Thread Rating:
  • 16 Vote(s) - 3.19 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance স্বীকারোক্তি by Anangapal (Uncompleted)
#13
।। ৯ ।। স্মৃতিচারণঃ প্রোষিতভার্যা




ল্যাপটপটা খোলা, যদিও তার পর্দা ঢাকা নিকষ অন্ধকারে। ঘরের একটিমাত্র জানলা, উঁকি দিলে রাতের আকাশ দেখা যায়। বৃত্তাকার চাঁদ সেখানে আলো ছড়িয়ে চলেছে এখনও। তবে সন্ধের মত অত উজ্জ্বল নয়। খানিক বাদেই অস্ত যাওয়ার পালা, হয়তো তাই খানিক বিষণ্ণ; ফ্যাকাসে মুখে মৃদু ছায়া। মায়াময় জ্যোৎস্নার ছোট্ট একটা ভগ্নাংশ আপন খেয়ালে ঢুকে এসেছে এই চিলেকোঠার ঘরে। অস্পষ্ট আলো মেখে ঘরের সামান্য ক'টা আসবাব আধা-দৃশ্যমান, হঠাৎ দেখলে মনে হয় যেন কারা বসে আছে নিশ্চুপে। আর বসে আছে ঘরের মালিক, যে আগামী ভোরেই পাড়ি দেবে দু'হাজার কিলোমিটার দূরের এক শহরের উদ্দেশে, অনির্দিষ্টকালের জন্য যার পায়ের চিহ্ন পড়বে না এই ঘরে। বসে আছে ল্যাপটপের আঁধার ঘেরা পর্দার দিকে চেয়ে। 'স্লিপ' মোডে থাকার দরুণ কিপ্যাডের অস্তিত্ববাহী প্রতিপ্রভ আলোক বিচ্ছুরণে আঁধার খানিক তরল, চোখ সয়ে গেলে সে পর্দায় নিজের আবছায়া প্রতিচ্ছবি দেখা যায়। ঐ প্রতিবিম্ব কি বাস্তব, না কোনও স্বপ্নলোকের বাসিন্দার? কিছুক্ষণ আগে সে-ই কি নিজের প্রেমিকার সাথে চ্যাটে মগ্ন ছিল এই চেয়ারে বসে? সামনের ল্যাপটপের পর্দা তখন বৈদ্যুতিন উদ্ভাসে আলোকিত, আন্তর্জালের কারসাজিতে পর্দার ওপ্রান্তে ভেসে উঠেছিল প্রিয়ার মুখ। জানলার দিকে চোখ চলে যায়।

বাড়িতে এখনও বলিনি ওর কথা। যথাসময়ে সে সংবাদ প্রকাশিত হবে এবং কোনও আপত্তি আসার সম্ভাবনাও ক্ষীণ। তবু বাড়ির আর সকলের কাছে আমি আপাতত সিঙ্গল। হয়তো সেজন্যই এখানে সকলের চোখ-কান এড়িয়ে ফোনে ওর সাথে প্রেমালাপ করলে এত বছর পরেও নিষিদ্ধ প্রণয়ের রোমাঞ্চ জাগে। ফোনে আদর-ঝগড়া-খুনসুটি সারার পরে যতবার বাইরে একচিলতে আকাশের দিকে তাকিয়েছি, ওকেই দেখেছি। নীল আকাশে পেঁজা তুলোর মাঝে, বর্ষার মুখভার চিত্রপটে, প্রখর নিদাঘের খাঁ খাঁ মধ্যাহ্নে, হিমঋতুর কুয়াশার অস্বচ্ছ চাদরের ফাঁকে, সোডিয়াম ভেপার প্রতিফলিত রাতের আকাশে তারাদের চালচিত্রে। প্রতিবার আসমানের ক্যানভাসে ফুটে উঠেছে চিরচেনা দুই আয়ত চোখ, আর কল্পনা করেছি সে সুন্দরীকে নিজের বাহুপাশে, এই ঘরের মধ্যে। নানা ভাবে, নানা ভঙ্গিমাতে। জানলার ধারে দাঁড়িয়ে আনমনে এলো চুল মেলে দিয়েছে ও, আর আমি সে উন্মুক্ত কেশরাজির আঘ্রাণ নিতে নিতে তার মাঝে হারিয়ে গিয়েছি স্বর্গসুখে। কখনও সে চেয়ারে-বসা আমায় পিছন থেকে এসে জড়িয়ে নিয়েছে নিজের বুকের ওম-এ, কানে কানে অস্ফুটে শুনেছি প্রেমমুগ্ধা নারীর সোহাগ-সম্ভাষণ। সিঙ্গল খাটের একচিলতে পরিসরে দুজন দুজনের শরীরের উত্তাপে গলে মিশে একাকার হয়েছি অজস্রবার। কল্প-রমণের শেষে রমণী পরিশ্রান্ত, তার চুলের ঢেউয়ে দেখেছি ভোরের প্রথম আলোর নরম প্রতিফলন। নির্নিমেষ বিস্ময়ে চেয়ে থেকেছি আয়তাক্ষীর দিকে।
"খোলা জানালার ধারে মাথা রেখে
কত শিশির পড়েছে কবরীতে
কেন ঊষার আলোকে মিশে আমি
আহা পারিনি তোমায় ডেকে দিতে"

টেবিল-ঘড়ির টিকটিক ছাড়া আর কোনও শব্দ মগজে প্রবেশ করছে না। বাধ্য হয়ে উঠে পড়ি, অন্ধকারের মধ্যে আর কাঁহাতক বসে থাকা যায়! দরজার একপাশে অসম্পূর্ণ গুছিয়ে রাখা ট্রলিব্যাগ ও অন্যান্য সরঞ্জাম, সন্তর্পণে তাদের পেরোলেই চৌকাঠ, তারপর প্রশস্ত ছাদ। বাতাসে এখনও হিমেল কামড়। কিন্তু অস্থির মন সেসবের পরোয়া করে না। দিগন্তবিস্তৃত নীল শামিয়ানার নীচে এসে দাঁড়াতেই এতক্ষণের গুমোট ভাব উধাও। আঃ, শান্তি। মন বুঝি দখিনা হাওয়ার পরশের জন্য উন্মুখ হয়ে ছিল। বিনিদ্র রাত্রিযাপনের শ্রান্তিতে চোখ জুড়িয়ে আসতে চায়। সাথে সাথে মনের বায়োস্কোপে সচল কয়েক ঘণ্টা আগের স্মৃতিরা।

...

জেঠুর শ্যালক-দম্পতিকে বিদায় জানাতে গিয়ে বেকার খরচ হয়ে গেল পাক্কা দশটা মিনিট। কোনও মানে হয়? উদ্বাহবন্ধনের আসরে এলেই বয়স্কা মহিলাদের সামাজিকতা যেন উথলে ওঠে! পাঁচ বছরে সাকুল্যে একবার যার সঙ্গে দেখা, আধ ঘণ্টার সুযোগে তার নাড়ি ও নক্ষত্রের বায়োডেটা না নিলে বোধহয় এদের রাধাবল্লভীগুলো হজম হয় না। সিঁড়ি দিয়ে দুদ্দাড়িয়ে উঠতে উঠতেই দূরভাষে সংযোগ স্থাপনের চেষ্টা, কিন্তু এ যে বেজেই চলেছে... ব্যাপারটা কি? ঘুমিয়ে পড়ল নাকি? অধৈর্য হয়ে আবার ফোন, আবার। তৃতীয় বারেও বেজে বেজে কেটে যাওয়ার ঠিক প্রাকমুহূর্তে ওপাশ থেকে সাড়া, "উফফ একটু টয়লেটে গেছি কি কলের পর কল করতে লেগেছে!"

যাক, ধড়ে প্রাণ এল, অন্তত ঘুমিয়ে পড়েনি। আজ রাতটা কথা না বলে কাটাতে হলে উত্তেজনার চোটে যে কি দশা হত... একহাতে তত্ত্বের ট্রে আর অন্য কানে মুঠোফোন ব্যালান্স করার ফাঁকে কোনওমতে ঘরের তালাটা খোলার চেষ্টা করতে থাকি, "তুইই তো বললি বাড়ি গিয়ে ফোন করতে"।

"বাব্বাঃ, অন্তুবাবুর আর তর সইছে না দেখছি! রিং করেই যাচ্ছে, করেই যাচ্ছে, কি ব্যাপার?", আমার যেমন ওকে রাগানোর জন্য বিশেষণ 'পিপি', 'সতীরানী', ওরও পাল্টা সম্ভাষণ 'অন্তুবাবু'।
"ব্যাপার আর কি, তুই তো বলবি কি হল না হল", সোজাপথে না গিয়ে বরং সাবধানে খেলি।
"হুম্ম, তোর রিসেপশান এত ফাস্ট শেষ হয়ে গেল?", এ যে দেখি কথাটা এড়িয়ে যায়।
"না এখনও চলছে, তবে ভাঙা হাট, শেষ হওয়ার দিকে"
"আর তুই বাড়ি চলে এসছিস?", মৃদু কৌতুকের আভাস ওর গলায়।
"ওদের কখন হবে কে জানে, বেকার বোর হয়ে কি লাভ, তাই কেটে পড়লাম"
"তাই? আর কোনও reason নেই?"
"আর কি কারণ থাকবে?", বোকা সাজার একটা শেষ চেষ্টা।
"How do I know?", পাল্টা ন্যাকামি... যা শুধু ওকেই মানায়।
"I was missing you ", এবারে আমি অকপট।
"উম্মম্মম্ম... রিয়েলি???", গলাটা ঠিক আদুরে বিড়ালিনীর মত, তাতে ঝরে পড়ছে প্রশ্রয়-আদর-প্রেম...
"Yes, the entire day. You can’t imagine ", বিস্তারিত হয়ে লাভ নেই, এটুকুই বলি।
"Why? Were you jelous?"
"Sort off... তুই বল এবার কি করলি সারাদিন, এতক্ষণ ফোনই বা করিসনি কেন?", অনেক অনেক ক্ষণ থেকে বালির বাঁধ দিয়ে আটকে রাখা প্রশ্নের স্রোত আর বাধা মানতে চাইছে না।
"হুম্ম সেটা বলব বলেই I called you", আহ্লাদী গলায় হঠাৎই সতর্কতার সুর।

কয়েক সেকেণ্ডের নীরবতা। দু'পারেই। বুঝতে পারছি না কি বলব, ও-ও চুপ করে আছে, হয়তো মানসিক প্রস্তুতি নিচ্ছে। আমার বুকে মৃদু ঘা পড়তে আরম্ভ করেছে ...

"উম্ম তুই কি স্কাইপে আসতে পারবি? লেট হয়ে যাবে না তো?"
"না না, অফ কোর্স পারব"
"শিওর হানি? কাল কিন্তু তোর আর্লি মর্নিং ফ্লাইট"
"আরে কোনও চাপ নেই, আমি এখনই লগ ইন করছি"
"এখন না, একটু বাদে। আমি মাম্মার সাথে কথা বলে নিই, কেমন?"
"ওকে"

কথোপকথনে দাঁড়ি পড়তেই গা ঝাড়া দিয়ে উঠলাম, খুব দ্রুত কিছু কাজ সারতে হবে। ল্যাপটপের পাওয়ার অন করে ইন্টারনেটে সংযোগ স্থাপিত হতে কয়েক সেকেণ্ডের বিলম্ব, তারই মধ্যে জবর জং সাজপোষাক ছেড়ে ঘরোয়া বেশ ধারণ। স্কাইপে কানেক্ট করতে করতেই চোখে পড়ল খাটের কোণে রাখা ট্রেটার দিকে। ওটার জন্য পরে রসভঙ্গ হতে পারে, তার চেয়ে ভাল এখনই দোতলায় যথাস্থানে জমা করে আসি। ক্ষিপ্রগতিতে রেখে ফিরে আসতে গিয়ে আরেক বিপত্তি, বড় এবং ছোট দুই পিসিই ফিরে এসেছেন! তাদের মুখোমুখি হওয়া মানেই একপ্রস্থ জেরা চলবে বেশ কিছুক্ষণ। শেয়ালের কুমির ছানা দেখানোর মত আবারও ব্যাগ গোছানোর অজুহাত দিলাম, সঙ্গে এবারে লেজুড়, "খুব টায়ার্ড লাগছে, তাড়তাড়ি শুয়ে পড়ব, কাল ভোরেই আবার বেরোনো আছে"। ভাগ্য সহায়, এতেই পরিত্রাণ মিলল। পিসিমা-জেঠিমাদের সামনে 'বাছার স্বাস্থ্য'-রূপী বাণের এই ঘোর কলিতেও মার নেই!

কিন্তু এখনও তো তার কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। না মেসেজ, না মিসড কল, স্কাইপেতে তার লাজুক হাস্যোজ্জ্বল মুখের পাশে সবুজ বাতিটাও নিষ্প্রভ। অগত্যা অপেক্ষা। এক একটা সেকেণ্ড যেন এক একটা প্রহর। কড়িকাঠের দিকে হাঁ করে তাকিয়ে আছি, নীচ থেকে একে একে সকলের আগমনের সংবাদ রাত্রির বুক চিরে ভেসে আসছে চিলেকোঠার ঘর পর্যন্ত। একটাই ভরসা, আলো নেভানো আছে, আজ আর কেউ বিরক্ত করতে আসবে না বোধহয়। এমনিতেই ঘুম উড়ে গেছে দুচোখের পাতা থেকে। কাল সকালে উঠতে প্রাণান্ত হবে।

কত ঘণ্টা, কত মিনিট, কত সেকেণ্ড তার হিসেব জানা নেই, তবে কোনও এক সময় দেবীর করুণা হল। স্কাইপের জানলায় তার কল-আগমনের মিঠে সুর। তড়িঘড়ি কল অ্যাকসেপ্ট করার পর মুহূর্তেই ছোটখাট ধাক্কা বুকের বাঁদিকে। এলোকেশী প্রেয়সী ল্যাপটপ সামনে রেখে খাটে আধশোয়া, অঙ্গে দ্বিস্তরীয় অর্ধস্বচ্ছ হাউসকোট। রাত্রিবাসের নামমাত্র আবরণের ভিতর দৃশ্যমান পরিচিত মানবীশরীরের সবকটি রেখা, যাবতীয় বাঁক। অবাধ্য চুলের রাশি ছড়িয়ে পড়েছে গ্রীবায়, কাঁধে, বুকের উচ্চতায়। দুপুরের প্রসাধনের অবশিষ্টাংশ এখনও লেগে ইতিউতি, গালে হাল্কা রক্তাভা। দুচোখের নীচে কাজলের সাথে ক্লান্তির আলতো প্রলেপ মুখখানা আরও মোহময়ী করে তুলেছে। ঠোঁটে ঈষৎ চটুলতা খেলা করছে নাকি আমারই দেখার ভুল, কে জানে? বঙ্কিম গ্রীবার নীচে শুরু প্রশস্ত ঢালের মসৃণতায় ঘরের আলো পিছলে কি অপূর্ব বিভ্রম! স্বল্পদৈর্ঘ্যের রাতপোষাকের বাঁধন উপেক্ষা করে ফণা তুলে রয়েছে উদ্ধত দুই স্তন, স্বচ্ছ আবরণের ভিতর প্রকট তাদের শীর্ষে জেগে থাকা পাকা টসটসে খয়েরিবর্ণ করমচা-রা। স্বাভাবিক আলস্যে পায়ের উপর পা ভাঁজ করে রাখায় হাউসকোট উত্থিত অনেকটাই, ফলে উন্মুক্ত হয়ে পড়েছে জোড়া কলা-বৌ। তাদের সুঠাম পেলবতায় প্রতিফলিত হচ্ছে মায়াবী নৈশ-আলো, তরঙ্গ যোগাযোগের এপারে থাকা নির্বাক প্রেমিকের দু'চোখ ধাঁধিয়ে দিয়ে। আঁখির তারায় মিলনের তৃষ্ণাভরা মদির কটাক্ষ, বিদ্ধ করছে দয়িতকে। অনুচ্চারিত আহ্বানের হাতছানি দেহের পরতে-পরতে। মুহূর্তেকের জন্য শ্বাসরোধ হয়ে এল, কি অসামান্য দমবন্ধ করা সৌন্দর্য, চোখ ফেরানো যায় না! দুপুরের সুসজ্জিতা আর খোলামেলা এই রূপসী কি একই নারী?

"অ্যাই, কি দেখছিস হাঁ করে?", জলতরঙ্গের আওয়াজে সম্বিৎ ফিরল। মুখে কোনও কথা জোগাচ্ছে না, অনেক কষ্টে দু'টো অক্ষর উচ্চারণ করতে পারলাম...
"তোকে"
"কেন আমি কি আলিপুর জু'র বাঘ?"
"না"
"দেন?"
"বাঘিনী"
"Whatt???"

একটু দম নিলাম, বাতাসের অভাবে কথা বলতেও কষ্ট হচ্ছে।

"স্বর্গের অপ্সরা দেখেছিস?"
"Now don’t give me that crap যে আমায় অপ্সরা লাগছে, এগুলো আজকাল বস্তাপচা হয়ে গেছে"
"না তোকে মোটেও অপ্সরাদের মত লাগছে না", এই উত্তরের জন্য প্রস্তুত ছিল না একেবারেই।
"Then?", ক্ষীণকণ্ঠে প্রশ্ন ভেসে এল।
"তোকে দেখলে তারাও জেলাস হয়ে পড়ত"
"Oh come on, this is very bad "
"সিরিয়াসলি, ইন্দ্র তোকে দেখে এক সেকেণ্ডেই বের করে দিত"
"মানে?"
"আর শুধু ইন্দ্র কেন, বিষ্ণু-শিব-সূর্য-চন্দ্র, মায় ব্রহ্মাবুড়োরও তোকে দেখলে দাঁড়িয়ে যাবে"
"ইশশ অসভ্য ছেলে..."
"অসভ্যতার এখনই কি দেখলি, কাল গিয়ে পৌঁছই তার পর দেখাব"
"থাক, খুব হয়েছে"
"আচ্ছা বল এবারে, সারাদিন কি করলি"

সুন্দরীর কলকল সহসাই স্তব্ধ। নতমুখে কি যেন ভাবছে।

"কি রে বল, তোর বয়ফ্রেণ্ডের কি খবর? তোকে আজ শাড়িতে দেখে তারও দঁড়িয়ে গেছিল নিশ্চয়ই"
"উফফ তুই থামবি?"
"Not untill you put your juicy nipples in my mouth "

এবারে কোনও প্রত্যুত্তর নেই, আনতনয়নে ভেবেই চলেছে। হঠাৎ তাল কাটল নাকি? বেশ তো ছিল এইমাত্র।

"What is the matter baby? Anything wrong? কিছু লুকোস না আমার কাছে, প্লিজ"

একটু যেন ভরসা পেল, শিথিল দেহভঙ্গি মুহূর্তেই টানটান। এক পলক কি ভেবে সরাসরি তাকিয়েছে আমার চোখে।

"লাইটটা একটু জ্বাল"
"কেন?"
"আহহ জ্বাল না! তোর মুখটা ঠিকমত দেখা যাচ্ছে না"

অগত্যা। টিউব না জ্বেলে মৃদু রাতবাতিটা জ্বালালাম, দৈবাৎ কেউ এসে পড়লে ঘুমের ভান করতে পারব।

"এবারে বল, আর টেনশানে রাখিস না আমায়"
"You know, আজ আমার শাড়ি পরে যাওয়া উচিত হয়নি"

মস্তিষ্কের ভিতর সাইরেন বেজে উঠল যেন, হার্টবিটও বোধহয় মিস হল কয়েকটা। যা ভেবে আত্মরতি করেছিলাম সেটাই কি তবে... ?

"And definitely not that blouse ", আমায় নিরুত্তর দেখে ক্ষণেক থামল, তারপর কেটে কেটে উচ্চারিত হল, "He was turned on by me since the moment I set foot in his flat "
"ও তোকে কেন ডেকেছিল?", কাঁপা কাঁপা গলায় কোনওমতে জিজ্ঞেস করলাম।
"অফিসেরই দরকারে... জানি তুই বিশ্বাস করবি না এটা..."
"না না, I trust you whole heartedly baby ", পুরোটা জানতে হবে আমায়, যে কোনও মূল্যে। অবশ্য... কথাটা সত্যি, ওকে অবিশ্বাস করার কোনও কারণ নেই আমার দিক থেকে।
"Really Honey? Thank you so much ", ওর চোখেমুখে কৃতজ্ঞতার সাথে চাপা স্বস্তি।
"তারপর কি হল?", ভিতর ভিতর অধৈর্য হয়ে পড়ছি।
"Yah, actually you know what... I could see a small bulging within his shorts, although he tried his best to hide that. "
"ওকে, তারপর?"
"We had lunch and then just chatting... I was on his bed, আর ও সামনে চেয়ারে বসেছিল। After sometime আফটার সাম টাইম ও ল্যাপটপে ওর একটা প্রজেক্ট দেখাতে আরম্ভ করল and we were discussing about the problem he is facing... All of a sudden I saw his bulge is growing, I was really surprised but choose to ignore it ", একটু দম নেওয়ার জন্য থামল ও, "Then it was not possible at all to ignore. It was huge!" ওর চোখে লজ্জা, গালেও তার ছোঁয়া লেগেছে। ঈষৎ ত্রস্ত ভাবে তাকিয়ে আছে আমার দিকে।

আর আমি এই প্রান্তে বাক্যহারা। মুখে কোনও কথা ফুটছে না, উত্তেজনায় শরীরের রক্তকণিকারা দাপাদাপি শুরু করেছে। ওয়েবক্যামের অবস্থানটা একটু আগেই কিঞ্চিৎ ঘুরিয়ে দিয়েছি যাতে ও দেখতে না পায় আমার পৌরুষের কাঠিন্য এখন আমার দৃঢ়মুষ্টির ভিতর, থেকে থেকে প্রবলভাবে নিপীড়িত হচ্ছে নিষিদ্ধ রোমাঞ্চের আস্বাদনে। মুখের পেশীগুলো যথাসম্ভব স্থির রেখেছি, ও বুঝতে না পারে...

আমার প্রতিক্রিয়ায় বোধহয় আশ্বস্ত হল ও, মুহূর্ত কয়েকের জন্য ঠোঁট টিপে কি যেন ভাবছে। দ্বিধাদ্বন্দ্বের সমস্ত চিহ্ন মুছে যাচ্ছে ওর মুখ থেকে, মনকে প্রস্তুত করছে। অবশেষে... দৃঢ়সঙ্কল্পে বলতে শুরু করল,

"After some time I realised what the problem was. As I was leaning towords his laptop, আমার... আমার আঁচল সরে গিয়েছিল... And he could see almost my whole cleavage... ঐ ব্লাউজটা এত ছোট যে... He saw much of these two big gloves. O! God! Honey, His shorts was at its full stretch!"
"কত বড় ছিল ওর... bulging?"
"What? I mean...", এবারে স্বাভাবিকভাবেই একটু ইতস্তত করছে ও। ওর কথার মাঝে কথা বলে খেইটা নষ্ট করে দেওয়ার জন্য নিজেকে ধমকাচ্ছি, এমন সময় লজ্জামাখা গলায় উত্তর এল, "bigger than yours "

পাথরের মত মুখে চেয়ে আছি পর্দার ওপ্রান্তে, আমার প্রেমিকার চোখের তারায় বিচিত্র অনুভূতিদের খেলা দেখছি। ওর ধারণাতেও নেই এইমাত্র উদ্গত কি বিশাল বিস্ফোরণকে কোনওমতে চাপা দিয়েছে আমার শরীর, আমার বজ্রমুষ্টি। কেমন একটা ঘোরের মধ্যে আস্তে আস্তে ডুবে যাচ্ছে ও, চোখের পাতা ভারী হয়ে এসেছে, ঠোঁটে কাঁপন ধরেছে তিরতির, এই শেষ মাঘেও কপালে-গলায় বিন্দু বিন্দু ঘাম, নাকের পাটা স্ফুরিত হচ্ছে অনবরত। একটানা ছন্দে বিরামহীন ভাবে বলে চলল,

"I don’t know Honey what happened to me... May be I was stonned... ওর ঐ huse bulging দেখে কেমন আনইজি লাগছিল, শরীরটা আনচান আনচান করছিল, আঁচলটা সরিয়ে যে বুবস গুলো ঢাকা দেব সে ক্ষমতাও ছিল না, যাহোক করে ল্যাপির দিকে কনসেন্ট্রেট করছিলাম... একটুপর বুঝলাম ওর অবস্থাও খারাপ, থেকে থেকে আমার... দিকে তাকাচ্ছে। ও নিজেও সিচুয়েশানটা বুঝেছিল, তাই টেনশানটা কাটানোর জন্য জিজ্ঞেস করল আমি একটু French wine খাব কিনা... অ্যাণ্ড আই ওয়াজ লাইক, ওকে। তো ও wine আনতে গেল and I was trying very hard to catch my breath. আফটার দ্যাট ও ওয়াইনের বটল আর দুটো পেগ নিয়ে এল And we started drinking. আমরা নর্ম্যাল হওয়ার চেষ্টা করছিলাম But from all the tension and his huge... I was still shaking a little, My fingers were shaking and then... I spilled some wine right on top of my boobs! I was so embarrassed Honey, আর আমি হাঁদির মত আঁচলটা না ঢেকেই বসেছিলাম তো ওয়াইন ড্রিপ করে করে আমার... ক্লিভেজে চলে এসছিল, I didn’t know what to do! সঞ্জীব আমার জন্য গিয়ে দৌড়ে একটা টিস্যু নিয়ে এল বাট, বাট... আমাকে দিতে গিয়ে ও নিজেই সাডেনলি মুছতে স্টার্ট করল, I... felt his fingers on my cleavage and he got so turned on that ও... ও ওয়াইনটা আমার বুবস থেকে লিক করতে থাকল! And I was stunned, আমার ওকে আটকানোর ক্ষমতাও ছিল না। ও আমার বুবসগুলো পাগলের মত চুষছিল, টিপছিল, চাটছিল... Like a mad man and suddenly he bite so hard, see."

মন্ত্রমুগ্ধ শিশুর মত দেখলাম আমার দয়িতার শরীরের এক অপূর্ব বিভঙ্গে হাউসকোটের বহির্ভাগ খসে পড়ল, জ্যামিতি-পরিমিতির নির্ভুল মাপে গড়া উদ্ধতযৌবনা নারীদেহ এখন আচ্ছাদিত সংক্ষিপ্ত একখণ্ড স্যাটিনের কাপড়ে। যৌবনের দীপ্তি ছড়িয়ে পড়ছে গোটা অঙ্গে, অপ্রত্যাশিত অভিজ্ঞতার বর্ণনায় রোমাঞ্চিত রমণীর শরীরে প্রতিটি রোমকূপ জাগ্রত। আর, আর... ডান স্তনের নিটোল মসৃণ ত্বকে, বহু উঁচুতে, স্তনবলয়ের গণ্ডীর কাছে পুঞ্জীভূত রক্তের রঙে আঁকা একটি ছোট্ট ক্ষতচিহ্ন। আমার প্রেমিকার স্তনে তার একলা প্রেমিকের ভালবাসার দংশন-অভিজ্ঞান!

"I slapped him and he came back to sense immediately... ও খুব কান্নাকাটি করছিল, বারবার বলছিল যে ও এই অফিসের চাকরি ছেড়ে দেবে আর আমি যেন ওকে পারলে ক্ষমা করি একদিন। আজ আমার কাছে স্বীকারও করেছে যে ও আমায় প্রথম দিন থেকেই ভালবাসে আর সেজন্যই... আমাদের জুনিয়র ব্যাচের পরিণীতার প্রোপোজাল অ্যাকসেপ্ট করেনি। ছেলেটা খুবই ভাল, He is really a good guy, বারবার বলল যে তোমার বয়ফ্রেণ্ডকে বোলো that he is damn lucky আর ও যেন আমাকে খারাপ না ভাবে, He doesn’t want to be আ কাবাব মে হাড্ডি বিটুইন আস। আমি ওকে অনেক কষ্টে শান্ত করেছি, শেষটায় তো ওকে অনেকক্ষণ বুকে জড়িয়ে রেখে... I was feeling so so weird, তুই ছাড়া আর কাউকে তো কোনওদিন এভাবে হাগ করিনি... But now we are OK, I hope everything will be normal between us hensforth... এই, তুই কিছু বলছিস না কেন? রাগ করেছিস? হানি, কথা বল... কি রে, অ্যাই অন্তু, কি হল??? চুপ করে আছিস কেন, প্লিজ কিছু একটা বল... are you angry Honey? আমাদের মধ্যে কিচ্ছু নেই trust me, it was just an accident, nothing else..."

বাহ্যজ্ঞান লুপ্ত হয়েছে জানি না কতক্ষণ, ওর শেষের কথাগুলো মনে হচ্ছিল সুদূর গ্রহান্তর থেকে ভেসে আসা কিছু অর্ধস্ফুট শব্দ। অনেক কষ্টে শরীরের সব শক্তি জড়ো করে কোনওমতে বললাম, "I trust you baby, এবারে ঘুমোতে যাই, বড্ড ঘুম পাচ্ছে", তারপরেই স্কাইপে যোগ বিচ্ছিন্ন, অ্যাকাউণ্ট থেকে লগ আউট, ল্যাপটপকে ঘুমের দেশে পাঠানো- অভ্যস্ত যান্ত্রিকতায় কয়েক লহমায় সব সম্পন্ন।

টলতে টলতে উঠে গেলাম লাগোয়া স্নানঘরে, একে একে ছেড়ে ফেলছি টিশার্ট, বারমুডা। শরীরে একটা সুতোও অবশিষ্ট নেই, গোটা গা পুড়ে যাচ্ছে তাপমাত্রায়। জ্বরে নয়, বিজাতীয় কামে। দুচোখ বুজে গেছে, বন্ধ চোখের পাতায় পরপুরুষের সবল আলিঙ্গনে প্রবল ভাবে নিষ্পিষ্ট হচ্ছে প্রণয়িনীর কোমল তনু, তীব্র পেষণে দলিত সুপক্ব পয়োভার, শিকারী দাঁতের আচমকা হানায় ক্ষতবিক্ষত উন্নত স্তনবৃন্তেরা।

কয়েক পল, বা কয়েক যুগ। কিভাবে সময়টার ব্যাখ্যা দেওয়া যায় জানি না। তারপরে সেই অনিবার্য বিস্ফোরণ। ফুঁসতে থাকা কাঠিন্যের মর্মস্থল থেকে ঝলকে ঝলকে বেরোল পৌরুষের সান্দ্র অধক্ষেপ। তরল হয়ে মিশে গেল স্নানঘরের মাটিতে, আমায় কিছুক্ষণের জন্য সম্পূর্ণ নিঃস্ব করে দিয়ে। ক্লান্তি, শান্তি, শ্রান্তি সব একাকার। এবার পরিচ্ছন্ন হওয়ার পালা। বেরিয়ে আসার আগে ধুয়ে দিলাম স্মরগরলের শেষ বিন্দুটুকু।

মোবাইলের উজ্জ্বল পটভূমিতে একটি বার্তা অপেক্ষারত। "I am yours, only yours. Trust me Honey. Call me tomorrow after you reach. Happy journey " শেষে একটা চুম্বনোদ্যত মুখের অভিব্যক্তি।

দ্বিধাহীন ভাষায় টাইপ করলাম মনের কথা, "you are mine. You always will be. Can’t wait to see you. "

...

ছাদের আলসে ধরে দাঁড়িয়ে আছি, রাত কত হল খেয়াল নেই। মাথার উপরে নীল চন্দ্রাতপে খোদিত কালপুরুষ, অনাদি-অনন্তকাল ধরে অতন্দ্র প্রহরায় রত। দূর পৃথিবীর ম্লানিমা তাকে স্পর্শ করতে পারে না।

ঘরে ঢুকে এলাম, কিছুক্ষণ পরেই পুব আকাশ লাল হয়ে উঠবে, ভোরের পাখিরা জানান দেবে আমার যাওয়ার সময় হয়েছে। ততক্ষণ যাহোক করে জেগে থাকি। ল্যাপটপের ডালা নামিয়ে রাখলাম, সময়মত ব্যাগে ভরে রাখতে হবে। চেয়ারে বসে আছি আচ্ছন্নের মত, অ্যালার্মের শব্দ কখন কানে আসে সেই ভাবনায় সচল মস্তিষ্কের একাংশ।

মুখের ওপর কার যেন স্পর্শ, কোমলভাবে ছুঁয়ে যাচ্ছে চোখের পাতা, কপালের সমতল, ঠোঁটের কোণ। মুখের রেখায় সোহাগের মৃদু পরশ বুলিয়ে ঘুম পাড়াচ্ছে। কে ও? কার অবাধ্য চুলেরা এসে ঢেকে দিল আমার দৃষ্টি? চোখ মেলে দেখতে চাইছি, ঘন আঁধারে কিছুই ঠাহর হয় না। শুধু অনুভবে ধরা পড়ে কে যেন আলতো জড়িয়ে রয়েছে, অহর্নিশি। ঐ তো এক চিলতে আলো এসে পড়ল তার মুখে। বিস্রস্ত ঘন কেশ মুখময় এলোমেলো ছড়িয়ে, নিশ্চিন্তে বোজা দু'খানি চোখে খেলা করে যায় দেয়ালা।
"খোলা জানালার ফাঁকে আলো-ছায়া
দেখো তোমার নয়নে খেলা করে
শুধু মাধবীলতার ফুলগুলি
ঐ ঘুমের আবেশে ঢলে পড়ে"

কাক ডাকছে। জানলার ফাঁক গলে ঢুকে আসা ভোরের বালার্কচ্ছটায় ঘুম ভেঙে গেল, স্বপ্নটাও।
Reply


Messages In This Thread
RE: স্বীকারোক্তি by Anangapal (Uncompleted) - by manas - 09-01-2019, 02:55 PM



Users browsing this thread: 13 Guest(s)