26-08-2019, 08:08 AM
#পর্ব ১
শুরু কখন ঠিক খেয়াল নেই। সঠিক দিন তারিখ খেয়াল নেই তবে এটুকু বলা যায় ফাস্ট সেমিস্টার থেকেই। আমাদের বন্ধুতের শুরু সেই ফাস্ট সেমিস্টার থেকেই। আমরা মানে মিলি, ফারিয়া, সুনিতি, জুলিয়েট, সাদিয়া আর আমি। পাঁচ জন মেয়ে আর একজন ছেলে। বিশ্ববিদ্যালয়ে উঠলে নানা গ্রুপ তৈরি হয় প্রথম প্রথম আস্তে আস্তে থাকে না তবে কিকরে যেন আমাদের দল টা টিকে গেল। অবশ্য টিকার কথা না। দলেরে একেক জন একেক প্রান্তের। হয়ত এই জন্যই টিকে গেল। অপজিট এট্রাক্টস। সবাই সবার থেকে আলাদা। ব্যক্তিত্বে, পোশাক আর স্টাইলে। তাও বন্ধুত্ব টা টিকে গেল। মূল কথা হল সবাই আমরা শুরুর দিকে একে অন্যে কে সাহায্য করার সূত্রে আমাদের মধ্যে যে বিশ্বস্ততা- বন্ধন গরে উঠেছিল তা সময়ের সাথে সাথে আর গভীর হয়েছে। ক্লাসের অন্যরা আমাদেরে নিয়ে হাসাহাসি করত, বিশেষত আমাকে নিয়ে। পাঁচ জন মেয়ের গ্রুপে একজন ছেলে থাকলে হাসাহাসি হবে, আমাদের এই দেশে এটাই স্বাভাবিক। শুরুতে আমার অস্বস্তি লাগলেও আস্তে আস্তে কাটতে সময় লাগে নি। আসলে এইরকম পাঁচ বন্ধু কে শুধু লোকের কথার ভয়ে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় নি। সময়ের সাথে সাথে তাই এইসব হাসি, টিপ্পনি এরিয়ে চলা শিখে গিয়েছিলাম। ভবিষ্যতে মানুষের দরকারহীন কথা এড়ানোর এই পদ্ধতির শেখার শুরুটাও আমার এই গ্রুপের কাছ থেকে। আর এইভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন এক বিভাগের ছয় জন ছাত্র ছাত্রীর এই গল্প শুরু হয়।
শুরু কখন ঠিক খেয়াল নেই। সঠিক দিন তারিখ খেয়াল নেই তবে এটুকু বলা যায় ফাস্ট সেমিস্টার থেকেই। আমাদের বন্ধুতের শুরু সেই ফাস্ট সেমিস্টার থেকেই। আমরা মানে মিলি, ফারিয়া, সুনিতি, জুলিয়েট, সাদিয়া আর আমি। পাঁচ জন মেয়ে আর একজন ছেলে। বিশ্ববিদ্যালয়ে উঠলে নানা গ্রুপ তৈরি হয় প্রথম প্রথম আস্তে আস্তে থাকে না তবে কিকরে যেন আমাদের দল টা টিকে গেল। অবশ্য টিকার কথা না। দলেরে একেক জন একেক প্রান্তের। হয়ত এই জন্যই টিকে গেল। অপজিট এট্রাক্টস। সবাই সবার থেকে আলাদা। ব্যক্তিত্বে, পোশাক আর স্টাইলে। তাও বন্ধুত্ব টা টিকে গেল। মূল কথা হল সবাই আমরা শুরুর দিকে একে অন্যে কে সাহায্য করার সূত্রে আমাদের মধ্যে যে বিশ্বস্ততা- বন্ধন গরে উঠেছিল তা সময়ের সাথে সাথে আর গভীর হয়েছে। ক্লাসের অন্যরা আমাদেরে নিয়ে হাসাহাসি করত, বিশেষত আমাকে নিয়ে। পাঁচ জন মেয়ের গ্রুপে একজন ছেলে থাকলে হাসাহাসি হবে, আমাদের এই দেশে এটাই স্বাভাবিক। শুরুতে আমার অস্বস্তি লাগলেও আস্তে আস্তে কাটতে সময় লাগে নি। আসলে এইরকম পাঁচ বন্ধু কে শুধু লোকের কথার ভয়ে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় নি। সময়ের সাথে সাথে তাই এইসব হাসি, টিপ্পনি এরিয়ে চলা শিখে গিয়েছিলাম। ভবিষ্যতে মানুষের দরকারহীন কথা এড়ানোর এই পদ্ধতির শেখার শুরুটাও আমার এই গ্রুপের কাছ থেকে। আর এইভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন এক বিভাগের ছয় জন ছাত্র ছাত্রীর এই গল্প শুরু হয়।