Thread Rating:
  • 32 Vote(s) - 3.22 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
মহানগরের আলেয়া
#6
দানা পিছিয়ে এলো, কিন্তু পায়ের শব্দ চারতলা পর্যন্ত আর এলো না, মাঝেই কোন একতলায় হারিয়ে গেল। দানা অন্তরদ্বন্দের মধ্যে পড়ে গেল, একবার কি ময়নার কাছে যাবে গিয়ে জিজ্ঞেস করবে এত রাতে বাড়ি ছেড়ে এই নির্জন ফ্লাটে কেন এসেছে। ওর কি কোন প্রেমের নাগর আছে নাকি যার সাথে দেখা করার জন্য এই নির্জন ফ্লাটের বাড়িতে আসা না বিষ্টু ওকে আবার মারধোর করেছে তাই এখানে পালিয়ে এসেছে। ময়না আত্মহত্যা করতে আসেনি ত এইখানে তাহলে ও ফেঁসে যাবে। সাত পাঁচ ভাবতে ভাবতে ঠিক করল যে ময়নার কাছে গিয়ে জিজ্ঞেস করবে। এমনিতে সারাদিনে কথাবার্তা হয়না বললেই চলে, এই ঝড়ের রাতে একা বসে থাকার চেয়ে যদি একটা দোসর পাওয়া যায় আর সে যদি ময়না হয় তাহলে ক্ষতি কি। 

লুঙ্গিটা ঠিক করে নিয়ে বিড়ির বান্ডেল ট্যাঁকে গুঁজে নিচের তলায় নেমে এলো। খুব সন্তর্পণে পা ফেলে এদিক ওদিকে ময়নার খোঁজ করল, কিন্তু কোথাও ময়নাকে দেখতে পেল না। বুক ছ্যাঁত করে উঠল, সত্যি কি ময়না আত্ম হত্যা করেছে আর ওইটা ময়নার ভুত নাকি। কষ্টি পাথরে খোদা মূর্তি আজ পর্যন্ত কাউকে ভয় পায়নি কেননা ওর আগে কেউ নেই ওর পেছনে কেউ নেই। ওর মা মাঝ রাতে মারা গেছিল দানা সারা রাত মায়ের মাথা বুকে করে বসেছিল কখন সকাল হয় আর মা চোখ খুলবে কিন্তু ওর মা আর চোখ খোলেনি। জীবনে অনেক মড়া, অনেক রক্ত কাটা ছেঁড়া দেখেছে দানা। কতবার এক্সিডেন্টের মানুষ নিয়ে হাস্পাতাল গেছে। একবার বরানগরের কাছ একটা স্করপিও গাড়ি একটা লোহার শিক ভর্তি লরি সাথে পেছন থেকে ধাক্কা খায়। লোহার শিক গুলো গাড়ির কাঁচ ভেঙ্গে ড্রাইভারের আসনে বসা মানুষটাকে এফোঁড় ওফোঁড় করে দিয়েছিল। পাশে বসা মহিলাটার কাঁধের ভেতর দিয়ে ঢুকে সিটে বিঁধে গেছিল। কেউ শালা এগিয়ে যায়নি পুলিস কেস হবে বলে, দানা ওই মহিলার সাহায্যে গিয়েছিল। গায়ের জামা খুলে ওই মহিলার কাঁধে চেপে ধরেছিল যাতে রক্তক্ষরণ কম করতে পারে। ফিনকি দিয়ে রক্তে ছুটে ভিজে গেছিল দানা, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। পুলিশ এম্বুলেন্স আসার আগেই দানার কোলে সেই মহিলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। 
Like Reply


Messages In This Thread
RE: মহানগরের আলেয়া - by Nilpori - 08-01-2019, 11:03 AM



Users browsing this thread: 6 Guest(s)