07-08-2019, 02:56 PM
munnijaan07 এর লেখা গল্প আগে কোনদিন পড়িনি। তার লেখা এটাই আমার প্রথম গল্প। একেবারে জাত লেখক। এতো সুন্দর গল্প অনেকদিন পড়িনি। আমি সাধারণত ইনসেস্ট পছন্দ করি না। বিশেষ করে মা-ছেলের ইনসেস্ট তো একেবারেই পছন্দ করি না। কিন্তু কি আশ্চর্য্য, এই গল্পটা পড়তে আমার খারাপ লাগেনি। দুয়েকটা জায়গায় উত্তেজনার পারদ উঠা-নামা করলেও শেষ পর্যন্ত বেশ ভালোভাবেই উপভোগ করেছি গল্পখানা। ইনসেস্ট অপছন্দ করার একটি কারন হচ্ছে, এই ধরনের গল্পের মাঝে কোনো মিল-তাল থাকে না। অনেকটা ধর তক্তা মার পেরেক টাইপের লেখা হয়ে থাকে বেশীরভাগ সময়ে। বাস্তবতা কিংবা গ্রহণযোগ্যতার বিচারে যা শুধু পরিত্যাজ্যই মনে হয়। আর সে কারনে এই সব গল্প পড়ে উত্তেজিত হবার বদলে গোস্বা এসে ভর করে মনের ভিতর। যে গল্প যতোবেশী বাস্তবতার ছোঁয়া পাবে সে গল্প ততো বেশী উত্তেজক হবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে পাঠক মনের প্রতিটা প্রশ্নের জবাব গল্পের মাঝে বিদ্যমান থাকাটা খুবই জরুরী। মনের ভিতর খটকা তৈরী হবার পর যদি সেটা গল্পের মাঝে মীমাংসা না পায়, তবে সে গল্প আধুরা থেকে যায় বলেই আমার কাছে মনে হয়। এই গল্পে প্রতিটা প্রশ্নের জবাব খুব সুচারুভাবেই মিলেছে। কোনো খটকা ছিলো না পুরো গল্পে। ভাষার মাধুর্য্যতা ছিলো খুব উন্নত। বেশ কিছু টুইস্ট ছিলো, যার প্রত্যাকটাই উপভোগ করার মতো। গল্পের প্লটটা যে মিলিকে নিয়ে সাজানো হয়েছিলো, সেটা শুরুতে বুঝাই যায়নি। কিন্তু গল্পের শেষে একে একে গল্পের প্লটে লুকানো সিকোয়েন্সগুলো ভাবলে অবাক হতে হয়, এতো উন্নত আর মুন্সীয়ানা ছিলো গল্পে।
এতো সুন্দর একটা গল্প আমাদেরকে উপহার দেয়ার জন্য মূল লেখককে অনেক অনেক ধন্যবাদ।
সেই সাথে রনি দাদাকেও চমৎকার এই গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি...
এতো সুন্দর একটা গল্প আমাদেরকে উপহার দেয়ার জন্য মূল লেখককে অনেক অনেক ধন্যবাদ।
সেই সাথে রনি দাদাকেও চমৎকার এই গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি...