25-08-2019, 02:53 PM
(24-08-2019, 11:32 PM)ব্যাঙের ছাতা Wrote: ১,৬১,৩০৪ ভিউ প্রমাণ করে গল্পটি কতটা জনপ্রিয়তা পেয়েছে!
তাই বলি দাদা ভিউয়ারদের এতটা কষ্ট দিয়েন না প্লিজ!
আরেকটু দ্রুত আপডেট দেয়ার চেষ্টা করবেন
পাঠক সংখ্যা কোন লেখার মাণ সম্পর্কে তথ্য দেয় না যদিও জনপ্রিয়তাকে উপস্থাপন করে সেটা। নাই দেশে ভেরেন্ডা বৃক্ষ। তাই অত জনপ্রিয়তা। তবু আপনাদের মন্তব্য আমাকে অনেক উৎসাহিত করে। আপনাদের জন্যইতো লেখা। কোন বানিজ্যিক মূল্য পেতে লিখি না এখানে। নিজের সুখে লিখি আপনাদের সুখ দিতে লিখি। যৌনতা এতো মৌলিক জীবনের জন্য যে সেটা ছাড়া মানুষের বেঁচে থাকাই অর্থহীন। আমি আপনাদের জীবনে কিছু অর্থবোধক ভূমীকা হয়তো রাখি এসব ফ্যান্টাসী লিখে, তবে সেটা একেবারে আপনাদের চাহিদামত হবে সেটার গ্যারান্টি দিতে পারছি না। তাই খুব তাড়াতাড়ি এতো বড় আপডোট দিতে পারবো তেমন প্রতিশ্রুতি করতে পারছি না। এখানে আমি সম্ভবত একমাত্র লেখক যে প্রায় দশ বারো হাজার শব্দের আপডেট দেই একবারে। এতো বড় আপডেট লিখতেই প্রায় তিনদিন লাগে যদি একনাগাড়ে লিখি। তার উপর নিজের মনমত করতে সেটাকে কয়েকবার পড়তে হয়। একেকটা আপডেট অনেকদূর লিখে পুরো মুছে দেই কখনো কখনো। আবার লিখি নতুন করে। নিজে সন্তুষ্ট হতে পারলেই এগুতে থাকি। বুঝতেই পারছেন কত পরিশ্রম সাপেক্ষ। তবু অনেক বানান ভুল থেকে যায়। বানান ভুল পাঠকদের কাছে নিজেকে খেলো করে দেয়। তবে নিজের ভুল নিজের কাছে ধরা পরে না তৎক্ষনাৎ। লেখা শেষ করে তিন চারদিন পর আরেকবার পড়লে বানানগুলো লক্ষ্য করে দেখা সম্ভব হয়। সেটা করতে পারি না। সব মিলিয়ে খুব তাড়াতাড়ি আপডেট দেয়াটা পাঠকদের জন্যই বঞ্চনার হবে। আমার জন্যতো বটেই। সত্যি বলতে দেরীতে আপডেট লিখতে শুরু করলে সেটা আমার জন্যও অসুবিধার। যেমন আজমাইনের একটা নাম ব্যবহার করেছিলাম আগে। সেটা দিব্যি ভুলে গেছি। চরিত্রগুলোও ভুলে যাই কখনো কখনো। তাই আমি চেষ্টা করি দ্রুত লিখতে। কিন্তু পারি না। নিজের অন্যসব কাজ সেইসাথে এই গল্পটাকে একটা নিজস্ব মাত্রায় আলোকিত করার জন্য নতুন নতুন ভাবনা মাথায় আনতে সময় লেগেই যায়। তাই দেরীতে আপডেট দেয়ার বিষয়টা প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
শিশু বলৎকারের মূল কারণ আমি আপনি আমরা। আসুন প্রতিরোধ করি।