04-08-2019, 12:34 PM
(04-08-2019, 09:10 AM)xozo44 Wrote: দাদা গসিপিতে আপনাকে সেরা লেখকের উপাধি দেয়া উচিত। কোন লেখকই আপনার মত এতটা ধারাবাহিক না। আপনি নিয়মিত আপডেট দিয়ে গল্পটিকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, এককথায় অনবদ্য। প্রশংসা করলেও কম হয়ে যায়। বোনের প্রসঙ্গ টা এনে আবার এড়িয়ে গেলেন! দিল্লিতে গিয়ে হোক না সবার অগোচরে আর একটা লুকোচুরি।
দাদা দুজনের সাথেই মধুর মিলনের সম্পর্ক চালিয়ে যাওয়া কঠিন। তাছাড়া এটা মা ছেলের ভালোবাসার গল্প। গল্পের কাহিনীর প্রয়োজনে স্ত্রীর চরিত্র আনা হয়েছে। এখানে বোনের চরিত্র আনা হলে মা ছেলের মধুর ভালোবাসার মধ্যে ছেদ পড়বে বিধায় বোনের বিষয়টি গল্পে নেওয়া হয়নি।