা করছি অভি যেনো চায়না থেকে ফিরে এসে সব কিছু আগের মতো করে নেয়। তার করার অনেক সুযোগ আছে। কখনো যদি সে ফিরে এসে সব আগের মতো করে নেয়, আমার থেকে খুশী আর কেউ হবে না...