26-08-2019, 08:07 AM
(This post was last modified: 12-04-2023, 02:39 AM by Newsaimon85. Edited 2 times in total. Edited 2 times in total.)
এক্সবিতে গল্পটা শুরু করেছিলাম। এরপর এক্সবি বন্ধ হয়ে গেল। ব্যাকাপের অভাবে এরপর আর গল্পটা শুরু করা হয় নি। কাকতলীয় ভাবে এখানে গল্পটা পেয়ে গেলাম। ধন্যবাদ দিপ্ত কে গল্পের ব্যাকাপ রাখার জন্য। আমি গল্পটা শুরু করতে যাচ্ছি আবার। তাই নিজের থ্রেডে সব পোস্ট নিয়ে আসছি। গল্পের আপডেট দেওয়া হবে এই থ্রেডে। তবে আপডেট আসবে প্রতি এক/ দুই সাপ্তাহ পরে। কখনো কখনো দেরিও হতে পারে। আসলে সব কাজ করে লেখার সময় বের করা কঠিন। এরপর গল্পটা কে খালি সেক্সের ছড়াছড়ি না করে ইরোটিকা আকারে লিখতে সময় লাগে বেশি। এইসব বিবেচনায় রাখার জন্য অনুরোধ রইল। আগে ২৯ পর্ব পর্যন্ত ছিল। এই ২৯ পর্ব আপডেট করে নতুন অংশ শুরু হবে এখানে। প্রথম আপডেট দেওয়ার আগে একটু সময় নিব যাতে পুরাতন পর্বগুলো পড়ে কাহিনির সাথে থাকতে পারেন। আবার ধন্যবাদ দিপ্ত কে গল্পের ব্যাকাপ রাখার জন্য।