26-08-2019, 09:19 AM
২৩
মিলির সাথে কথার পরের দিন আর ক্লাসে যাওয়া হল না। এমনিতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই সকাল আটটার ক্লাস করা গেল না। আর পরে আব্বার একটা কাগজ আনার জন্য আব্বার এক বন্ধুর বাসায় উত্তরা যেতে হল। যেতে যেতেই দুপুর একটা। আংকেল না খাইয়ে ছাড়ল না। সেখান থেকে বের হয়ে কাগজ টা বাবার কাছে কুরিয়ার করে দিয়ে ক্যাম্পাসে আসতে আসতে বিকাল সাড়ে চারটা। মিলি কে ফোন দিলাম ধরল না। সাদিয়া মাঝে মাঝে সন্ধ্যায় লাইব্রেরিতে আসে। ওকে পেলাম। বাকিরা বাসায়। ক্লাসে আসি নি কেন জানতে চাইল সাদিয়া। বললাম ঘুমের কারণে সকালের ক্লাসে আসতে পারি নি আর পরের ক্লাসটা কাজ থাকায় মিস দিতে হল। জিজ্ঞেস করতেই বলল গ্রুপের বাকিরা সবাই ক্লাসে এসেছিল। সকালের ঘুমের উপর মেজাজ খারাপ হল। আসলে মিলির সাথে দেখা হত। ওর রিএকশন বুঝা যেত। আবার মনে হল ওকে বুঝা কঠিন কারণ আগের সন্ধ্যায় ঝড়ের মাঝের ঘটনাটা (পর্ব ২১) এত বড় একটা ঘটনা কিন্তু বেমালুম চেপে গেল। বোঝার উপায় নেই মুখ দেখে বা আচরণে এমন কিছু ঘটছে। আজকে সকালে দেখা হলেও যে এমন কোন রিএকশন বোঝা যেত তা মনে হয় না। সেই দিনের আড্ডা শেষে সাদিয়া চলে গেল। সাদিয়া কে দিয়ে মিলি কে ফোন দেওয়ালাম। কে কে আছে মিলি ওপাশ থেকে শুনল। পরে মাথা ধরেছে বলে আজকে আর আসল না। বুঝলাম অযুহাত।
রাতে বাসায় ফিরে চিন্তা করলাম কি করা যায়। কিছুই করার নেই। মিলি কে বলা কথা গুলো চিন্তা করতে থাকলাম। ঠান্ডা মাথায় চিন্তা করতে গিয়ে নিজেই অবাক হয়ে গেলাম কিভাবে সম্ভব। ঐদিন ক্লাস শেষে যে ভাবে যে কথা গুলো বলেছি এটা আমার পক্ষে বলা সম্ভব এটা আমিও ভাবতে পারছি না। আসলে মিলি কে বলা কথা গুলোই ঠিক। আমার অবস্থা এখন খাচায় আবদ্ধ ক্ষুধার্ত বাঘের মত। সারা জীবন বয়েজ কলেজ কলেজে পড়ে মেয়েদের কে যখন ভিন্ গ্রহের কেউ ভাবা স্বাভাবিক হয়ে গেছে তখন ভার্সিটিতে এসে পাঁচ মেয়ের গ্রুপের মাঝে পরে আমার তালহারা অবস্থা। আগের ভালু মানুষি ইমেজ যখন বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করতাম সেখানে মিলির সাথে যা করেছি এটা কোন ভাবেই যায় না। আবার জুলিয়েট আমাকে এমন এক দরজা খুলে দিয়েছিল যেটা কে অস্বীকার করা আমার পক্ষে সম্ভব ছিল না। দেড় বছর আগে মেয়েদের সাথে সামনা সামনি কথা বলতে যেখানে বুক কাপত সেখানে জুলিয়েটের সাথে সেক্স চ্যাট বা মিলির সাথে ঝড়ের রাতের ঘটনা। সব মিলিয়ে আউলা অবস্থা। কি করি কি করি তা ঠিক করতে পারছি না। মিলির মেজাজ মর্জি ধরতে পারছি না। আবার নিজে কি করব তা ঠিক করতে পারছি না। জুলিয়েট একদম চুপ মেরে আছে। এই সময় জুলিয়েট নিজে থেকেই নক করল।
প্রশ্ন করল কি করিস। আমি লিখলাম কিছু না। জুলিয়েট ওর মত করে বলতে থাকল পাওলো আর ওর কথা। ওর ফ্রাস্ট্রেশনের কথা। আমি মাঝে মাঝে হু হা লিখছি। মন অবশ্য মিলির ঘটনার দিকে। ভাবতে ভাবতে মনে হল পুরান কথাটা। আই হ্যাভ টু ট্রাই মাই লাক। ভাবতে ভাবতেই লিখলাম কি পাওলো তোকে আর আদর করে না। জুলিয়েট লিখল না। আমি আমাদের আগের খেলার সূত্র ধরে ওকে ইংগিত দিতে থাকলাম। জুলিয়েট রাজি থাকলে নিজে থেকেই বলবে। আমি লিখলাম পাওলো আর তোকে চুমু খায় না। জুলিয়েট বলল না। আমি লিখলাম জুলিয়েট কি পাওলোর আদর চায়। উত্তর দিল হ্যা। আমি বুঝলাম অনেকদিন পর ভাগ্য হয়ত সুপ্রসন্ন। লিখলাম কত আদর চায়? উত্তর এল অনেক। অন্যদিন জুলিয়েট ফোন দেয় আজকে আমিই ফোন দিলাম কারণ আই হ্যাভ টু ট্রাই মাই লাক।
মিলির সাথে কথার পরের দিন আর ক্লাসে যাওয়া হল না। এমনিতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই সকাল আটটার ক্লাস করা গেল না। আর পরে আব্বার একটা কাগজ আনার জন্য আব্বার এক বন্ধুর বাসায় উত্তরা যেতে হল। যেতে যেতেই দুপুর একটা। আংকেল না খাইয়ে ছাড়ল না। সেখান থেকে বের হয়ে কাগজ টা বাবার কাছে কুরিয়ার করে দিয়ে ক্যাম্পাসে আসতে আসতে বিকাল সাড়ে চারটা। মিলি কে ফোন দিলাম ধরল না। সাদিয়া মাঝে মাঝে সন্ধ্যায় লাইব্রেরিতে আসে। ওকে পেলাম। বাকিরা বাসায়। ক্লাসে আসি নি কেন জানতে চাইল সাদিয়া। বললাম ঘুমের কারণে সকালের ক্লাসে আসতে পারি নি আর পরের ক্লাসটা কাজ থাকায় মিস দিতে হল। জিজ্ঞেস করতেই বলল গ্রুপের বাকিরা সবাই ক্লাসে এসেছিল। সকালের ঘুমের উপর মেজাজ খারাপ হল। আসলে মিলির সাথে দেখা হত। ওর রিএকশন বুঝা যেত। আবার মনে হল ওকে বুঝা কঠিন কারণ আগের সন্ধ্যায় ঝড়ের মাঝের ঘটনাটা (পর্ব ২১) এত বড় একটা ঘটনা কিন্তু বেমালুম চেপে গেল। বোঝার উপায় নেই মুখ দেখে বা আচরণে এমন কিছু ঘটছে। আজকে সকালে দেখা হলেও যে এমন কোন রিএকশন বোঝা যেত তা মনে হয় না। সেই দিনের আড্ডা শেষে সাদিয়া চলে গেল। সাদিয়া কে দিয়ে মিলি কে ফোন দেওয়ালাম। কে কে আছে মিলি ওপাশ থেকে শুনল। পরে মাথা ধরেছে বলে আজকে আর আসল না। বুঝলাম অযুহাত।
রাতে বাসায় ফিরে চিন্তা করলাম কি করা যায়। কিছুই করার নেই। মিলি কে বলা কথা গুলো চিন্তা করতে থাকলাম। ঠান্ডা মাথায় চিন্তা করতে গিয়ে নিজেই অবাক হয়ে গেলাম কিভাবে সম্ভব। ঐদিন ক্লাস শেষে যে ভাবে যে কথা গুলো বলেছি এটা আমার পক্ষে বলা সম্ভব এটা আমিও ভাবতে পারছি না। আসলে মিলি কে বলা কথা গুলোই ঠিক। আমার অবস্থা এখন খাচায় আবদ্ধ ক্ষুধার্ত বাঘের মত। সারা জীবন বয়েজ কলেজ কলেজে পড়ে মেয়েদের কে যখন ভিন্ গ্রহের কেউ ভাবা স্বাভাবিক হয়ে গেছে তখন ভার্সিটিতে এসে পাঁচ মেয়ের গ্রুপের মাঝে পরে আমার তালহারা অবস্থা। আগের ভালু মানুষি ইমেজ যখন বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করতাম সেখানে মিলির সাথে যা করেছি এটা কোন ভাবেই যায় না। আবার জুলিয়েট আমাকে এমন এক দরজা খুলে দিয়েছিল যেটা কে অস্বীকার করা আমার পক্ষে সম্ভব ছিল না। দেড় বছর আগে মেয়েদের সাথে সামনা সামনি কথা বলতে যেখানে বুক কাপত সেখানে জুলিয়েটের সাথে সেক্স চ্যাট বা মিলির সাথে ঝড়ের রাতের ঘটনা। সব মিলিয়ে আউলা অবস্থা। কি করি কি করি তা ঠিক করতে পারছি না। মিলির মেজাজ মর্জি ধরতে পারছি না। আবার নিজে কি করব তা ঠিক করতে পারছি না। জুলিয়েট একদম চুপ মেরে আছে। এই সময় জুলিয়েট নিজে থেকেই নক করল।
প্রশ্ন করল কি করিস। আমি লিখলাম কিছু না। জুলিয়েট ওর মত করে বলতে থাকল পাওলো আর ওর কথা। ওর ফ্রাস্ট্রেশনের কথা। আমি মাঝে মাঝে হু হা লিখছি। মন অবশ্য মিলির ঘটনার দিকে। ভাবতে ভাবতে মনে হল পুরান কথাটা। আই হ্যাভ টু ট্রাই মাই লাক। ভাবতে ভাবতেই লিখলাম কি পাওলো তোকে আর আদর করে না। জুলিয়েট লিখল না। আমি আমাদের আগের খেলার সূত্র ধরে ওকে ইংগিত দিতে থাকলাম। জুলিয়েট রাজি থাকলে নিজে থেকেই বলবে। আমি লিখলাম পাওলো আর তোকে চুমু খায় না। জুলিয়েট বলল না। আমি লিখলাম জুলিয়েট কি পাওলোর আদর চায়। উত্তর দিল হ্যা। আমি বুঝলাম অনেকদিন পর ভাগ্য হয়ত সুপ্রসন্ন। লিখলাম কত আদর চায়? উত্তর এল অনেক। অন্যদিন জুলিয়েট ফোন দেয় আজকে আমিই ফোন দিলাম কারণ আই হ্যাভ টু ট্রাই মাই লাক।