26-08-2019, 08:50 AM
#পর্ব ১০
মিলির ঘটনার পর বেশ কয়েক মাস চলে গেছে। আর তেমন কিছু না ঘটলেও মাথার ভিতর থেকে ব্যাপার টা পুরাপুরি যায় নায়। সুযোগ পেলে আড় চোখে মিলি কে দেখি কিন্তু মিলি কাপড়ের ব্যাপারে সচেতন। তাই ওই দিন যে ব্যাপার টা কেমনে ঘটল কে জানে। তবে গ্রুপ হিসেবে আমাদের নিজেদের মধ্যে নিজেদের বোঝাপড়া ভাল হয়েছে আর। সুনিতির মা অসুস্থ হয়ে হাসপাতাল ছিল কিছুদিন। এই সময় সবাই যেভাবে সুনিতি কে পারে সাহায্য করেছে। বছরের শেষ বলে পরীক্ষা, এসাইনমেন্টের চাপ ছিল। সবাই যে যেভাবে পারে সুনিতি কে পড়াশুনায় সাহায্য করেছে। সাদিয়া, মিলি আর আমি মিলে এসাইনমেন্ট গুলা করে দেওয়ার চেষ্টা করেছি। ফারিয়া আর জুলিয়েটের প্রেজেন্টশন ভাল। তাই ওরা ওদের প্রেজেন্টশন গ্রুপে স্যারকে বলে সুনিতি কে নিয়ে নিল। আর আমি ক্লাস টেস্ট আর মিড গুলার নোট পত্র দিয়ে সাহায্য করলাম। স্ট্যাটের আগেরদিন রাত এগার টা পর্যন্ত হাসপাতালে থেকে সুনিতি কে পরীক্ষার বেসিক জিনিস গুলা বুঝিয়ে দিলাম। সুনিতির ফ্যামিলি মেম্বাররা পর্যন্ত আমাদের হেল্পে খুশি হয়ে গেল। আর প্রায় দিন কেউ না কেউ গিয়ে সুনিতির সাথে সময় কাটিয়ে আসত। এইসব আমাদের নিজেদের মধ্যে নিজেদের বোঝাপড়া আর ভাল করতে সাহায্য করল।
এর মধ্যে ফাইনাল হয়ে গেল। এর মাঝে আরেকটা গূরুত্বপূর্ণ ঘটনা হল আমাদের পড়াশুনা অথবা আড্ডা অথবা বিশ্রামের একটা পয়েন্ট হয়ে গেল আমার বাসা। আগেই বলেছি বাসায় আমি ছাড়া কেউ থাকে না। সিলেট থেকেও কেউ আসার সম্ভাবনা নেই। বাবা মা দুই জন মাস ছয়েকের জন্য কানাডা গেলেন ভাইয়ের সাথে থাকার জন্য। আর আজিজ হল পুরা ক্যাম্পাসের অপজিটে। বিসিএস পার্টির জন্য লাইব্রেরিতে জায়গা পাওয়া যায় না। শেষের দিকে পড়াশুনার চাপে সবাই গ্রুপ স্টাডির সিদ্ধান্ত নিল। আসলে আমিই একদিন বললাম আমার বাসায় আয় সমস্যা হবে না। আগে আসলে ফারিয়ার বাসায়, জুলিয়েট আর সুনিতি সবার বাসায় কখনো না কখনো গ্রুপ স্টাডি হয়েছে। সেই কারণে আমি আমার বাসার কথা বললাম। একটু গাইগুই করলেও মিলি আর সাদিয়া রাজি হল শেষ পর্যন্ত। ফারিয়া আর জুলিয়েট খুব একটা না করলেও একটু অসস্তিতে ছিল। আসলে বাংলাদেশে যতই আপনি আধুনিক চিন্তা করতে যান না কেন সমাজ কে পুরাপুরি অস্বীকার আমরা কেউ তেমন একটা করে উঠতে পারি না। বুয়া রাতে এসে রান্না করে দিয়ে যায়। তাই যেইদিন সবাই আসে সেই দিন নয় টা দশটা থেকে সবাই মিলে তিন টা সাড়ে তিন টা পর্যন্ত স্টাডি হয়। এরমাঝে আড্ডাও হয়। আর দুপুরে রাইস কুকারে ভাত বসিয়ে সবাই মিলে দুপুরের খাবার টাও হয়ে যায়। বাকিরা খরচের কথা বলে গাইগুই করলেও আমি বললাম তাইলে সবাই আসার সময় কিছু না কিছু নিয়ে আসবি। চকলেট, চিপস আইস্ক্রিম যে যা আনে। পড়তে পড়তে সব সাবার হয়ে যায়। সুনিতির মা ওই সময় অসুস্থ থাকায় ও এক দিন বা দুই দিন এসেছিল ওই সময়।
গ্রুপের সবাই আমার বাসায় আড্ডা আর পড়াশুনার মাঝে গ্রুপের সবার সাথে সবার বন্ডিং আর শক্ত হল। আর আমার বাসায় আমি ছাড়া আর কেউ নেই। সিনিয়র নেই, আস্তে কথা বলার বা অন্তত পড়ছি এটা দেখানোর কোন গরজ নেই। পাঁচ জন মেয়ে আর একজন মেয়ে একসাথে কি বলছে এটা নিয়ে পরিবারের কাউকে কইফিয়ত দেবার কিছু নেই। তাই সবাই এখানে এসে একটু হাফ ছেড়ে বাচত।
ফারিয়া এসেই ওড়না ফেলে দিয়ে বলত ফ্যান ছাড় গরম লাগছে। ওই সময় ফারিয়ার বুকের দিকে তাকালে আমারো গরম লাগত তাই ফ্যান ছাড়তে হত। জুলিয়েটের খাইস্টা কথা (সাদিয়ার ভাষ্যমতে) বেরে যেত। একদিন এক ইয়াং স্যার কে নিয়ে আলোচনা হচ্ছে। আমি আমার মত পড়ে যাচ্ছি। স্যারের কথা উঠতেই বাকিরা বই বাদ দিয়ে আলোচনা শুরু করল। কথা আমার কানে আসছে। সবাই একমত স্যার কিউট কিন্তু জুলিয়েটের এক কথা স্যার হট। পুরা হট কেক। দেখলেই নাকি জিভে জল আসে, খেতে ইচ্ছা করে। সাদিয়া না বুঝে বলে ফেলল মানুষ আবার কেক হয় নাকি। এটা শুনেই ফারিয়া আর জুলিয়েট হাসা শুরু করল। আজকাল একটু লায়েক হওয়া মিলিও হাসিতে যোগ দিল। জুলিয়েট বলল হুম সুন্দরী শুন নাই ছেলেরা কী বলে মেয়েদের দেখলে। খাইয়া ফেলতে মন চায় মামা। তা আমরাও বলতে পারি তাই না। এইবার আবার আমার দিকে ফিরে জুলিয়েট বলে কিরে বলস না কেন তোরা ছেলেরা এইসব বলস না। আমি না শুনার ভান করি। জুলিয়েট ছাড়ে না। বলে কিরে সত্যি করে বল তুই এইসব বলিস নাকি। আমি তওবা পরে জানালাম আমি এইসবের মধ্যে নাই। এইভবে পড়াশুনা আর ফানের মাঝে আমাদের গ্রুপের কথার সীমানা আর বেরে গেল। আগে যা বলা হত না তাও আজকাল সবাই সবার সাথে আলোচনা করে। মিলির প্রেম বিষয়ক সমস্যা , ফারিয়ার নিউ ক্রাশ, জুলিয়েটের আবজাব বকবাকানি বা সাদিয়ার জ্ঞানগর্ভ কথা। সব।
আর এর কিছুদিন পর শুরু হল ফাইনাল। এরপর দেড়মাস বন্ধ। মিলি আর সাদিয়া বাড়ি চলে গেল। সুনিতি আন্টির জন্য আসে না প্রায়। বাবা মা বাড়ি নেই দেখে সিলেট যাওয়া হয় নি। তাই নিয়মিত দেখা হয় খালি আমার, ফারিয়া আর জুলিয়েটের। এইসময় আমাদের গ্রুপ কেমেস্ট্রির আরেকটা পরিবর্তন আনল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। যাদের মনে নেই তাদের উদ্দ্যেশে বলা দুই হাজার নয় দশের দিকে বাংলাদেশের অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার একটা সেক্স স্ক্যান্ডাল নেটে লিক হয়। কাজটা তার এক্স বয় ফ্রেন্ডের। আর এই লিক হওয়া সেক্স ভিডিও আমাদের গ্রুপে একটা বড় রাসায়নিক পরিবর্তন নিয়ে আসল।
মিলির ঘটনার পর বেশ কয়েক মাস চলে গেছে। আর তেমন কিছু না ঘটলেও মাথার ভিতর থেকে ব্যাপার টা পুরাপুরি যায় নায়। সুযোগ পেলে আড় চোখে মিলি কে দেখি কিন্তু মিলি কাপড়ের ব্যাপারে সচেতন। তাই ওই দিন যে ব্যাপার টা কেমনে ঘটল কে জানে। তবে গ্রুপ হিসেবে আমাদের নিজেদের মধ্যে নিজেদের বোঝাপড়া ভাল হয়েছে আর। সুনিতির মা অসুস্থ হয়ে হাসপাতাল ছিল কিছুদিন। এই সময় সবাই যেভাবে সুনিতি কে পারে সাহায্য করেছে। বছরের শেষ বলে পরীক্ষা, এসাইনমেন্টের চাপ ছিল। সবাই যে যেভাবে পারে সুনিতি কে পড়াশুনায় সাহায্য করেছে। সাদিয়া, মিলি আর আমি মিলে এসাইনমেন্ট গুলা করে দেওয়ার চেষ্টা করেছি। ফারিয়া আর জুলিয়েটের প্রেজেন্টশন ভাল। তাই ওরা ওদের প্রেজেন্টশন গ্রুপে স্যারকে বলে সুনিতি কে নিয়ে নিল। আর আমি ক্লাস টেস্ট আর মিড গুলার নোট পত্র দিয়ে সাহায্য করলাম। স্ট্যাটের আগেরদিন রাত এগার টা পর্যন্ত হাসপাতালে থেকে সুনিতি কে পরীক্ষার বেসিক জিনিস গুলা বুঝিয়ে দিলাম। সুনিতির ফ্যামিলি মেম্বাররা পর্যন্ত আমাদের হেল্পে খুশি হয়ে গেল। আর প্রায় দিন কেউ না কেউ গিয়ে সুনিতির সাথে সময় কাটিয়ে আসত। এইসব আমাদের নিজেদের মধ্যে নিজেদের বোঝাপড়া আর ভাল করতে সাহায্য করল।
এর মধ্যে ফাইনাল হয়ে গেল। এর মাঝে আরেকটা গূরুত্বপূর্ণ ঘটনা হল আমাদের পড়াশুনা অথবা আড্ডা অথবা বিশ্রামের একটা পয়েন্ট হয়ে গেল আমার বাসা। আগেই বলেছি বাসায় আমি ছাড়া কেউ থাকে না। সিলেট থেকেও কেউ আসার সম্ভাবনা নেই। বাবা মা দুই জন মাস ছয়েকের জন্য কানাডা গেলেন ভাইয়ের সাথে থাকার জন্য। আর আজিজ হল পুরা ক্যাম্পাসের অপজিটে। বিসিএস পার্টির জন্য লাইব্রেরিতে জায়গা পাওয়া যায় না। শেষের দিকে পড়াশুনার চাপে সবাই গ্রুপ স্টাডির সিদ্ধান্ত নিল। আসলে আমিই একদিন বললাম আমার বাসায় আয় সমস্যা হবে না। আগে আসলে ফারিয়ার বাসায়, জুলিয়েট আর সুনিতি সবার বাসায় কখনো না কখনো গ্রুপ স্টাডি হয়েছে। সেই কারণে আমি আমার বাসার কথা বললাম। একটু গাইগুই করলেও মিলি আর সাদিয়া রাজি হল শেষ পর্যন্ত। ফারিয়া আর জুলিয়েট খুব একটা না করলেও একটু অসস্তিতে ছিল। আসলে বাংলাদেশে যতই আপনি আধুনিক চিন্তা করতে যান না কেন সমাজ কে পুরাপুরি অস্বীকার আমরা কেউ তেমন একটা করে উঠতে পারি না। বুয়া রাতে এসে রান্না করে দিয়ে যায়। তাই যেইদিন সবাই আসে সেই দিন নয় টা দশটা থেকে সবাই মিলে তিন টা সাড়ে তিন টা পর্যন্ত স্টাডি হয়। এরমাঝে আড্ডাও হয়। আর দুপুরে রাইস কুকারে ভাত বসিয়ে সবাই মিলে দুপুরের খাবার টাও হয়ে যায়। বাকিরা খরচের কথা বলে গাইগুই করলেও আমি বললাম তাইলে সবাই আসার সময় কিছু না কিছু নিয়ে আসবি। চকলেট, চিপস আইস্ক্রিম যে যা আনে। পড়তে পড়তে সব সাবার হয়ে যায়। সুনিতির মা ওই সময় অসুস্থ থাকায় ও এক দিন বা দুই দিন এসেছিল ওই সময়।
গ্রুপের সবাই আমার বাসায় আড্ডা আর পড়াশুনার মাঝে গ্রুপের সবার সাথে সবার বন্ডিং আর শক্ত হল। আর আমার বাসায় আমি ছাড়া আর কেউ নেই। সিনিয়র নেই, আস্তে কথা বলার বা অন্তত পড়ছি এটা দেখানোর কোন গরজ নেই। পাঁচ জন মেয়ে আর একজন মেয়ে একসাথে কি বলছে এটা নিয়ে পরিবারের কাউকে কইফিয়ত দেবার কিছু নেই। তাই সবাই এখানে এসে একটু হাফ ছেড়ে বাচত।
ফারিয়া এসেই ওড়না ফেলে দিয়ে বলত ফ্যান ছাড় গরম লাগছে। ওই সময় ফারিয়ার বুকের দিকে তাকালে আমারো গরম লাগত তাই ফ্যান ছাড়তে হত। জুলিয়েটের খাইস্টা কথা (সাদিয়ার ভাষ্যমতে) বেরে যেত। একদিন এক ইয়াং স্যার কে নিয়ে আলোচনা হচ্ছে। আমি আমার মত পড়ে যাচ্ছি। স্যারের কথা উঠতেই বাকিরা বই বাদ দিয়ে আলোচনা শুরু করল। কথা আমার কানে আসছে। সবাই একমত স্যার কিউট কিন্তু জুলিয়েটের এক কথা স্যার হট। পুরা হট কেক। দেখলেই নাকি জিভে জল আসে, খেতে ইচ্ছা করে। সাদিয়া না বুঝে বলে ফেলল মানুষ আবার কেক হয় নাকি। এটা শুনেই ফারিয়া আর জুলিয়েট হাসা শুরু করল। আজকাল একটু লায়েক হওয়া মিলিও হাসিতে যোগ দিল। জুলিয়েট বলল হুম সুন্দরী শুন নাই ছেলেরা কী বলে মেয়েদের দেখলে। খাইয়া ফেলতে মন চায় মামা। তা আমরাও বলতে পারি তাই না। এইবার আবার আমার দিকে ফিরে জুলিয়েট বলে কিরে বলস না কেন তোরা ছেলেরা এইসব বলস না। আমি না শুনার ভান করি। জুলিয়েট ছাড়ে না। বলে কিরে সত্যি করে বল তুই এইসব বলিস নাকি। আমি তওবা পরে জানালাম আমি এইসবের মধ্যে নাই। এইভবে পড়াশুনা আর ফানের মাঝে আমাদের গ্রুপের কথার সীমানা আর বেরে গেল। আগে যা বলা হত না তাও আজকাল সবাই সবার সাথে আলোচনা করে। মিলির প্রেম বিষয়ক সমস্যা , ফারিয়ার নিউ ক্রাশ, জুলিয়েটের আবজাব বকবাকানি বা সাদিয়ার জ্ঞানগর্ভ কথা। সব।
আর এর কিছুদিন পর শুরু হল ফাইনাল। এরপর দেড়মাস বন্ধ। মিলি আর সাদিয়া বাড়ি চলে গেল। সুনিতি আন্টির জন্য আসে না প্রায়। বাবা মা বাড়ি নেই দেখে সিলেট যাওয়া হয় নি। তাই নিয়মিত দেখা হয় খালি আমার, ফারিয়া আর জুলিয়েটের। এইসময় আমাদের গ্রুপ কেমেস্ট্রির আরেকটা পরিবর্তন আনল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। যাদের মনে নেই তাদের উদ্দ্যেশে বলা দুই হাজার নয় দশের দিকে বাংলাদেশের অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার একটা সেক্স স্ক্যান্ডাল নেটে লিক হয়। কাজটা তার এক্স বয় ফ্রেন্ডের। আর এই লিক হওয়া সেক্স ভিডিও আমাদের গ্রুপে একটা বড় রাসায়নিক পরিবর্তন নিয়ে আসল।