Thread Rating:
  • 32 Vote(s) - 3.22 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
মহানগরের আলেয়া
#7
হটাত এক কোনা থেকে ফুঁপিয়ে চাপা কান্নার আওয়াজ ওর কানে ভেসে এলো। না ভুত পেত্নি নয়, এ নির্ঘাত ময়নার মুক কান্না। শব্দ ভেদি বানের মতন কান্নার আওয়াজে কান পেতে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে এক অন্ধকার কোনায় গুটি শুটি মেরে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ময়না। ওর পায়ের আওয়াজ তখন ময়নার কানে পৌঁছায়নি। কি হয়েছে, কেন কাঁদছে, নিশ্চয় ব্যাটা বিষ্টু ওকে মারধোর করেছে তাই এই চাপা কান্না। অন্ধকারে ঠিক ভাবে ঠাহর করা যায় না তবে আসেপাশের ফ্লাট বাড়ির আর রাস্তার আলোতে ময়নাকে দেখতে পেল। আঁচল লুটিয়ে মেঝতে গড়াগড়ি খাচ্ছে, বুকের ওপরে কাপড় নেই, ব্লাউস ছেঁড়া মাথার ভিজে চুল এলোমেলো হয়ে গেছে। 

দানার কয়েক পা এগিয়ে গেল ময়নার দিকে আর যেতে গিয়েই ঠোকর খেল একটা কাঠের পাট্টার সাথে। আওয়াজ শুনেই চমকে উঠল ময়না, সারা মুখে ভয়ার্ত চাহনি চোখে জল। হটাত দানাকে দেখে ঠিক বুঝতে পারেনি তাই আঁতকে উঠতে গেল আর সঙ্গে সঙ্গে দানা ওর পাশে বসে ওর মুখ চেপে ধরল। 

ফিসফিস করে কানের কাছে বলল, “আমি দানা।”

দানার গলার আওয়াজ শুনে ময়না বুকে বল পেল আর সেই সাথে ভয়। দানার বলিষ্ঠ বাহু ময়নার মুখের ওপরে, ময়না ছটফটিয়ে উঠল আর ছটফটানির ফলে ওর ব্লাউজটা পরপর করে ছিঁড়ে গেল। ময়নার ঊর্ধ্বাঙ্গ খালি পরনে শুধু মাত্র ছোট সাদা রঙের ব্রা। আধো আলো আঁধারে দানার চোখ আটকে গেল ময়নার সুউন্নত স্তনের দিকে। ময়নার চোখের দুঃখ ততক্ষণে ভয়ে পরিনত হয়ে গেছে। এই আঁধারে একলা পেয়ে দানা কি ওকে ;., করবে। 

দানা ওকে প্রবোধ দিয়ে বলল, “তুই এত রাতে এইখানে কি করছিস? কি হয়েছে তোর কাঁদছিস কেন?”

ময়নার চোখে তখন আতঙ্ক ছড়িয়ে। দানা ওর মুখের ওপর থেকে হাত সরাতেই ময়না পিছিয়ে গেল আর নগ্ন বুকের ওপরে ভিজে আঁচল দিয়ে ঢেকে নিল। দানা বুঝতে পারল যে ময়না ভয় পেয়ে গেছে। এমন ভাবে ভুতের মতন প্রকট হওয়া ওর উচিত হয়নি, একটু জানান দিয়ে গলা খ্যাঁকরে আসা উচিত ছিল ওর। কিন্তু ক্রন্দনরত ময়নাকে একলা দেখে কি করবে ঠিক ভেবে উঠতে পারেনি সেই সময়ে তাই পা টিপে টিপে একদম কাছে চলে এসেছিল। 

এবারে ওর কাছ থেকে একটু দূরে বসে আশ্বাসের সুরে বলল, “অরে তোকে আমি মারব না বা ;., করব না। কি হয়েছে তোর?” 

ময়না তাও চুপ, গুটি শুটি মেরে ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। বৃষ্টি ধরে এসেছে কিন্তু হাওয়া এখন পর্যন্ত চলছে, মনে হচ্ছে আজ রাতে আবার কয়েক পশলা ঝঞ্ঝা নামবে এই মহানগরের বুকে। 

দানা উঠে দাঁড়িয়ে একটা বিড়ি ধরিয়ে ওকে বলল, “ঠিক আছে তুই যখন কিছু বলবি না তাহলে আমি যাচ্ছি।”
Like Reply


Messages In This Thread
RE: মহানগরের আলেয়া - by Nilpori - 08-01-2019, 11:04 AM



Users browsing this thread: 4 Guest(s)