29-08-2019, 08:16 PM
৩। রহস্য ও সমাধান
ক।
পূজা ক্রমশ এগিয়ে আসছে। আশেপাশে সাদা কাশফুলের সমারোহ আর দিকে দিকে নতুন সাড়ি পড়ে সুন্দরী মহিলাদের কুহুতান, পুজার আগমনী বার্তাকে দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে। বেশ কয়েকদিন হয়ে গেলো আমি আর ক্লাবের ত্রিসীমানায় যাই না। মাঝে এক দুবার সাহেবদা অভিকে পাঠিয়েছিল আমায় ডেকে পাঠাতে, কিন্তু যাইনি। আসলে সেদিনের মায়ের কথাগুলো আমার মন ছুঁয়ে গেছিল। এর মাঝে হয়ত একদুদিন কলেজে গেছিলাম। কলেজের পরিবেশেও পুজো পুজো গন্ধ এসে গেছে। যাবো না যাবো না করেও আজ কলেজে চলে এলাম। কারন, আজ আলাদা করে প্রতিটা স্টুডেন্টকে কলেজে ডাকা হয়েছিল। আজ আমাদের কলেজের হেডস্যার এর ফেয়ারওয়েল। কলেজে ঢুকতে ঢুকতে প্রায় ১১.১৫-২০ হয়ে গেলো। একটা বড় হলঘরে অনুষ্ঠান হচ্ছিল। এই ১০-১৫ মিনিট এই এতো বড় হলঘরটা প্রায় পুরো ভরে গেছে। দুখানা রোর মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে অভিকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। হয়ত বা আছে হয়ত বা নেই। আসলে এতো বড় একটা ঘর, খুঁজে পাওয়া খুব কঠিন। একদম শেষের দিকের একটা বেঞ্চে গিয়ে বসলাম। মঞ্চে তখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা করছে কোন এক উঁচু ক্লাসের মেয়ে।
একমনে কিছু একটা ভাবছিলাম তাই বুঝিনি, আমাকে পার করে দুটো মেয়ে পেছনে এলো আর ঠিক আমার পেছনের চেয়ারগুলোয় বসল। আমি সেভাবে খেয়াল করিনি। কিন্তু ফিসফিস করে কথা বলা শুরু হওয়ায় ধীরে ধীরে আমি চিনতে পারলাম। এই কণ্ঠস্বর কি না চিনে থাকতে পারি। এ তো কলেজের সমস্ত ছেলের হার্টথ্রব। হ্যাঁ, আমার পেছনে সহেলিদি আর ওর এক বন্ধু এসে বসেছে। চোখদুটো স্টেজের দিকে থাকলেও কানদুটো ছিল ওদের কথাবার্তায় মগ্ন।
‘কিরে সহেলি তোর ব্রেকআপ হয়ে গেছে?’
‘হ্যাঁ’, শুধু এতটুকু উত্তর দিয়ে চুপ করে যায় সহেলিদি।
‘এতো অল্পদিনে কি করে ব্রেকআপ হয় রে? আর এতো হ্যান্ডসাম একটা ছেলে, ছেড়ে দিলি কেন? না হয় পড়াশুনায় ভালো নয়...’
‘তুই চুপ করবি ভালো লাগছে না এব্যাপারে কথা বলতে’।
ওরা দুজনেই বেশ কিছুক্ষন চুপ করে থাকে। সেই মেয়েটা আবার কিছুক্ষন পর শুরু হয়ে যায়।
‘সহেলি একটা কথা বলব? প্লিস কিছু মনে করিস না’।
সহেলিদি কোন উত্তর দেয়না। শুধু চুপ করে থাকে। আমার পিটুইটারির নিঃসরণ ক্রমশ তীব্রতর হয়।
‘সাহেবকে আমার অনেকদিন ধরে মনে ধরেছে রে। কি হ্যান্ডসাম ছেলেটা। তোর সাথে তো ব্রেকআপ হয়ে গেছে। তুই কি কষ্ট পাবি যদি আমি ট্রাই মারি। এরকম ই কোন ছেলের সাথে ফাস্ট টাইম সেক্স করতে চাই’।
এর আগে আমার কলেজের কোন মেয়ের মুখ থেকে ‘সেক্স’ শব্দটা শুনিনি। মাথাটা কেমন ভোঁ ভোঁ করতে থাকে। কত সহজে একটা মেয়ে পটে যায়! এখন বুঝি সত্যিই সাহেবদার একটা ক্যালিবার আছে।
‘এতো বড় ভুল করিস না তুলি’।
সহেলিদির কথায় ভয়ঙ্কর একটা আতঙ্ক ছিল। গলাটা কেমন কেঁপে কেঁপে উঠেছিল। আমি জানতাম এমন একটা কিছু জানতে পারবো যা হয়ত আগে কখনো ভাবিনি বা শুনিনি।
‘মেয়েরা ফাস্ট টাইম সেক্স ভুলতে পারেনা। সারাজীবন ভুলতে পারেনা। আর সেই অভিজ্ঞতা যদি আতঙ্কের হয় তাহলে তো আরও নয়’।
বেশ কিছুক্ষন সব চুপচাপ। আমিও শ্বাস প্রশ্বাস বন্ধ করে ওদের কথা শুনে চলেছি। তুলিদি কিছু একটা বলতে যাচ্ছিল। কিন্তু ওর কথা না শুনেই সহেলিদি শুধু একটা শব্দ উচ্চারন করল।
‘সাইকো’
‘সাহেব সত্যিই সাইকো। কোন মেয়ে যেন ওর পাল্লায় না পড়ে তা চাই আমি’।
‘সাইকো মানে? কি বলছিস কি তুই? ও কি করেছে তোর সাথে? মারধর করেছে? কিরে বল?’
বেশ কিছুক্ষন চুপ করে থাকে সহেলিদি।
‘না সেরকম কিছু নয়। তোকে ঠিক বোঝাতে পারবো না। ও আমায় নয়, আমার শরীরের মধ্যে অন্য কাউকে খুঁজছিল। পাগলের মতন খুঁজছিল’।
‘কাকে খুঁজছিল?’
আবার চুপ করে যায় সহেলিদি।
‘জানিনা রে শুধু এটাই বুঝেছিলাম ও কাউকে একটা চায়। তাকে না পেয়ে অন্য মেয়ের শরীরে তাকে কল্পনা করে’।
‘কি যা তা বলছিস তুই?’
‘আমি একদম সত্যি কথা বলছি। নিজেকে প্রচণ্ড সস্তার মনে হচ্ছিল’।
‘বহুকষ্টে নিজেকে সামলেছি রে। ব্রেকআপ হওয়ার কোন কষ্ট নেই। কিন্তু জীবনের প্রথম সেক্স আমার কাছে শুধুই একটা আতঙ্ক হয়ে রইল। সব ভুলে যেতে চাই। তুলি আমায় প্লিস আর কখনো এব্যাপারে কিছু জিজ্ঞেস করিস না। প্লিস!’
বুঝলাম ওরা এব্যাপারে আর কথা বলবে না। কিন্তু আমার মনের মধ্যে অদ্ভুত সব চিন্তা ভাবনা কল্পনা কিলবিল করে উঠল। যতক্ষণ না এই রহস্যের সমাধান করে উঠতে পারছি আমার নিস্তার নেই।
ক।
পূজা ক্রমশ এগিয়ে আসছে। আশেপাশে সাদা কাশফুলের সমারোহ আর দিকে দিকে নতুন সাড়ি পড়ে সুন্দরী মহিলাদের কুহুতান, পুজার আগমনী বার্তাকে দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে। বেশ কয়েকদিন হয়ে গেলো আমি আর ক্লাবের ত্রিসীমানায় যাই না। মাঝে এক দুবার সাহেবদা অভিকে পাঠিয়েছিল আমায় ডেকে পাঠাতে, কিন্তু যাইনি। আসলে সেদিনের মায়ের কথাগুলো আমার মন ছুঁয়ে গেছিল। এর মাঝে হয়ত একদুদিন কলেজে গেছিলাম। কলেজের পরিবেশেও পুজো পুজো গন্ধ এসে গেছে। যাবো না যাবো না করেও আজ কলেজে চলে এলাম। কারন, আজ আলাদা করে প্রতিটা স্টুডেন্টকে কলেজে ডাকা হয়েছিল। আজ আমাদের কলেজের হেডস্যার এর ফেয়ারওয়েল। কলেজে ঢুকতে ঢুকতে প্রায় ১১.১৫-২০ হয়ে গেলো। একটা বড় হলঘরে অনুষ্ঠান হচ্ছিল। এই ১০-১৫ মিনিট এই এতো বড় হলঘরটা প্রায় পুরো ভরে গেছে। দুখানা রোর মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে অভিকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। হয়ত বা আছে হয়ত বা নেই। আসলে এতো বড় একটা ঘর, খুঁজে পাওয়া খুব কঠিন। একদম শেষের দিকের একটা বেঞ্চে গিয়ে বসলাম। মঞ্চে তখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা করছে কোন এক উঁচু ক্লাসের মেয়ে।
একমনে কিছু একটা ভাবছিলাম তাই বুঝিনি, আমাকে পার করে দুটো মেয়ে পেছনে এলো আর ঠিক আমার পেছনের চেয়ারগুলোয় বসল। আমি সেভাবে খেয়াল করিনি। কিন্তু ফিসফিস করে কথা বলা শুরু হওয়ায় ধীরে ধীরে আমি চিনতে পারলাম। এই কণ্ঠস্বর কি না চিনে থাকতে পারি। এ তো কলেজের সমস্ত ছেলের হার্টথ্রব। হ্যাঁ, আমার পেছনে সহেলিদি আর ওর এক বন্ধু এসে বসেছে। চোখদুটো স্টেজের দিকে থাকলেও কানদুটো ছিল ওদের কথাবার্তায় মগ্ন।
‘কিরে সহেলি তোর ব্রেকআপ হয়ে গেছে?’
‘হ্যাঁ’, শুধু এতটুকু উত্তর দিয়ে চুপ করে যায় সহেলিদি।
‘এতো অল্পদিনে কি করে ব্রেকআপ হয় রে? আর এতো হ্যান্ডসাম একটা ছেলে, ছেড়ে দিলি কেন? না হয় পড়াশুনায় ভালো নয়...’
‘তুই চুপ করবি ভালো লাগছে না এব্যাপারে কথা বলতে’।
ওরা দুজনেই বেশ কিছুক্ষন চুপ করে থাকে। সেই মেয়েটা আবার কিছুক্ষন পর শুরু হয়ে যায়।
‘সহেলি একটা কথা বলব? প্লিস কিছু মনে করিস না’।
সহেলিদি কোন উত্তর দেয়না। শুধু চুপ করে থাকে। আমার পিটুইটারির নিঃসরণ ক্রমশ তীব্রতর হয়।
‘সাহেবকে আমার অনেকদিন ধরে মনে ধরেছে রে। কি হ্যান্ডসাম ছেলেটা। তোর সাথে তো ব্রেকআপ হয়ে গেছে। তুই কি কষ্ট পাবি যদি আমি ট্রাই মারি। এরকম ই কোন ছেলের সাথে ফাস্ট টাইম সেক্স করতে চাই’।
এর আগে আমার কলেজের কোন মেয়ের মুখ থেকে ‘সেক্স’ শব্দটা শুনিনি। মাথাটা কেমন ভোঁ ভোঁ করতে থাকে। কত সহজে একটা মেয়ে পটে যায়! এখন বুঝি সত্যিই সাহেবদার একটা ক্যালিবার আছে।
‘এতো বড় ভুল করিস না তুলি’।
সহেলিদির কথায় ভয়ঙ্কর একটা আতঙ্ক ছিল। গলাটা কেমন কেঁপে কেঁপে উঠেছিল। আমি জানতাম এমন একটা কিছু জানতে পারবো যা হয়ত আগে কখনো ভাবিনি বা শুনিনি।
‘মেয়েরা ফাস্ট টাইম সেক্স ভুলতে পারেনা। সারাজীবন ভুলতে পারেনা। আর সেই অভিজ্ঞতা যদি আতঙ্কের হয় তাহলে তো আরও নয়’।
বেশ কিছুক্ষন সব চুপচাপ। আমিও শ্বাস প্রশ্বাস বন্ধ করে ওদের কথা শুনে চলেছি। তুলিদি কিছু একটা বলতে যাচ্ছিল। কিন্তু ওর কথা না শুনেই সহেলিদি শুধু একটা শব্দ উচ্চারন করল।
‘সাইকো’
‘সাহেব সত্যিই সাইকো। কোন মেয়ে যেন ওর পাল্লায় না পড়ে তা চাই আমি’।
‘সাইকো মানে? কি বলছিস কি তুই? ও কি করেছে তোর সাথে? মারধর করেছে? কিরে বল?’
বেশ কিছুক্ষন চুপ করে থাকে সহেলিদি।
‘না সেরকম কিছু নয়। তোকে ঠিক বোঝাতে পারবো না। ও আমায় নয়, আমার শরীরের মধ্যে অন্য কাউকে খুঁজছিল। পাগলের মতন খুঁজছিল’।
‘কাকে খুঁজছিল?’
আবার চুপ করে যায় সহেলিদি।
‘জানিনা রে শুধু এটাই বুঝেছিলাম ও কাউকে একটা চায়। তাকে না পেয়ে অন্য মেয়ের শরীরে তাকে কল্পনা করে’।
‘কি যা তা বলছিস তুই?’
‘আমি একদম সত্যি কথা বলছি। নিজেকে প্রচণ্ড সস্তার মনে হচ্ছিল’।
‘বহুকষ্টে নিজেকে সামলেছি রে। ব্রেকআপ হওয়ার কোন কষ্ট নেই। কিন্তু জীবনের প্রথম সেক্স আমার কাছে শুধুই একটা আতঙ্ক হয়ে রইল। সব ভুলে যেতে চাই। তুলি আমায় প্লিস আর কখনো এব্যাপারে কিছু জিজ্ঞেস করিস না। প্লিস!’
বুঝলাম ওরা এব্যাপারে আর কথা বলবে না। কিন্তু আমার মনের মধ্যে অদ্ভুত সব চিন্তা ভাবনা কল্পনা কিলবিল করে উঠল। যতক্ষণ না এই রহস্যের সমাধান করে উঠতে পারছি আমার নিস্তার নেই।