03-08-2019, 06:53 PM
(03-08-2019, 10:22 AM)rajuhd4488 Wrote: আমি রেগুলার আপডেট দেই বলে একজন নামী লেখক ই মেইলে আমাকে শাসিষেছে। আমি নাকি ফোরামের সৌন্দর্য নষ্ট করছি। আরও কত কি বলেছে। অর্থাৎ ঐ নামী লেখক (যে আমাকে গল্প লেখার চ্যালেঞ্জ জানিয়েছিল) হয়তো বা চ্যালেঞ্জ এ হেরে যাওয়ার ভয় পাচ্ছেন। আমি আগেও বলেছি আমি কোন পেশাদার লেখক না, জিদের বশবর্তী হয়েই লিখছি। গল্পটা সমাপ্ত হলে এক সপ্তাহের মধ্যে থ্রেডটি ডিলিট করে দেবো। ততদিন আশা করি সাথেই থাকবেন।
ও বাই এইয়া আন্নে কিতা কইলেন এতদিন হুনসি নিয়মিত আপডেট না দিলে লেখক রা দাবড়ানি খায় আইজ আন্নে মড়ে কি শুনাইলেন এই সব । একটি বার সুধু হেই মহাপুরুষ এর নামটি আমাকে বলেন ভাইটি । আমি শুনতে চাই কে সেই ব্লুটুথ বয় ।
আর আপনি এই ডিলেট ডিলেট কি বলতে আছেন এই সব মোর কিন্তুক ভালো ঠেকতে আসেনা ।
কি কারনে লেখা শুরু করসেন সেইটা ভুইল্লা যান এখন খালি লেখেন আর লেখেন । তাইলে আপনি ও হইতে পারবেন লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ বয় ।