Thread Rating:
  • 17 Vote(s) - 3.24 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ফুলের আঘাত সয়না (বড় গল্প)
#31
২য় খন্ড



১ম পর্ব


প্রচন্ড ঘুর্ণিঝড় কিংবা প্রলয়ংকরী বন্যার পানিতে কোন মানুষের বাড়ী ঘর যখন উড়িয়ে কিংবা ভাসিয়ে নিয়ে যায়, তখন তারা কি করে কে জানে? আমার কেনো যেনো মনে হয়, অধিক শোকে পাথর হয়ে, জীবন নিয়ে বেঁচে থাকাটাকেই তখন ধন্য মনে করে, নুতন করেই জীবন শুরু করে।



ঘুর্ণিঝড় কিংবা ভুমিকম্প তো প্রাকৃতিক দুর্যোগ! মানুষের জীবনে তো অনেক রকমেরই দুর্যোগ আসে! কিছু কিছু নিজের ভুলে, আবার কিছু কিছু পারিপার্শ্বিকতার কারনে। আমার জীবনেও তেমনি একটি দুর্যোগময় সময় ছিলো।



কেয়া নামে একটি কাজের মেয়ে আমাদের বাড়ীতেই থাকতো। শৈশবে, মায়ের মৃর্ত্যুর পর ধরতে গেলে আদর স্নেহ সব, বয়সে দুই তিন বছরের বড় সেই কেয়া আপার কাছেই পেয়েছি। কেননা, কাজের খাতিরে বাবার জীবনটা বছরের পুরোভাগই সমুদ্রের বুকে কাটতো। কি হতে কি হয়ে গিয়েছিলো বুঝলাম না। সেই কেয়া আপার সাথে ভালোবাসার বন্ধনেই জড়িত হয়ে পরেছিলাম, নিজেদের অজান্তেই। সমসাময়িক কালে একই ক্লাশের সহপাঠিনী সিলভীর সাথেও প্রণয়ের ব্যাপারগুলো শুরু হতে থাকলো।



অপরাধী যেমনি, অপরাধ করার পর কোন না কোন অপরাধ চিহ্ন রেখে, কোন না কোন একদিন ধরা পরে, মানুষের জীবনে প্রেম জাতীয় ব্যাপারগুলোও বোধ হয় কখনো গোপন থাকেনা। শেষ পর্যন্ত সিলভী আর কেয়া আপা পরস্পরের মাঝেই জানাজানিটা হয়ে গেলো! সেই সাথে বিদায় নিতে হলো সামাজিক ভাবে অধিকতর দুর্বল কেয়া আপাকেই, অধিকতর ক্ষমতাশালী সিলভীর কারনেই।



আমি প্রায়ই ভাবি, শুভাকাংখী হিসেবে আমরা প্রায়ই কাছের মানুষদের উপকার করতে যাই। এতে করে সেই কাছের মানুষগুলো কতটা উপকৃত হয় কে জানে? বরং বিপরীতটি হয়ে, অসীম বিপদের মুখেই ঠেলে দিতে হয়, নিজেদের অজান্তে! সিলভী আমার উপকারই করতে চেয়েছিলো। তা হলো, আমাকে তথাকথিত কিছু সামাজিক বদনাম থেকে বাঁচানো, সেই সাথে নিজের প্রেম ভালোবাসাকে প্রতিষ্ঠা করা! তাতে করে আমার মন থেকে কতটা কেয়া আপার অভাব দূর করতে পেরেছিলো, সেটা না হয় বাদই দিলাম। কেয়া আপার অভাবে, বাড়ীর দৈনন্দিন গুরুত্বপূর্ন কাজগুলো, যেমন রান্না বান্নার মতো ব্যাপারগুলো এক প্রকার বন্ধই ছিলো।



আমি নুতন করেই জীবন শুরু করলাম। আমার মতো এমন মাতৃহীন অনেকেরই জন্যে বোধ হয়, একই নিত্য নৈমিত্তিক ব্যাপার! নিজে রান্না বান্না করা। হউক তা অনিয়মিত রান্না বান্না, হউক অনিয়মিত খাবার দাবার!



এভাবে দিন কাটতে থাকলো ঠিকই। ক্লাশ এইটের বার্ষিক পরীক্ষাতেও পাশ করলাম ঠিকই, কিন্তু খুব একটা ফলাফল ভালো ছিলো না। বছর শেষে বাবাও বাড়ী ফিরে যে সিদ্ধান্ত দিলো, তা হলো এভাবে তো জীবন চলেনা। কাজের মেয়ে একজন খুবই জরুরী! তুমি বরং একবার খালার বাড়ী যাও। খালাকে বলে পরিচিত কোন ভালো মেয়ের সন্ধান পাও কিনা দেখো।



মায়ের মৃত্যুর পর মায়ের আত্মীয় স্বজন কেনো, বাবার আত্মীয় স্বজনদের বাড়ীতেও কখনো যাওয়া হতো না। তার বড় কারন, কার সাথে যাবো? বড় খালাকে শেষবারের মতো দেখেছি বোধ হয় নয় বছর আগে। আবছা আবছা চেহারা মনে আছে! এতদিনে কেউ কাউকে চিনবো কিনা কে জানে? সেবার বাবা পুনরায় সমুদ্রে যাত্রা করার পরই খালার বাড়ী যাবার প্রস্তুতিটা নিয়েছিলাম। বয়স পনেরো। প্রস্তুতি বলতে, সবচেয়ে ভালো কয়েকটা শার্ট আর প্যান্ট একটা কাঁধে ঝুলানো ব্যাগে ঢুকিয়ে, ভালো একটা শার্ট আর প্যান্ট পরে রওনা হওয়া। নিকটস্থ রেল ষ্টেশনে যেতেই কেনো যেনো মনে হলো, এসব জার্নিতে সবাই বুঝি সিগারেট টানে! আমিও এক প্যাকেট কিং স্টর্ক কিনলাম, আর একটা দেয়াশলাই বক্স! পাঁচ ঘন্টার জার্নি, সেই জার্নিতেই পুরু প্যাকেটের সিগারেটগুলো শেষ হলো, তবে সিগারেট টেনে কোন মজা পেলাম না। এমন কি সিগারেট এর প্রতি কোন আকর্ষনও জমলো না আমার। বরং মনে হলো, কেনো যে মানুষ এসব টানে? দেয়াশলাই বক্সটাও আর প্রয়োজন ছিলোনা বলে, খালার বাড়ীর নিকটস্থ রেল স্টেশনেই ডাস্টবিন বক্সে ফেলে দিয়েছিলাম।



খালার বাড়ীতে গিয়ে পৌঁছুলাম দুপুর তিনটার দিকে। আমি খালাকে চিনতে পারলাম, মায়ের চেহারার সাথে মিল দেখে, আর শৈশবের আবছা আবছা স্মৃতি মনে করে। অথচ, নয় বছর পর খালা আমাকে কিভাবে চিনতে পারলো কিছুতেই বুঝলাম না। আমাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে ধরে, নিজ বোন হারানোর স্মৃতি রোমন্থন করে কান্নাকাটির পর্বটাও শেষ করলো উঠানে দাঁড়িয়েই। তারপর, দরজায় দাঁড়ানো যে মেয়েটিকে আমার থাকার ঘরটা দেখিয়ে দিতে বললো, তাকে আমি মোটেও চিনলাম না।



মেয়েটি বয়সে আমার বড় না ছোট তাও বুঝলাম না। অসম্ভব সুন্দরীদের দলেই পরে। সেই সাথে দেহের প্রতিটি ভাজই দৃষ্টি আকর্ষন করে। পরনের পোষাকটাও ঘরোয়া মনে হলো। নিম্নাংগে স্যালোয়ার ঠিকই আছে, তবে উর্ধাংগে সেমিজ জাতীয় পোষাক। যার কারনে সুউন্নত বক্ষ যুগলের ছাপই শুধু স্পষ্ট চোখে পরে। খুব বেশীক্ষন তাঁকিয়ে থাকা যায়না, বরং তাঁকাতে গেলে লজ্জার ভাবটাই বেশী অনুভূত হয়। আমি তেমন একটি মেয়ের দিকেই এগুতে থাকলাম।



আমার পরনে টি শার্টের সাথে খানিকটা টাইট ধরনেরই জিনস প্যান্ট। তখনও আমি জাংগিয়া পরতাম না। অন্য কথায় বললে, জাংগিয়া পরার ব্যাপারগুলো জানতামও না। জানতামনা বলেই, এমন কি সেরকম কোন পোষাক আমার ছিলোও না। আমি বুঝতে পারলাম না, সেই মেয়েটি দেখার সাথে সাথেই টাইট জিনসের ভেতর নুনুটা কেমন যেনো চর চরিয়ে উঠে ফুলে ফেঁপে উঠতে থাকলো। যার জন্যে টাইট জিনসের উপর দিয়ে নুনুটার অবস্থান যে, যে কারোরই নজরে পরতে পারে, তাও অনুভব করতে থাকলাম। তাই বাম হাতটা পকেটে ঢুকিয়ে, নুনুটা আড়াল করছিলাম প্রাণপনে।



খালাদের বাড়ীটা উপশহরেরই ছোট্ট একটা বাড়ী। ঘর বলতে হাতে গুনা কয়টিই হবে! যে ঘরটিতে থাকার ব্যবস্থা হলো, সেটি সাধারনত সবাই বসার ঘর হিসেবেই ব্যাবহার করে। ছোট ছোট সোফা ফেলে, দেয়ালের একপাশেই একটা খাট পাতানো। আমি সেই খাটের উপরই শাউডার ব্যাগটা রেখে, ক্লান্ত দেহেই বসলাম। মেয়েটি বললো, ওপাশে বাথরুম আছে, হাতমুখ ধুয়ে একটু বিশ্রাম করে নাও! দুপুরে তো খাওনি? কি করবে? নাস্তা দেবো? নাকি ভাতই দেবো?



ক্ষুধাটা প্রচন্ডই ছিলো। অথচ, মেয়েটির সাথে কেনো যেনো সহজভাবে কথা বলতে পারছিলাম না। তাছাড়া মেয়েটি কে, তাও তখনও চিনতে পারছিলাম না! আর তার পরনের সেমিজের মতো পোষাকটাই আমাকে লজ্জিত করে তুলছিলো। সেই সাথে দেহটাকে এক ধরনের উত্তপ্ত করে রেখেছিলো। আমি লাজুক গলাতেই বললাম, কিছু লাগবে না।



মেয়েটি শাসনের গলাতেই বললো, কিছু লাগবেনা বললেই হলো নাকি? সকালে কি খেয়ে বেড়িয়েছিলে?



আমি বললাম, এক পিস পারুটি, আর ডিম সেদ্ধ।



মেয়েটি বললো, ঠিক আছে, তুমি বিশ্রাম করো। আমি বিস্কিট নিয়ে আসছি! ভাত হতে বেশীক্ষণ লাগবে না।



এই বলে মেয়েটি চলে গেলো ঠিকই, তবে ফিরে এলো কিছুক্ষণের মাঝেই হাতে একটা ট্রে নিয়ে। নুয়ে যখন ট্রে টা টিপয়ের উপর রাখছিলো, তখনই তার সেমিজের গল গলিয়ে, দুটো পূর্ন বক্ষই চোখে পরলো। পাকা ডালিমের মতোই দুটো সুঠাম বক্ষ! সেই দুটো বক্ষের চূড়া গুলো অধিকতর ঘন খয়েরী, ঈষৎ কালচে! আমার দেহে মুহুর্তেই উষ্ণ একটা তরলের ধারা বইতে থাকলো এলোমেলো ভাবে। আমি লোভ সামলে রাখতে না পেরে, আরো ভালো করেই দেখতে থাকলাম, মেয়েটির উন্মুক্ত বক্ষ!



মেয়েটি চোখ তুলে তাঁকাতেই অনুভব করলো, আমি তার সেমিজের গলেই তাঁকিয়েছিলাম। তাতে করে সে যেনো মজাই পেলো। আমাকে একটা মুচকি হাসি উপহার দিয়ে বললো, বিস্কিটটা মুখে দিয়ে, অরেঞ্জ স্কোয়াসটা খেয়ে নাও!



আরও একটা মুচকি হাসি দিয়ে, মেয়েটি আবারও চলে গেলো। আমার মাঝে হঠাৎ কেমন যেনো একটা অস্থিরতাই বিরাজ করতে থাকলো। কে এই মেয়েটি? এত সুন্দর! এত সুন্দর বক্ষ! অথচ, পোষাকের ব্যাপারে এতটা উদাসীন! আমাকে তুমি করেই যখন ডাকছে, নিশ্চয়ই বয়সে বড় এবং আমাকে ভালো করেই চেনে! আমি এক ধরনের অস্থিরতার মাঝেই অরেঞ্জ স্কোয়াশটা এক ঢোকে পান করে ফেললাম। ঠিক তখনই আমার স্মৃতিতে ভেসে আসতে থাকলো, সুপুরী পাতার টানা গাড়ীর কথা।



খালার বাড়ীতে বেশ কয়েকটি সুপুরীর গাছ আছে। সুপুরী পাতার গোড়ার দিকটা বেশ প্রশস্থ থাকে। সেখানে একজন মানুষ চমৎকার বসতে পারে! উঠানে সেই সুপুরী পাতাটা ফেলে, সেই প্রশস্থ অংশটাতেই বসতো আমার পিঠে পিঠি এক বছরের বড়, ছয় বছর বয়সের নিশা। বড় খালার মেয়ে! আর আমাকে বলতো সেই পাতাটার আগাটা ধরে টেনে টেনে গাড়ী চালাতে! পাঁচ বছর বয়সে আমার শক্তিতে কুলাতো না। তারপরও আমাকে ধমকে ধমকে বাধ্য করতো, সেই সুপুরীর পাতাটা টানতে!



পিঠেপিঠি এক বছরের বড় ছিলো বলে, শৈশবে নাম ধরেই ডাকতাম! সেই নিশা এত বড় হয়ে গেছে! আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না! আমার বয়সও তো এখন পনেরো! তাহলে নিশার বয়স ষোলো? এতদিনে ক্লাশ টেনেই তো উঠার কথা! আমি কি নাম ধরে ডাকবো? নাকি আপা! নাহ, নিশাকে আমি আপা ডাকতে পারবো না। আমি বুঝলাম না, আমার মাথায় অযথা কিছু ভাবনা এসে জড়ো হতে থাকলো।



কাজের মেয়ের প্রয়োজনের আলাপটা রাতের খাবারের সময়টাতেই খালাকে বললাম। খালা নিরাশ করেই বললো, এই যুগে কাজের মেয়ে পাবে কোথায়? সবার হাতেই কাঁচা পয়সা! মেয়েদেরকে কারো বাড়ীর কাজ করার জন্যে পাঠানোর কথা কেউ ভাবতেই চায়না। তারপরও দেখি!



বছরের শুরুতে আমাদের কলেজটা যেমনি কয়েকদিনের জন্যে বন্ধ ছিলো, নিশাদের কলেজও তখন বন্ধ ছিলো। পরদিন, সকালের নাস্তাটা করার পর, অনেকদিন পর খালার বাড়ীর শহরটাই ঘুরে দেখার জন্যেই বাইরে যাবার উদ্যোগ করছিলাম। ঠিক তখনই নিশা বসার ঘরে এসে ঢুকেছিলো। তার পরনে সেই হাতকাটা সাদা সূতী কাপরের সেমিজ! যার তলায়, ডালিমের মতো স্ফীত সুঠাম বক্ষ দুটোর অস্তিত্ব স্পষ্ট চোখে পরে। আমি লজ্জার বাঁধ ডিঙিয়ে আঁড় চোখেই নিশার বুকের দিকে তাঁকালাম বার কয়েক। আর তাতে করেই আমার নুনুটা প্যান্টের তলায় চরচরিয়ে উঠতে থাকলো।



আমার টাইট প্যান্টের আড়ালে নুনুটা কিছুতেই আড়াল করা যাচ্ছিলো না। সেমিজের তলায় নিশার বক্ষের অস্তিত্ব যেমনি স্পষ্ট! ঠিক তেমনি আমার প্যান্টের তলায় আমার নুনুর অস্তিত্বও স্পষ্ট! নিশা হঠাৎই বললো, অনি, তুমি সিগারেট খাও?



নিশার কথায় সত্যিই অবাক হলাম আমি! গতকাল এখানে আসার পথে ট্রেনে বসে এক প্যাকেট কিং স্টর্ক টেনেছিলাম একের পর এক! সিগারেট টেনে মজাও পাইনি। তাই সিগারেট টানার আকর্ষনটা গতকালেই মিটে গিয়েছিলো। কিন্তু, নিশা জানলো কেমন করে? তা ছাড়া এক দিনের ব্যবধানে, মুখের ভেতর সিগারেটের গন্ধও তো থাকার কথা না। আমি আত্ম বিশ্বাস নিয়েই বললাম, না তো!



নিশা আরো আত্ম বিশ্বাস নিয়ে বললো, আমার সাথে মিথ্যে বলবে না।



আমি বললাম, সত্যিই আমি সিগারেট খাই না!



নিশা বললো, তাহলে তোমার পকেটে লাইটার কেনো?



আমি অবাক হয়েই বললাম, লাইটার?



নিশা মাথা নেড়ে বললো, হুম লাইটার!



আমি অনুমান করতে পারলাম, আমার প্যান্টের বাম পকেট বরাবর প্যান্টের উপর দিয়ে অস্তিত্ব ভেসে থাকা নুনুটাকেই লাইটার ভাবছে নিশা। আমি কি করে নিশাকে বুঝাই ওটা লাইটার নয়! নিশার সেমিজে ঢাকা চমৎকার সুদৃশ্য বক্ষ যুগল দেখেই আমার নুনুটা ফুলে ফেঁপে এই অবস্থা করেছে! আমি অপ্রস্তুত হয়েই বললাম, না মানে!



নিশা বললো, এখন বাইরে যাচ্ছো সিগারেট টানার জন্যেই তো! তা আমি হতে দেবো না। লাইটারটা আমাকে দাও!



এই বলে সে আমার কাছাকাছি এসে, আমার প্যান্টের বাম পকেটে হাত ঢুকিয়ে দিলো! আমি তখন কি করবো বুঝতে পারলাম না! নিশা হাতরে হাতরে পকেটের কাপরের উপর দিয়ে আমার নুনুটাই টিপে ধরলো। আমার দেহটা সাথে সাথে উত্তপ্ত হয়ে উঠলো। সেই সাথে লাইটারের তুলনায় নরোম, আমার শক্ত হয়ে থাকা নুনুটা টিপে ধরে, নিশাও সাংঘাতিক লজ্জা পেয়ে, তৎক্ষণাত আমার পকেট থেকে হাতটা বেড় করে নিলো। লজ্জিত নিশা কি বলবে, নিজেও ভেবে পেলো না। আমতা আমতা করেই বললো, ওটা সামলে রাখতে পারো না! কি বিশ্রী ব্যাপার বলো তো? আমি তো সত্যিই লাইটার ভেবেছিলাম!



নিশা আর বেশীক্ষণ আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারলো না।
Like Reply


Messages In This Thread
RE: ফুলের আঘাত সয়না (বড় গল্প) - by Rainbow007 - 07-08-2019, 10:41 AM



Users browsing this thread: 2 Guest(s)