09-01-2019, 03:19 PM
১০
সেই সপ্তাহের শুক্রবার অফিস যাওয়ার আগে মনীষা আমাকে বোললো “শোন তুমি আজকে কিন্তু অফিসে বেশি দেরি কোরনা।কারন আজকে তোমাদের অফিসের মিস্টার দেসাই এর বাড়ির পার্টিতে যেতে হবে।আমার মনে পরল আমাদের অফিসের সিনিয়ার অ্যাকাউন্ট্যানট মিস্টার দেসাই কদিন আগে আমাকে ওর বাড়িতে ওর জন্মদিনের পার্টিতে ইনভাইট করছিলেন।অবশ্য শুধু আমাকে নয় উনি আমাদের অফিসের প্রায় সবাইকেই নেমন্তন্ন করেছিলেন।ওনার বউ মিসেস দেসাই আবার প্রত্যেকটি এমপ্লয়ীর বাড়িতে ফোন করে করে তাদের স্ত্রীদের আলাদা আলাদা ভাবে নেমন্তন্ন করেছেন। আমি মনীষাকে জিগ্যেস করলাম কখন যাব আমরা পার্টিতে? মনীষা বললো –“মিসেস দেসাই বলেছেন পার্টি ছটা থেকে শুরু হবে, আমি ভাবছি সাতটা নাগাদ যাব।তুমি কিন্তু পাঁচটার মধ্যে অফিস থেকে চলে এস”।
–“দেখ পাঁচটায় বাড়ি ফিরতে হলে আমাকে চারটেতে অফিস থেকে বেরতে হবে, তার থেকে তুমি সাজুগুজু করে আমার অফিসে চলে এস, তাহলে আমরা একসঙ্গে অফিস থেকে বেরিয়ে মিস্টার দেসাই এর বাড়ি চলে যেতে পারবো”।–মনীষা বললো “ঠিক আছে তাই হবে”।সেদিন আমি সকাল থেকে ফটাফট আমার হাতের কাজ গুলোকে শেষ করে নিতে লাগলাম। কিন্তু একটা ঝামেলার ইস্যু কিছুতেই শেষ করতে পারছিলামনা। সাড়ে চারটে নাগাদ বুঝলাম কাজটা অত সহজে শেষ হবার নয়।আমি সঙ্গে সঙ্গে মনীষাকে ফোন করে ব্যাপারটা বললাম। –“তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে রাজীব” মনীষার গলাতে বিরক্তির ভাব ফুটে উঠলো। -“আমি জানি মনীষা কিন্তু কাজটা এত ইম্পরট্যান্ট যে এটা শেষ না করে আমি বেরতে পারবোনা”।
-“তাহলে কি আজ আর যাওয়া হবেনা”? মনীষা একটু গম্ভীর গলায় জিগ্যেস করলো।
-“না না তা কেন, তুমি এক কাজ কর মনীষা, আমি যদি ঠিক সময়ে কাজ শেষ করতে না পারি তাহলে তুমি পার্টিতে ডাইরেক্ট চলে যাও।আমি কাজ শেষ হলেই অফিস থেকে ওখানে চলে যাব”।
-“না আমি তোমাকে ছাড়া ওখানে যেতে চাইনা।আচ্ছা আমি একটা কাজ করছি, আমি বাচ্চাটাকে একটু বুকের দুধ খাইয়ে সাড়ে পাঁচটা নাগাদ তোমাদের অফিসে চলে আসছি।তোমাদের রিশেপসানেই বসে অপেক্ষা করবো, তোমার কাজ হয়ে গেলে একসাথেই ওখান থেকে বেরবো”।
-“ঠিক আছে আমি চেষ্টা করছি কাজটা সাড়ে ছটার মধ্যে শেষ করার”।
মনীষা কোন উত্তর দিলনা শুধু ফোনটা কেটে দিল। বুঝলাম ভীষণ বিরক্ত হয়ে রয়েছে ও মনে মনে।
কাজটা শেষ করতে করতে আমার প্রায় সাতটা বেজে গেল।আমাদের অফিস ঠিক পাঁচটাতে বন্ধ হয়ে যায়। এখন অফিস একবারেই ফাঁকা। এতক্ষণে মনীষা নিশ্চয়ই এসে গেছে।বুঝতে পারছিলাম ও একা একা রিশেপসানে বসে বসে বোর হচ্ছে আর মন মনে আমার মুণ্ডুপাত করছে। আমি তাড়াতাড়ি কম্পিউটার বন্ধ করে আমাদের অফিসের রিশেপসানের দিকে এগোলাম।রিশেপসানে গিয়ে দেখি পুরো রিশেপসানটা ফাঁকা শুধু রবি ওখানে বসে বসে মনীষার সাথে গল্প করছে। কি নিয়ে যেন একটা গভীর আলোচনায় মত্ত ওরা।ব্যাপারটা দেখা মাত্র আমার পেটের ভেতরে কিরকম যেন একটা ঘোঁট পাকিয়ে উঠলো।অনেক কষ্টে নিজেকে সামলালাম আমি। এখন যদি ওখানে গিয়ে আমি কোনভাবে আমার আসন্তুষ্টি ওদের কাছে প্রকাশ করে ফেলি তাহলে মুস্কিল। এক তো রবি আমার কলিগ নয় আমার বস । দুই মনীষাও খেপে যাবে আমার ওপর, বলবে আমি জেলাশ।আমি নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম।মনীষা আমাকে দেখেই সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললো –“তোমার হয়ে গেছে রাজীব?” রবি বললো “ও, রাজীব আর তুমি বোধহয় এখান থেকে ডাইরেক্ট পার্টিতে যাবে না”? মনীষা বললো –“হ্যাঁ, আসলে ও এত দেরি করে ফেললো, এখান থেকে ডাইরেক্ট না গেলে আজ আর পার্টিতে যাওয়া হতনা”।আমি রবির দিকে তাকিয়ে একটু হেঁসে মনীষা কে ইশারা করে বললাম “মনীষা চল এবার বেরনো যাক আমাদের অনেক দেরি হয়ে গেছে”।
কিন্তু বাইরে বেরিয়েই থমকে যেতে হল আমাদের, কারন বাইরে অসম্ভব জোর বৃষ্টি পরছিল। আমার গাড়িটা আমাদের অফিস বিল্ডিং এর থেকে অনেকটা দূরে একটা পারকিং লটে রাখা ছিল। অফিসের সামনের পারকিং লটটা শুধু এই বিল্ডিং এর বিভিন্ন অফিসের ডাইরেক্টরদের জন্য রিজার্ভ করে রাখা। এমনিতে মিনিট পাঁচেক লাগে আমার গাড়ির কাছে পৌঁছতে। কিন্তু যা জোর বৃষ্টি পরছিল তাতে করে ওইটুকু দূরত্ব যেতে যেতে ভিজে চুপ্সে যাব আমি।তাছাড়া পারকিং লটে ঢোকার মুখটাতে ভীষণ জল জমেছে, সেটার মধ্যে দিয়ে যেতে হলে হাঁটু পর্যন্ত ভিজে যাবে আমার। কি করবো তাই ভাবছিলাম এমন সময় রবির গলা পেলাম পেছনে। -“বাপরে এতো ভীষণ বৃষ্টি পরছে, তোমরা যাবে কি করে?রাজীব তুমি এক কাজ কর, তুমি বরং একটু অপেক্ষা কর বৃষ্টিটা ছাড়ার জন্য।বৃষ্টিটা একটু কমে এলে তবে তুমি গাড়িটা বের করার চেষ্টা করো, না হলে এমন কাক ভেজা ভিজে যাবে যে আর পার্টিতে যাওয়ার মতন অবস্থা থাকবেনা।তবে বৃষ্টি কমে গেলেও ওখানে যা জল জমে আছে তাতে মনে হচ্ছে প্যান্ট না ভিজিয়ে তোমার ওখানে যাওয়া মুস্কিল”।মনীষা করুন মুখে বললো –“আজ এতো বাধা পরছে যে মনে হচ্ছে আজ আর পার্টিতে যাওয়া হবে না”।মনীষার করুন মুখ দেখে আমার খুব মায়া হল, বেচারি কখন থেকে সেজে গুজে রেডি হয়ে বসে রয়েছে, আমি আজ অফিসে দেরি না করলে ওকে এরকম অবস্থার মধ্যে পরতে হতনা, আমরা এতক্ষণে মিস্টার দেসাই এর পার্টিতে পৌঁছে যেতাম।হটাত রবি বললো –“রাজীব তুমি যদি কিছু মনে না কর তাহলে আমি মনীষাকে নিয়ে মিস্টার দেসাই এর পার্টিতে চলে যাচ্ছি, তুমি বৃষ্টি থামলে গাড়িটা দেখ বার করতে পার কিনা”? মনীষাকে রবির সাথে ছাড়ার একদম ইচ্ছে ছিলনা আমার কিন্তু ওর করুন মুখের কথা চিন্তা করে আমাকে রাজী হয়ে যেতে হল। মনীষাও দেখলাম না করলো না। বৃষ্টির তেজ একটু কম হতেই মনীষা আর রবি এক দৌড়ে বিল্ডিং এর সামনের পারকিং লটে রাখা রবির গাড়িতে উঠে পরলো। গাড়ি স্টার্ট করার পর রবি আমাকে জানলা দিয়ে বললো “রাজীব তুমি চিন্তা কোরনা, আমি মনীষাকে সাবধানে ঠিক মিস্টার দেসাই এর বাড়িতে পৌঁছে দেব”।মনীষা জানলা দিয়ে আমাকে হাত নাড়লো আর ওদের গাড়িটা হুস করে জল ছিটিয়ে বেরিয়ে গেল। মনীষা আর রবি বেরিয়ে যাবার পরেই মনে কু ডাকতে শুরু করলো আমার। রবির মত লুজক্যারেক্টারের সাথে মনীষাকে ছাড়ার একদম ইচ্ছে ছিলনা আমার কিন্তু সিচুয়েশনটা এমন ছিল যে না বলতে পারলাম না আমি। প্রায় মিনিট পনের পর বৃষ্টিটা একটু ধরে আসতেই আমি পারকিং লটের দিকে দৌড় মারলাম। পারকিং লটের সামনে যথারীতি অনেকটা জল জমা হয়ে আছে। কিন্তু দেখলাম জায়গাটা ঢালু বলেই বোধহয় বেশ কয়েকটা ইঁট এমন ভাবে ওখানে ফেলা আছে যে সাবধানে জলটা পার হওয়া যায়। আমি কোনক্রমে গাড়িতে ঢুকেই গাড়ি স্টার্ট দিলাম।গাড়ি বাইপাসে পরতেই স্পীড তুললাম আমি। ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল মনীষাকে নিয়ে।মিনিট দশেক গাড়ি চালাবার পরে একবার রিয়ার ভিউ মিররে চোখ গেল, মনে হল আমার গাড়ির বেশ কয়েকটা গাড়ির পেছনে যেন রবির গাড়ি আসছে। এ কি করে সম্ভব? ওরাতো অনেক্ষন আগে বেরিয়েছে। ওদের তো এতক্ষণে মিস্টার দেসাইয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়া উচিত। গাড়িটা ভীষণ আস্তে আস্তে আসছিল। ঠিক বুঝতে পারছিলাম না ওটা রবিরই গাড়ি কিনা। একটু পরেই গাড়িটা বাইপাশ থেকে বাঁ দিকের একটা সরু গলিতে নেমে গেল। “স্টেরঞ্জ” মনে মনে ভাবলাম আমি। আমি গাড়ির গতি আরো বাড়িয়ে দিলাম। কিন্তু মনটা খচখচ করছিল। রবির কি এতো সাহস হবে যে মনীষাকে গাড়িতে সিডিউস করার চেষ্টা করবে? কে জানে কি করছে ওরা গাড়িতে? কত দুরেই বা আছে ওরা? নানা রকম দুশ্চিন্তা আমার মনে ভিড় করে আসতে লাগলো।
প্রায় মিনিট তিরিশেক গাড়ি চালানোর পর মিস্টার দেসাই এর বাড়ি এসে উপস্থিত হলাম। বৃষ্টি ততক্ষণে থেমে গিয়েছিল। মিস্টার দেসাইের বিরাট বাগান বাড়িটা লোকে গিজগিজ করছিল।আমি বাড়ির পাশে যে ফাঁকা জায়গাটাতে সবাই গাড়ি পার্ক করে রেখে ছিল সেখানেই আমার গাড়িটা পার্ক করলাম। কিন্তু মনটা খিঁচরে গেল যখন লক্ষ করলাম রবির গাড়ি ওখানে নেই। মানে রবি আর মনীষারা এখনো এখানে পৌছয়নি। ওরা তো আমার অনেক আগে বেরিয়েছিল, তাহলে গেল কোথায় ওরা? তাহলে কি রবি মনীষাকে পার্টিতে ড্রপ করে অন্য কোথাও চলে গেছে, সেই জন্যই পারকিং প্লেসে ওর গাড়ি নেই? আমি পার্টির ভেতরে মনীষাকে খুঁজতে শুরু করলাম। প্রচুর মহিলা ও পুরুষ বিশাল বাড়িটার চার দিকে যে যার নিজের মত করে জটলা পাকাচ্ছে। পুরো বাগান বাড়িটা তন্ন তন্ন করে খুঁজলাম। বহু লোকের সঙ্গে দেখা হল কিন্তু মনীষা কোথাও নেই।এদিকে যেখানেই মনীষাকে খুঁজতে যাচ্ছি সেখানেই চেনা লোকেদের সাথে অন্তত মিনিট দুয়েক কথা বলতে হচ্ছে ভদ্রতাবসতো। এই সব করতে করতে আরো প্রায় মিনিট কুড়ি পার হয়ে গেল, এদিকে মনীষার দেখা নেই। ওরা যদি কোন কারনে রাস্তায় ফেঁসেও যায় তাহলেও এতো দেরি করার কথা নয় ওদের।রবির প্রতি রাগে টগবগ করে ফুটতে শুরু করলাম আমি। হারামজাদাটা এমন ভাবে মনীষাকে লিফট দেবার কথা বললো যে আমি নাও করতে পারলাম না। এখন নিজের মনে নিজেকেই দোষারোপ করতে আরাম্ভ করলাম আমি।কি করবো কিছুই বুজে উঠতে পারছিলামনা। চুপচাপ অপেক্ষা করা ছাড়া আমার আর কোন উপাই ছিলনা।সবচেয়ে চিন্তা হচ্ছিল এই কারনে যে আমি মনীষাকে ওর সেল ফোনে অনেকবার ফোন করেও কোন উত্তর পাচ্ছিলামনা। প্রত্যেকবারেই মনীষার সেল ফোনে রিং হয়ে যেতে লাগলো। প্রায় আট ন বার রিং করলাম আমি ওর ফোনে কিন্তু প্রত্যেকবারই একই ব্যাপার হল।রবির ফোনেও বার চারেক ফোন করলাম আমি কিন্তু সেখানেও ফোন লাগলোনা, ওর ফোন আনরিচেবল হয়ে আছে।আমি মিস্টার দেসাই এর বাড়ির গেটের কাছটাতে এসে দাঁড়ালাম।হাঁ করে গেটের বাইরের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু ওদের দেখা নেই। এমন সময় গেটের কাছে নিলিমাকে দেখলাম। নিলিমা মনীষাকে চেনে। আগে দেখেছি পার্টিতে দেখা হলে ওরা খুব গল্প করতো। নিলিমা আমাদের অফিসের আ্যাকাউন্টসে আছে। ওকে গিয়ে জিগ্যেস করলাম ও মনীষাকে দেখেছে কিনা। নিলিমার উত্তর আমাকে একদিকে আশ্বস্ত করলেও আমার মন থেকে দুশ্চিন্তার বোঝাটাকে কমাতে পারলোনা। ও বললো ও একটু আগেই মনীষাকে রবির সাথে বাগানের এক কোনে কথা বলতে দেখেছে।যাক তাহলে ওরা পার্টিতে অন্তত পৌঁচেছে। কিন্তু মনীষা রবির সাথে কি এমন গল্পে মসগুল যে ওর সেল ফোনে এতবার রিং হওয়া সত্বেও ওর খেয়াল পরলো না। নাঃ, মনীষার সঙ্গে রবির ব্যাপারে কথা আমায় বলতেই হবে। মনীষাকে এবার স্পস্ট বলে দেব আমি যে ও যেন দয়া করে এবার থেকে রবিকে এড়িয়ে চলে, কারন আমি ওকে আজকাল একদম সহ্য করতে পারছিনা। তাতে মনীষার রাগ হয় হোগ।আবার বাড়ির ভেতর দিকটাতে ঢুকলাম আমি। নিশার হাজব্যান্ড রাকেশ কে দেখতে পেলাম একটা জটলাতে। ওকে জিগ্যেস করতেই ও বললো ও মনীষাকে রবির সাথে একটু আগে দেখেছে ।ওর কাছে জেনে নিলাম বাগানের কোন দিকটাতে দেখেছে ও রবি আর মনীষাকে। মিস্টার দেসাই এর বাগান বাড়িটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত। কাউকে একচান্সে এখানে খুঁজে পাওয়া খুব মুস্কিল, বিশেষ করে আজ যখন পার্টিতে এত লোকের সমাগম হয়েছে।কিন্তু বাগানে যওয়ার আগেই পেয়ে গেলাম আমার আরো এক অফিস কলিগকে। ওকে রবির সম্মন্ধে জিগ্যেস করতে ও বললো ও রবি কে মিনিট দশেক আগে একবার গেট দিয়ে বেরিয়ে যেতে দেখেছে।আমি ওকে জিগ্যেস করলাম রবির সাথে আর কেউ ছিল কিনা। কলিগ বললো হ্যাঁ একটা খুব সুন্দরী শাড়ি পরা এক ভদ্রমহিলা ছিলেন রবির সাথে। বুকটা ধক করে উঠলো আমার। তাহলে কি মনীষা রবির সাথে পার্টি থেকে অন্য কোথাও বেরিয়ে গেছে।মনীষা আমার সাথে এরকম করতে পারে স্বপ্নেও ভাবতে পারছিলামনা আমি। আমাদের এতো বছরের বিবাহিত জীবনে মনীষা এমন কোন কাজ কোনদিন করেনি যাতে করে আমার ওর ওপর কোনরকম সন্দেহ হতে পারে। আর তাছাড়া বৃষ্টি কমে গেছে বেশ কিছুক্ষণ আগে, মনীষা নিশ্চই বুঝবে কিছুক্ষণের মধ্যে আমি পার্টিতে চলে আসবো।ওর মনে কোনভাবে রবির সাথে কোন নিরালা জায়গায় যাবার ইচ্ছে হলেও আমি এসে পরবো বলে ও এতটা দুঃসাহস দেখাবেনা। শরীরটা কেমন যেন করতে শুরু করলো আমার। পা দুটো যেন জোর হারিয়েছে বলে মনে হল। কোথাও একটু শুতে পারলে বেশ হত মনে মনে ভাবলাম আমি। শেষে একটা গার্ডেন চেয়ার ফাঁকা পেয়ে সেখানে বসে পরলাম। চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ বসে একটু রেস্ট নিতে লাগলাম।
কি কারনে মনীষার এত দেরি হচ্ছে তা অনেক ভেবেও বার করতে পারলাম না আমি।শেষে বুঝতে পারলাম মনীষা না ফেরা পর্যন্ত আমি কিছুতেই জানতে পারবোনা কি হয়েছিল।একটা ব্যাপারে আমি নিশ্চিত যে ওদের রাস্তাতে কোন দুর্ঘটনা ঘটেনি কারন অন্তত তিনজন একটু আগে ওদের পার্টিতে দেখেছে।নিজেকে একটু সামলে নেবার পর পার্টির যে দিকটাতে বুফে চলছিল সেই দিকে গেলাম আমি।একটা প্লেটে একটু চিকেন পাকৌড়া নিয়ে একটু খাবার চেষ্টা করলাম কিন্তু খেতে পারলাম না। মনে হচ্ছিল যেন ওয়াক উঠে আসছে।শেষে প্লেটটা নামিয়ে রাখলাম।
-“তুমি আসাতে আমি খুব খুশি হয়েছি রাজীব, মনীষা কোথায়, ওর সাথে কিছুক্ষণ আগে অবশ্য একবার দেখা হয়েছে আমার”।
পেছনে ঘুরে দেখলাম মিস্টার দেসাই আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছেন।
-“আমি ঠিক জানিনা ও এখন কোথায়, আমার অফিসে একটু দেরি হয়েছিল বলে ও একলা চলে এসেছে। আমি আসার পরতো ওকে অনেক খুঁজলাম কিন্তু কিছুতেই ওকে পাচ্ছিনা”।
-“তুমি ওকে মোবাইলে ফোন করে নিলেনা কেন, তাহলেই তো ওকে খুঁজে পেয়ে যেতে”।
আমি মিস্টার দেসাই কে বলতে চাইলামনা যে আমি মনীষাকে আমার মোবাইল থেকে ফোন করেছিলাম কিন্তু ও ফোন তোলে নি।
-“আসলে আমি আমার মোবাইলটা তাড়াতাড়িতে অফিসে ফেলে এসেছি সেই জন্য ফোন করতে পারিনি”।
আমার কথা শুনে মিস্টার দেসাই নিজের পকেট থেকে নিজের মোবাইলটা বেড় করে আমার হাতে দিয়ে বললেন –“নাও আমারটা দিয়ে ফোন করে নাও”।
আমি বুঝতে পারছিলাম না যে মনীষা আমার নাম্বার থেকে ফোন না তুললেও অন্য নাম্বার থেকে পাওয়া কল তুলবে কিনা।যাই হোক আমি মনীষার নাম্বার ডায়াল করলাম।মুখে প্রকাশ না করলেও আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে মনীষা কলটা রিসিভ করে কিনা।আমি অবশ্য জানতামনা মনীষা কলটা রিসিভ করলে আমি ওকে ঠিক কি বলবো। আমি জানতাম না ও কোথায় কি অব্স্থায় আছে, আমি জানতামনা যে মনীষা কলটা আদৌ রিসিভ করবে কিনা?
আমাকে আশ্চর্য করে মনীষা তৃতীয় রিং হতেই কলটা রিসিভ করলো।
-“হ্যালো”
-মনীষা তুমি কোথায়? আমি রাজীব বলছি।
-“আমি তো অনেকক্ষণ মিস্টার দেসাইের বাড়িতে পৌঁছে গেছি, তুমি কোথায়?
-“আমি তো যেখানটাতে বুফে হচ্ছে সেখানে দাঁড়িয়ে আছি, তুমি কোথায়? আমি তো তোমাকে তো অনেক্ষন ধরে খুঁজছি কিন্তু কিছুতেই তোমাকে দেখতে পাচ্ছিনা”।
হটাত আমার চোখ গেল মিস্টার দেসাইের বাগানের একবারে কোনের একটা জায়গায়।ওখানে দেখি একটা আম গাছের ফাঁক থেকে মনীষা একটা মোবাইল ফোন হাতে নিয়ে আমাদের দিকে তাকিয়ে হাত নেড়ে ডাকছে।ওকে দেখতে পেয়েই যেন আমার বুকের ওপর থেকে একটা বিশাল ভার নেমে গেল।আমি মিস্টার দেসাই কে ধন্যবাদ দিয়ে, ওনাকে ওনার ফোন ফিরিয়ে দিলাম, তারপর মনীষার দিকে হেঁটে গেলাম।ওখানে গিয়ে দেখলাম আম গাছটার পেছনে খুব সুন্দর একটা বসার বেঞ্ছ রয়েছে।জায়গাটা বেশ নিরিবিলি। ওখানে নিশা ছাড়াও আরো দুজন মহিলা রয়েছে, ওরা ওখানে বসে বসে গল্প করছিল।আমি মনে মনে ভীষণ খুশি হলাম এই দেখে যে ওখানে রবি নেই। আম গাছটার পেছনে যে এত সুন্দর একটা বসার বেঞ্চ আছে তা একটু দূর থেকে বোঝা শক্ত। সেই জন্যই বোধহয় আমি এখানটা দিয়ে মনীষার খোঁজে ঘুরে গেলেও ওদের কে গল্প করতে দেখতে পাইনি।
-“ইস তুমি নিশ্চই খুব চিন্তা করছিলে আমার জন্য” মনীষা বললো।
-“হ্যাঁ ভীষণ চিন্তা হচ্ছিল তোমাদের জন্য”। আমি ইচ্ছে করেই তোমার না বলে তোমাদের বললাম।
-“আর বোলনা রবির গাড়িতে কি একটা যেন প্রবলেম হয়েছিল, বার বার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। অনেক কষ্টে আমরা এখানে পৌঁছলাম”।
-“তুমি আমাকে ফোন করলে না কেন, আমি আসবার পথে তোমাকে আমার গাড়িতে তুলে নিতাম”।
আমার কথা শুনে মনীষা যেন একটু অস্বস্তিতে পরে গেল। ও বললো
-“আর বোলনা... ফোন করতে গিয়ে দেখি মোবাইলের ব্যাটারিটা একদম শেষ।ফোন অন করলেই অফ হয়ে যাচ্ছে।এখানে পৌঁছেও একবার চেষ্টা করলাম তোমাকে ফোন করতে কিন্তু ফোন অফ হয়ে গেল। শেষে মিস্টার দেশাই এর সাথে দেখা করে ওঁর একটা ঘর থেকে আমার ফোনটাতে মিনিট পনেরো চার্জ দিয়ে নিলাম ।তারপর তোমাকে ফোন করতে যাব এমন সময় নিশার সাথে দেখা। ব্যাস ভুলেই গেলাম তোমাকে ফোন করার কথা।ওর সাথে এখানে চলে এসে গল্প জুড়ে দিয়েছিলাম।সত্যি আমি আজকাল ভীষণ ভুলো হয়ে যাচ্ছি, আমার অবশ্যই উচিত ছিল চার্জ দেবার পর তোমাকে একটা ফোন করার চেষ্টা করা।ফোনে কাউকে না পেলে সবাইয়েরই চিন্তা হয়।এই নিশা এমন সব গল্প জুড়লো যে ভুলেই গেছিলাম তোমার কথা। হটাত দেখি একটা ফোন এসেছে। তুলে বুঝলাম ওটা তুমি”।
-“আমি পার্টিতে এসে দেখি রবির গাড়ি পারকিং প্লেসে নেই। তখনই বুঝলাম নিশ্চই কিছু একটা গণ্ডগোল হয়েছে। তোমরা তো আমার অনেক আগে অফিস থেকে বেরিয়েছ। তোমাদের তো অনেক আগে এখানে পৌঁছানোর কথা ছিল”।
-“তোমাকে বললাম না রবির গাড়িতে একটু প্রবলেম হচ্ছিল। আমাকে নাবিয়ে দিয়ে রবি একটু মেকানিকের খোঁজে গেল। ওকে তো নিউআলিপুরে বাড়ি ফিরতে হবে আজ রাতে। এই ভাবে থেকে থেকেই স্টার্ট বন্ধ হয়ে গেলে তো গাড়ি চালানোই ভীষণ মুস্কিল, আর বেশি রাত হয়ে গেলে মেকানিকও পাওয়া যাবেনা।ওই জন্যই ও তড়িঘড়ি করে বেরোল।এখন বুঝতে পারছো কেন তুমি রবির গাড়ি পারকিং প্লেসে দেখতে পাওনি”।
আমি বললাম ঠিক আছে অনেক গল্পটল্প হয়েছে, এখন চল তাড়াতাড়ি কিছু খেয়ে নি। আমার কথা শুনে নিশারাও বললো -“হ্যাঁ চলুন রাজীবদা আমাদেরও খুব খিদে পেয়ে গেছে”।
মনীষার দেরি হবার আসল ঘটনাটা জানার পর আমার নিজেকে ভীষণ হালকা আর ফুরফুরে লাগছিল।কিন্তু মনীষাকে কেমন যেন অন্যমনস্ক দেখলাম। কি হয়েছে জিগ্যেস করাতে ও বললো ওর অল্প একটু মাথা ধরেছে।অবশ্য বুফেতে গিয়ে খাওয়া দাওয়া শুরু করতে আর নিশার সেই ইরোটিক জোক শুনতে শুনতে একটু পরেই মনীষা আমাদের সাথে হাঁসাহাঁসিতে মেতে উঠলো।
যাই হোক পার্টি ভালোয় ভালোয় মিটে যাবার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ফেরার পথে গাড়ি ড্রাইভ করতে করতে আমার এক এক করে মনে পরতে লাগলো পার্টিতে যখন মনীষাকে দেখতে পাচ্ছিলাম না তখন আমার নিজেকে কিরকম হেল্পলেস লাগছিল।সবচেয়ে অস্বস্তি লাগছিল তখন, যখন আমি শুনলাম যে রবি যখন পার্টি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন রবির সাথে একজন সুন্দরী শাড়ি পরা মহিলাও ছিল।মনটা খচখচ করে উঠলো আমার। নিজেই নিজেকে মনে মনে প্রশ্ন করলাম রবির সাথে শাড়ি পরা ওই সুন্দরী মহিলাটি কি মনীষা ছিল? ওকি সত্যিই রবির সাথে কোথাও গিয়েছিল পার্টি থেকে আর আমি আসার একটু আগে রবি ওকে পার্টিতে ফিরিয়ে দিয়ে গিয়েছিল।কে জানে আসল ব্যাপারটা কি? আমার মনের মধ্যে কি চলছিল মনীষা সেটা বুঝতে পারছিলনা, ও একমনে পার্টিতে কে কি বললো সেই নিয়ে কনটিনিউাস বকে যাচ্ছিল, যার একটা কথাও আমার কানে ঢুকছিলনা।
সেই সপ্তাহের শুক্রবার অফিস যাওয়ার আগে মনীষা আমাকে বোললো “শোন তুমি আজকে কিন্তু অফিসে বেশি দেরি কোরনা।কারন আজকে তোমাদের অফিসের মিস্টার দেসাই এর বাড়ির পার্টিতে যেতে হবে।আমার মনে পরল আমাদের অফিসের সিনিয়ার অ্যাকাউন্ট্যানট মিস্টার দেসাই কদিন আগে আমাকে ওর বাড়িতে ওর জন্মদিনের পার্টিতে ইনভাইট করছিলেন।অবশ্য শুধু আমাকে নয় উনি আমাদের অফিসের প্রায় সবাইকেই নেমন্তন্ন করেছিলেন।ওনার বউ মিসেস দেসাই আবার প্রত্যেকটি এমপ্লয়ীর বাড়িতে ফোন করে করে তাদের স্ত্রীদের আলাদা আলাদা ভাবে নেমন্তন্ন করেছেন। আমি মনীষাকে জিগ্যেস করলাম কখন যাব আমরা পার্টিতে? মনীষা বললো –“মিসেস দেসাই বলেছেন পার্টি ছটা থেকে শুরু হবে, আমি ভাবছি সাতটা নাগাদ যাব।তুমি কিন্তু পাঁচটার মধ্যে অফিস থেকে চলে এস”।
–“দেখ পাঁচটায় বাড়ি ফিরতে হলে আমাকে চারটেতে অফিস থেকে বেরতে হবে, তার থেকে তুমি সাজুগুজু করে আমার অফিসে চলে এস, তাহলে আমরা একসঙ্গে অফিস থেকে বেরিয়ে মিস্টার দেসাই এর বাড়ি চলে যেতে পারবো”।–মনীষা বললো “ঠিক আছে তাই হবে”।সেদিন আমি সকাল থেকে ফটাফট আমার হাতের কাজ গুলোকে শেষ করে নিতে লাগলাম। কিন্তু একটা ঝামেলার ইস্যু কিছুতেই শেষ করতে পারছিলামনা। সাড়ে চারটে নাগাদ বুঝলাম কাজটা অত সহজে শেষ হবার নয়।আমি সঙ্গে সঙ্গে মনীষাকে ফোন করে ব্যাপারটা বললাম। –“তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে রাজীব” মনীষার গলাতে বিরক্তির ভাব ফুটে উঠলো। -“আমি জানি মনীষা কিন্তু কাজটা এত ইম্পরট্যান্ট যে এটা শেষ না করে আমি বেরতে পারবোনা”।
-“তাহলে কি আজ আর যাওয়া হবেনা”? মনীষা একটু গম্ভীর গলায় জিগ্যেস করলো।
-“না না তা কেন, তুমি এক কাজ কর মনীষা, আমি যদি ঠিক সময়ে কাজ শেষ করতে না পারি তাহলে তুমি পার্টিতে ডাইরেক্ট চলে যাও।আমি কাজ শেষ হলেই অফিস থেকে ওখানে চলে যাব”।
-“না আমি তোমাকে ছাড়া ওখানে যেতে চাইনা।আচ্ছা আমি একটা কাজ করছি, আমি বাচ্চাটাকে একটু বুকের দুধ খাইয়ে সাড়ে পাঁচটা নাগাদ তোমাদের অফিসে চলে আসছি।তোমাদের রিশেপসানেই বসে অপেক্ষা করবো, তোমার কাজ হয়ে গেলে একসাথেই ওখান থেকে বেরবো”।
-“ঠিক আছে আমি চেষ্টা করছি কাজটা সাড়ে ছটার মধ্যে শেষ করার”।
মনীষা কোন উত্তর দিলনা শুধু ফোনটা কেটে দিল। বুঝলাম ভীষণ বিরক্ত হয়ে রয়েছে ও মনে মনে।
কাজটা শেষ করতে করতে আমার প্রায় সাতটা বেজে গেল।আমাদের অফিস ঠিক পাঁচটাতে বন্ধ হয়ে যায়। এখন অফিস একবারেই ফাঁকা। এতক্ষণে মনীষা নিশ্চয়ই এসে গেছে।বুঝতে পারছিলাম ও একা একা রিশেপসানে বসে বসে বোর হচ্ছে আর মন মনে আমার মুণ্ডুপাত করছে। আমি তাড়াতাড়ি কম্পিউটার বন্ধ করে আমাদের অফিসের রিশেপসানের দিকে এগোলাম।রিশেপসানে গিয়ে দেখি পুরো রিশেপসানটা ফাঁকা শুধু রবি ওখানে বসে বসে মনীষার সাথে গল্প করছে। কি নিয়ে যেন একটা গভীর আলোচনায় মত্ত ওরা।ব্যাপারটা দেখা মাত্র আমার পেটের ভেতরে কিরকম যেন একটা ঘোঁট পাকিয়ে উঠলো।অনেক কষ্টে নিজেকে সামলালাম আমি। এখন যদি ওখানে গিয়ে আমি কোনভাবে আমার আসন্তুষ্টি ওদের কাছে প্রকাশ করে ফেলি তাহলে মুস্কিল। এক তো রবি আমার কলিগ নয় আমার বস । দুই মনীষাও খেপে যাবে আমার ওপর, বলবে আমি জেলাশ।আমি নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম।মনীষা আমাকে দেখেই সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললো –“তোমার হয়ে গেছে রাজীব?” রবি বললো “ও, রাজীব আর তুমি বোধহয় এখান থেকে ডাইরেক্ট পার্টিতে যাবে না”? মনীষা বললো –“হ্যাঁ, আসলে ও এত দেরি করে ফেললো, এখান থেকে ডাইরেক্ট না গেলে আজ আর পার্টিতে যাওয়া হতনা”।আমি রবির দিকে তাকিয়ে একটু হেঁসে মনীষা কে ইশারা করে বললাম “মনীষা চল এবার বেরনো যাক আমাদের অনেক দেরি হয়ে গেছে”।
কিন্তু বাইরে বেরিয়েই থমকে যেতে হল আমাদের, কারন বাইরে অসম্ভব জোর বৃষ্টি পরছিল। আমার গাড়িটা আমাদের অফিস বিল্ডিং এর থেকে অনেকটা দূরে একটা পারকিং লটে রাখা ছিল। অফিসের সামনের পারকিং লটটা শুধু এই বিল্ডিং এর বিভিন্ন অফিসের ডাইরেক্টরদের জন্য রিজার্ভ করে রাখা। এমনিতে মিনিট পাঁচেক লাগে আমার গাড়ির কাছে পৌঁছতে। কিন্তু যা জোর বৃষ্টি পরছিল তাতে করে ওইটুকু দূরত্ব যেতে যেতে ভিজে চুপ্সে যাব আমি।তাছাড়া পারকিং লটে ঢোকার মুখটাতে ভীষণ জল জমেছে, সেটার মধ্যে দিয়ে যেতে হলে হাঁটু পর্যন্ত ভিজে যাবে আমার। কি করবো তাই ভাবছিলাম এমন সময় রবির গলা পেলাম পেছনে। -“বাপরে এতো ভীষণ বৃষ্টি পরছে, তোমরা যাবে কি করে?রাজীব তুমি এক কাজ কর, তুমি বরং একটু অপেক্ষা কর বৃষ্টিটা ছাড়ার জন্য।বৃষ্টিটা একটু কমে এলে তবে তুমি গাড়িটা বের করার চেষ্টা করো, না হলে এমন কাক ভেজা ভিজে যাবে যে আর পার্টিতে যাওয়ার মতন অবস্থা থাকবেনা।তবে বৃষ্টি কমে গেলেও ওখানে যা জল জমে আছে তাতে মনে হচ্ছে প্যান্ট না ভিজিয়ে তোমার ওখানে যাওয়া মুস্কিল”।মনীষা করুন মুখে বললো –“আজ এতো বাধা পরছে যে মনে হচ্ছে আজ আর পার্টিতে যাওয়া হবে না”।মনীষার করুন মুখ দেখে আমার খুব মায়া হল, বেচারি কখন থেকে সেজে গুজে রেডি হয়ে বসে রয়েছে, আমি আজ অফিসে দেরি না করলে ওকে এরকম অবস্থার মধ্যে পরতে হতনা, আমরা এতক্ষণে মিস্টার দেসাই এর পার্টিতে পৌঁছে যেতাম।হটাত রবি বললো –“রাজীব তুমি যদি কিছু মনে না কর তাহলে আমি মনীষাকে নিয়ে মিস্টার দেসাই এর পার্টিতে চলে যাচ্ছি, তুমি বৃষ্টি থামলে গাড়িটা দেখ বার করতে পার কিনা”? মনীষাকে রবির সাথে ছাড়ার একদম ইচ্ছে ছিলনা আমার কিন্তু ওর করুন মুখের কথা চিন্তা করে আমাকে রাজী হয়ে যেতে হল। মনীষাও দেখলাম না করলো না। বৃষ্টির তেজ একটু কম হতেই মনীষা আর রবি এক দৌড়ে বিল্ডিং এর সামনের পারকিং লটে রাখা রবির গাড়িতে উঠে পরলো। গাড়ি স্টার্ট করার পর রবি আমাকে জানলা দিয়ে বললো “রাজীব তুমি চিন্তা কোরনা, আমি মনীষাকে সাবধানে ঠিক মিস্টার দেসাই এর বাড়িতে পৌঁছে দেব”।মনীষা জানলা দিয়ে আমাকে হাত নাড়লো আর ওদের গাড়িটা হুস করে জল ছিটিয়ে বেরিয়ে গেল। মনীষা আর রবি বেরিয়ে যাবার পরেই মনে কু ডাকতে শুরু করলো আমার। রবির মত লুজক্যারেক্টারের সাথে মনীষাকে ছাড়ার একদম ইচ্ছে ছিলনা আমার কিন্তু সিচুয়েশনটা এমন ছিল যে না বলতে পারলাম না আমি। প্রায় মিনিট পনের পর বৃষ্টিটা একটু ধরে আসতেই আমি পারকিং লটের দিকে দৌড় মারলাম। পারকিং লটের সামনে যথারীতি অনেকটা জল জমা হয়ে আছে। কিন্তু দেখলাম জায়গাটা ঢালু বলেই বোধহয় বেশ কয়েকটা ইঁট এমন ভাবে ওখানে ফেলা আছে যে সাবধানে জলটা পার হওয়া যায়। আমি কোনক্রমে গাড়িতে ঢুকেই গাড়ি স্টার্ট দিলাম।গাড়ি বাইপাসে পরতেই স্পীড তুললাম আমি। ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল মনীষাকে নিয়ে।মিনিট দশেক গাড়ি চালাবার পরে একবার রিয়ার ভিউ মিররে চোখ গেল, মনে হল আমার গাড়ির বেশ কয়েকটা গাড়ির পেছনে যেন রবির গাড়ি আসছে। এ কি করে সম্ভব? ওরাতো অনেক্ষন আগে বেরিয়েছে। ওদের তো এতক্ষণে মিস্টার দেসাইয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়া উচিত। গাড়িটা ভীষণ আস্তে আস্তে আসছিল। ঠিক বুঝতে পারছিলাম না ওটা রবিরই গাড়ি কিনা। একটু পরেই গাড়িটা বাইপাশ থেকে বাঁ দিকের একটা সরু গলিতে নেমে গেল। “স্টেরঞ্জ” মনে মনে ভাবলাম আমি। আমি গাড়ির গতি আরো বাড়িয়ে দিলাম। কিন্তু মনটা খচখচ করছিল। রবির কি এতো সাহস হবে যে মনীষাকে গাড়িতে সিডিউস করার চেষ্টা করবে? কে জানে কি করছে ওরা গাড়িতে? কত দুরেই বা আছে ওরা? নানা রকম দুশ্চিন্তা আমার মনে ভিড় করে আসতে লাগলো।
প্রায় মিনিট তিরিশেক গাড়ি চালানোর পর মিস্টার দেসাই এর বাড়ি এসে উপস্থিত হলাম। বৃষ্টি ততক্ষণে থেমে গিয়েছিল। মিস্টার দেসাইের বিরাট বাগান বাড়িটা লোকে গিজগিজ করছিল।আমি বাড়ির পাশে যে ফাঁকা জায়গাটাতে সবাই গাড়ি পার্ক করে রেখে ছিল সেখানেই আমার গাড়িটা পার্ক করলাম। কিন্তু মনটা খিঁচরে গেল যখন লক্ষ করলাম রবির গাড়ি ওখানে নেই। মানে রবি আর মনীষারা এখনো এখানে পৌছয়নি। ওরা তো আমার অনেক আগে বেরিয়েছিল, তাহলে গেল কোথায় ওরা? তাহলে কি রবি মনীষাকে পার্টিতে ড্রপ করে অন্য কোথাও চলে গেছে, সেই জন্যই পারকিং প্লেসে ওর গাড়ি নেই? আমি পার্টির ভেতরে মনীষাকে খুঁজতে শুরু করলাম। প্রচুর মহিলা ও পুরুষ বিশাল বাড়িটার চার দিকে যে যার নিজের মত করে জটলা পাকাচ্ছে। পুরো বাগান বাড়িটা তন্ন তন্ন করে খুঁজলাম। বহু লোকের সঙ্গে দেখা হল কিন্তু মনীষা কোথাও নেই।এদিকে যেখানেই মনীষাকে খুঁজতে যাচ্ছি সেখানেই চেনা লোকেদের সাথে অন্তত মিনিট দুয়েক কথা বলতে হচ্ছে ভদ্রতাবসতো। এই সব করতে করতে আরো প্রায় মিনিট কুড়ি পার হয়ে গেল, এদিকে মনীষার দেখা নেই। ওরা যদি কোন কারনে রাস্তায় ফেঁসেও যায় তাহলেও এতো দেরি করার কথা নয় ওদের।রবির প্রতি রাগে টগবগ করে ফুটতে শুরু করলাম আমি। হারামজাদাটা এমন ভাবে মনীষাকে লিফট দেবার কথা বললো যে আমি নাও করতে পারলাম না। এখন নিজের মনে নিজেকেই দোষারোপ করতে আরাম্ভ করলাম আমি।কি করবো কিছুই বুজে উঠতে পারছিলামনা। চুপচাপ অপেক্ষা করা ছাড়া আমার আর কোন উপাই ছিলনা।সবচেয়ে চিন্তা হচ্ছিল এই কারনে যে আমি মনীষাকে ওর সেল ফোনে অনেকবার ফোন করেও কোন উত্তর পাচ্ছিলামনা। প্রত্যেকবারেই মনীষার সেল ফোনে রিং হয়ে যেতে লাগলো। প্রায় আট ন বার রিং করলাম আমি ওর ফোনে কিন্তু প্রত্যেকবারই একই ব্যাপার হল।রবির ফোনেও বার চারেক ফোন করলাম আমি কিন্তু সেখানেও ফোন লাগলোনা, ওর ফোন আনরিচেবল হয়ে আছে।আমি মিস্টার দেসাই এর বাড়ির গেটের কাছটাতে এসে দাঁড়ালাম।হাঁ করে গেটের বাইরের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু ওদের দেখা নেই। এমন সময় গেটের কাছে নিলিমাকে দেখলাম। নিলিমা মনীষাকে চেনে। আগে দেখেছি পার্টিতে দেখা হলে ওরা খুব গল্প করতো। নিলিমা আমাদের অফিসের আ্যাকাউন্টসে আছে। ওকে গিয়ে জিগ্যেস করলাম ও মনীষাকে দেখেছে কিনা। নিলিমার উত্তর আমাকে একদিকে আশ্বস্ত করলেও আমার মন থেকে দুশ্চিন্তার বোঝাটাকে কমাতে পারলোনা। ও বললো ও একটু আগেই মনীষাকে রবির সাথে বাগানের এক কোনে কথা বলতে দেখেছে।যাক তাহলে ওরা পার্টিতে অন্তত পৌঁচেছে। কিন্তু মনীষা রবির সাথে কি এমন গল্পে মসগুল যে ওর সেল ফোনে এতবার রিং হওয়া সত্বেও ওর খেয়াল পরলো না। নাঃ, মনীষার সঙ্গে রবির ব্যাপারে কথা আমায় বলতেই হবে। মনীষাকে এবার স্পস্ট বলে দেব আমি যে ও যেন দয়া করে এবার থেকে রবিকে এড়িয়ে চলে, কারন আমি ওকে আজকাল একদম সহ্য করতে পারছিনা। তাতে মনীষার রাগ হয় হোগ।আবার বাড়ির ভেতর দিকটাতে ঢুকলাম আমি। নিশার হাজব্যান্ড রাকেশ কে দেখতে পেলাম একটা জটলাতে। ওকে জিগ্যেস করতেই ও বললো ও মনীষাকে রবির সাথে একটু আগে দেখেছে ।ওর কাছে জেনে নিলাম বাগানের কোন দিকটাতে দেখেছে ও রবি আর মনীষাকে। মিস্টার দেসাই এর বাগান বাড়িটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত। কাউকে একচান্সে এখানে খুঁজে পাওয়া খুব মুস্কিল, বিশেষ করে আজ যখন পার্টিতে এত লোকের সমাগম হয়েছে।কিন্তু বাগানে যওয়ার আগেই পেয়ে গেলাম আমার আরো এক অফিস কলিগকে। ওকে রবির সম্মন্ধে জিগ্যেস করতে ও বললো ও রবি কে মিনিট দশেক আগে একবার গেট দিয়ে বেরিয়ে যেতে দেখেছে।আমি ওকে জিগ্যেস করলাম রবির সাথে আর কেউ ছিল কিনা। কলিগ বললো হ্যাঁ একটা খুব সুন্দরী শাড়ি পরা এক ভদ্রমহিলা ছিলেন রবির সাথে। বুকটা ধক করে উঠলো আমার। তাহলে কি মনীষা রবির সাথে পার্টি থেকে অন্য কোথাও বেরিয়ে গেছে।মনীষা আমার সাথে এরকম করতে পারে স্বপ্নেও ভাবতে পারছিলামনা আমি। আমাদের এতো বছরের বিবাহিত জীবনে মনীষা এমন কোন কাজ কোনদিন করেনি যাতে করে আমার ওর ওপর কোনরকম সন্দেহ হতে পারে। আর তাছাড়া বৃষ্টি কমে গেছে বেশ কিছুক্ষণ আগে, মনীষা নিশ্চই বুঝবে কিছুক্ষণের মধ্যে আমি পার্টিতে চলে আসবো।ওর মনে কোনভাবে রবির সাথে কোন নিরালা জায়গায় যাবার ইচ্ছে হলেও আমি এসে পরবো বলে ও এতটা দুঃসাহস দেখাবেনা। শরীরটা কেমন যেন করতে শুরু করলো আমার। পা দুটো যেন জোর হারিয়েছে বলে মনে হল। কোথাও একটু শুতে পারলে বেশ হত মনে মনে ভাবলাম আমি। শেষে একটা গার্ডেন চেয়ার ফাঁকা পেয়ে সেখানে বসে পরলাম। চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ বসে একটু রেস্ট নিতে লাগলাম।
কি কারনে মনীষার এত দেরি হচ্ছে তা অনেক ভেবেও বার করতে পারলাম না আমি।শেষে বুঝতে পারলাম মনীষা না ফেরা পর্যন্ত আমি কিছুতেই জানতে পারবোনা কি হয়েছিল।একটা ব্যাপারে আমি নিশ্চিত যে ওদের রাস্তাতে কোন দুর্ঘটনা ঘটেনি কারন অন্তত তিনজন একটু আগে ওদের পার্টিতে দেখেছে।নিজেকে একটু সামলে নেবার পর পার্টির যে দিকটাতে বুফে চলছিল সেই দিকে গেলাম আমি।একটা প্লেটে একটু চিকেন পাকৌড়া নিয়ে একটু খাবার চেষ্টা করলাম কিন্তু খেতে পারলাম না। মনে হচ্ছিল যেন ওয়াক উঠে আসছে।শেষে প্লেটটা নামিয়ে রাখলাম।
-“তুমি আসাতে আমি খুব খুশি হয়েছি রাজীব, মনীষা কোথায়, ওর সাথে কিছুক্ষণ আগে অবশ্য একবার দেখা হয়েছে আমার”।
পেছনে ঘুরে দেখলাম মিস্টার দেসাই আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছেন।
-“আমি ঠিক জানিনা ও এখন কোথায়, আমার অফিসে একটু দেরি হয়েছিল বলে ও একলা চলে এসেছে। আমি আসার পরতো ওকে অনেক খুঁজলাম কিন্তু কিছুতেই ওকে পাচ্ছিনা”।
-“তুমি ওকে মোবাইলে ফোন করে নিলেনা কেন, তাহলেই তো ওকে খুঁজে পেয়ে যেতে”।
আমি মিস্টার দেসাই কে বলতে চাইলামনা যে আমি মনীষাকে আমার মোবাইল থেকে ফোন করেছিলাম কিন্তু ও ফোন তোলে নি।
-“আসলে আমি আমার মোবাইলটা তাড়াতাড়িতে অফিসে ফেলে এসেছি সেই জন্য ফোন করতে পারিনি”।
আমার কথা শুনে মিস্টার দেসাই নিজের পকেট থেকে নিজের মোবাইলটা বেড় করে আমার হাতে দিয়ে বললেন –“নাও আমারটা দিয়ে ফোন করে নাও”।
আমি বুঝতে পারছিলাম না যে মনীষা আমার নাম্বার থেকে ফোন না তুললেও অন্য নাম্বার থেকে পাওয়া কল তুলবে কিনা।যাই হোক আমি মনীষার নাম্বার ডায়াল করলাম।মুখে প্রকাশ না করলেও আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে মনীষা কলটা রিসিভ করে কিনা।আমি অবশ্য জানতামনা মনীষা কলটা রিসিভ করলে আমি ওকে ঠিক কি বলবো। আমি জানতাম না ও কোথায় কি অব্স্থায় আছে, আমি জানতামনা যে মনীষা কলটা আদৌ রিসিভ করবে কিনা?
আমাকে আশ্চর্য করে মনীষা তৃতীয় রিং হতেই কলটা রিসিভ করলো।
-“হ্যালো”
-মনীষা তুমি কোথায়? আমি রাজীব বলছি।
-“আমি তো অনেকক্ষণ মিস্টার দেসাইের বাড়িতে পৌঁছে গেছি, তুমি কোথায়?
-“আমি তো যেখানটাতে বুফে হচ্ছে সেখানে দাঁড়িয়ে আছি, তুমি কোথায়? আমি তো তোমাকে তো অনেক্ষন ধরে খুঁজছি কিন্তু কিছুতেই তোমাকে দেখতে পাচ্ছিনা”।
হটাত আমার চোখ গেল মিস্টার দেসাইের বাগানের একবারে কোনের একটা জায়গায়।ওখানে দেখি একটা আম গাছের ফাঁক থেকে মনীষা একটা মোবাইল ফোন হাতে নিয়ে আমাদের দিকে তাকিয়ে হাত নেড়ে ডাকছে।ওকে দেখতে পেয়েই যেন আমার বুকের ওপর থেকে একটা বিশাল ভার নেমে গেল।আমি মিস্টার দেসাই কে ধন্যবাদ দিয়ে, ওনাকে ওনার ফোন ফিরিয়ে দিলাম, তারপর মনীষার দিকে হেঁটে গেলাম।ওখানে গিয়ে দেখলাম আম গাছটার পেছনে খুব সুন্দর একটা বসার বেঞ্ছ রয়েছে।জায়গাটা বেশ নিরিবিলি। ওখানে নিশা ছাড়াও আরো দুজন মহিলা রয়েছে, ওরা ওখানে বসে বসে গল্প করছিল।আমি মনে মনে ভীষণ খুশি হলাম এই দেখে যে ওখানে রবি নেই। আম গাছটার পেছনে যে এত সুন্দর একটা বসার বেঞ্চ আছে তা একটু দূর থেকে বোঝা শক্ত। সেই জন্যই বোধহয় আমি এখানটা দিয়ে মনীষার খোঁজে ঘুরে গেলেও ওদের কে গল্প করতে দেখতে পাইনি।
-“ইস তুমি নিশ্চই খুব চিন্তা করছিলে আমার জন্য” মনীষা বললো।
-“হ্যাঁ ভীষণ চিন্তা হচ্ছিল তোমাদের জন্য”। আমি ইচ্ছে করেই তোমার না বলে তোমাদের বললাম।
-“আর বোলনা রবির গাড়িতে কি একটা যেন প্রবলেম হয়েছিল, বার বার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। অনেক কষ্টে আমরা এখানে পৌঁছলাম”।
-“তুমি আমাকে ফোন করলে না কেন, আমি আসবার পথে তোমাকে আমার গাড়িতে তুলে নিতাম”।
আমার কথা শুনে মনীষা যেন একটু অস্বস্তিতে পরে গেল। ও বললো
-“আর বোলনা... ফোন করতে গিয়ে দেখি মোবাইলের ব্যাটারিটা একদম শেষ।ফোন অন করলেই অফ হয়ে যাচ্ছে।এখানে পৌঁছেও একবার চেষ্টা করলাম তোমাকে ফোন করতে কিন্তু ফোন অফ হয়ে গেল। শেষে মিস্টার দেশাই এর সাথে দেখা করে ওঁর একটা ঘর থেকে আমার ফোনটাতে মিনিট পনেরো চার্জ দিয়ে নিলাম ।তারপর তোমাকে ফোন করতে যাব এমন সময় নিশার সাথে দেখা। ব্যাস ভুলেই গেলাম তোমাকে ফোন করার কথা।ওর সাথে এখানে চলে এসে গল্প জুড়ে দিয়েছিলাম।সত্যি আমি আজকাল ভীষণ ভুলো হয়ে যাচ্ছি, আমার অবশ্যই উচিত ছিল চার্জ দেবার পর তোমাকে একটা ফোন করার চেষ্টা করা।ফোনে কাউকে না পেলে সবাইয়েরই চিন্তা হয়।এই নিশা এমন সব গল্প জুড়লো যে ভুলেই গেছিলাম তোমার কথা। হটাত দেখি একটা ফোন এসেছে। তুলে বুঝলাম ওটা তুমি”।
-“আমি পার্টিতে এসে দেখি রবির গাড়ি পারকিং প্লেসে নেই। তখনই বুঝলাম নিশ্চই কিছু একটা গণ্ডগোল হয়েছে। তোমরা তো আমার অনেক আগে অফিস থেকে বেরিয়েছ। তোমাদের তো অনেক আগে এখানে পৌঁছানোর কথা ছিল”।
-“তোমাকে বললাম না রবির গাড়িতে একটু প্রবলেম হচ্ছিল। আমাকে নাবিয়ে দিয়ে রবি একটু মেকানিকের খোঁজে গেল। ওকে তো নিউআলিপুরে বাড়ি ফিরতে হবে আজ রাতে। এই ভাবে থেকে থেকেই স্টার্ট বন্ধ হয়ে গেলে তো গাড়ি চালানোই ভীষণ মুস্কিল, আর বেশি রাত হয়ে গেলে মেকানিকও পাওয়া যাবেনা।ওই জন্যই ও তড়িঘড়ি করে বেরোল।এখন বুঝতে পারছো কেন তুমি রবির গাড়ি পারকিং প্লেসে দেখতে পাওনি”।
আমি বললাম ঠিক আছে অনেক গল্পটল্প হয়েছে, এখন চল তাড়াতাড়ি কিছু খেয়ে নি। আমার কথা শুনে নিশারাও বললো -“হ্যাঁ চলুন রাজীবদা আমাদেরও খুব খিদে পেয়ে গেছে”।
মনীষার দেরি হবার আসল ঘটনাটা জানার পর আমার নিজেকে ভীষণ হালকা আর ফুরফুরে লাগছিল।কিন্তু মনীষাকে কেমন যেন অন্যমনস্ক দেখলাম। কি হয়েছে জিগ্যেস করাতে ও বললো ওর অল্প একটু মাথা ধরেছে।অবশ্য বুফেতে গিয়ে খাওয়া দাওয়া শুরু করতে আর নিশার সেই ইরোটিক জোক শুনতে শুনতে একটু পরেই মনীষা আমাদের সাথে হাঁসাহাঁসিতে মেতে উঠলো।
যাই হোক পার্টি ভালোয় ভালোয় মিটে যাবার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ফেরার পথে গাড়ি ড্রাইভ করতে করতে আমার এক এক করে মনে পরতে লাগলো পার্টিতে যখন মনীষাকে দেখতে পাচ্ছিলাম না তখন আমার নিজেকে কিরকম হেল্পলেস লাগছিল।সবচেয়ে অস্বস্তি লাগছিল তখন, যখন আমি শুনলাম যে রবি যখন পার্টি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন রবির সাথে একজন সুন্দরী শাড়ি পরা মহিলাও ছিল।মনটা খচখচ করে উঠলো আমার। নিজেই নিজেকে মনে মনে প্রশ্ন করলাম রবির সাথে শাড়ি পরা ওই সুন্দরী মহিলাটি কি মনীষা ছিল? ওকি সত্যিই রবির সাথে কোথাও গিয়েছিল পার্টি থেকে আর আমি আসার একটু আগে রবি ওকে পার্টিতে ফিরিয়ে দিয়ে গিয়েছিল।কে জানে আসল ব্যাপারটা কি? আমার মনের মধ্যে কি চলছিল মনীষা সেটা বুঝতে পারছিলনা, ও একমনে পার্টিতে কে কি বললো সেই নিয়ে কনটিনিউাস বকে যাচ্ছিল, যার একটা কথাও আমার কানে ঢুকছিলনা।