01-08-2019, 09:36 PM
৬ষ্ঠ পর্ব
ব্রা
সিলভী আমাদের ক্লাশেই পড়তো। অথচ, কখনো তার সাথে কথা হতোনা। মেয়েটার প্রতি কেনো যেনো খানিকটা দুর্বলই ছিলাম আমি। সেটাকে কেউ ভালোবাসা বলবে কিনা জানিনা। ফর্সা চেহারার এই মেয়েটির সাদা চমৎকার দাঁতগুলোর মাঝে, কোনার দিকে একটা দাঁত গেজো। সেই গেঁজো দাঁতটাই যেনো তার হাসিটাকে আরো সুন্দর করতো। আমার কেনো যেনো সত্যিই মেয়েটাকে খুবই ভালো লাগতো। এমন একটা মেয়ের সাথে প্রেম করার শখ কারই না হবে? কারন, সিলভীর চলার পথে তার দিকে হা করে তাঁকিয়ে থাকে, এমন ছেলে বুড়ু অনেককেই আমি দেখেছি। তবে, আমার তার দিকে তাঁকাতে যেমনি লজ্জা লাগতো, তেমনি কখনো কথা বলার সাহসও পেতাম না।
ক্লাশে মেয়েদের আর ছেলেদের বেঞ্চ সারির ঠিক পাশাপাশি সিটই ছিলো সিলভীর। এমন কি আমাদের বাড়িতেও মাঝে মাঝে আসতো, কেয়া আপার কাছে। তারপরও, কখনো তার সাথে কথা হতোনা। এবং একটা সময়ে কেয়া আপার সাথে সখ্যতাও হয়েগেলো।
মেয়েদের সখ্যতাগুলো আমি বুঝিনা। বয়সের ভেদাভেদ বোধ হয় কাজ করেনা। তা ছাড়া সিলভীর সম বয়েসী মেয়েও আমাদের এলাকায় খুব একটা ছিলো না। কাছাকাছি বয়সের মেয়ে বোধ হয়, কেয়া আপাই ছিলো। কলেজ ছুটির পর, বিকাল বেলায় আমি যখন খেলার মাঠে যেতাম, সিলভী তখন আমাদের বাড়িতেই ছুটে আসতো কেয়া আপার সাথে সময় কাটাতে। দুজনকে এক সংগে উঠানে কিংবা, বাড়ীর সামনের রাস্তায় প্রায়ই হাঁটতে দেখতাম। তারা কি ধরনের আলাপ নিয়ে ব্যস্ত থাকে, তা জানার কোন আগ্রহ কখনোই ছিলো না আমার। তবে, কদাচিৎই সিলভীর দিকে আঁড় চোখে তাঁকাতাম। যদিও তখনো ক্লাশের মেয়েদের বুকের দিকে তাঁকাতাম না, তারপরও অনুমান করতাম, সিলভীর বক্ষ আমাদের ক্লাশে সবচাইতে সুউন্নত।
কেয়া আপা অবসর সময়ে সেলাইয়ের কাজ করতো। এমন কি তার নিজ পরনের পোষাকগুলো নিজেই সেলাই করতো। তার পরনের চমৎকার ডিজাইনের পোষাকগুলো দেখেই বোধ হয়, এলাকার মেয়েরা কিংবা মহিলারা তাকে অনুরোধ করতো, তাদের জন্যেও তেমনি কিছু পোষাক বানিয়ে দিতে। এতে করে কেয়া আপারও বাড়তি কিছু হাত খরচ হাতে আসতো।
আমাদের বাড়ীতে সিলভীর যাতায়াতটা সেভাবেই শুরু হয়েছিলো। প্রথমটাই হয়তো তার মায়ের সাথেই এসেছিলো, মায়ের ব্লাউজ বানানোর কাজে। পরবর্তীতে একাও বেশ কয়েকবার এসেছিলো। সেই সুবাদেই কেয়া আপার সাথে সিলভীর সখ্যতাটা গড়ে উঠেছিলো।
সেদিন ছুটির দিনই ছিলো। পাশের এলাকার ক্রিকেট টীমের সাথে ফ্রেন্ডলী ম্যাচ ছিলো। তাই ক্রিকেট খেলার জন্যেই আমার সাদা শার্ট আর প্যান্টটা পরে নিয়ে, মাঠে যাবারই উদ্যোগ করছিলাম। ঘর থেকে বেড়োতেই কেয়া আপার ঘরে কথা বলার শব্দ শুনলাম। আমি কৌতুহলী হয়েই কান পাতলাম কেয়া আপার ঘরে। অতি পরিচিত একটি গলা। মনে হলো সিলভীর গলা। যদিও কেয়া আপার সাথে আমার এক ধরনের ভালোবাসা গড়ে উঠেছে, সিলভীর প্রতিও আমার একটা সুপ্ত মনের ভালোবাসা গড়ে উঠেছে বেশ কিছুদিন ধরেই। অন্য ভাবে বললে, ইদানীং আমি সিলভীকে ভালোবাসতেই শুরু করেছি। কেনোনা, তার বব কাটা চুল, কালো নিষ্পাপ চোখ, সরু নাক, সরু সংবেদনশীল চৌকু ঠোট সহ চমৎকার মুখটির মাঝে, কোনার দিকে একটি গেঁজো দাঁত সহ ঝকঝকে সাদা দাঁতগুলো আমাকে প্রচন্ড আকর্ষন করে। অথচ, মনের এই ভালোবাসার কথাটাই শুধু জানানো হয়নি। হয়তোবা, তেরো চৌদ্দ বছরের এই মাঝামাঝি একটা বয়স ঘটিত লজ্জার কারনে। অথবা, নিজ বাড়ীতে থাকা কেয়া আপার প্রতিও আলাদা একটা টান থাকার কারনে। টিন এইজের ভালোবাসাগুলো এমনই হয়ে থাকে নাকি?
সেদিন মাঠে যাবার সময়, আমি আমার মতো করেই মাঠে যাবার আগে কেয়া আপাকে বলে যেতে চাইছিলাম। ঠিক তখনই ভেতর থেকে শুনতে পেলাম, কেয়া আপা বলছে, তুমি ব্রা পরো না?
লুকিয়ে লুকিয়ে কারো ঘরে, কে কি করছে দেখার মতো ছেলে আমি কখনোই ছিলাম না। তবে, ক্লাশে অনেক ছেলেদের মুখেই এই শব্দটা শুনেছি, ব্রা। মেয়েরা নাকি জামার ভেতরে পরে। কেনো যেনো খানিকটা কৌতুহলী হয়েই দরজার ফাঁকে চোখ রাখলাম। দেখলাম, কেয়া আপার বানানো নুতন জামাটাই বদলে পরার উদ্যোগ করছে সিলভী। তার পরনে তখন হাত কাটা গেন্জির মতোই একটা পোষাক।
সিলভী আমারই সমবয়েসী। তেরো চৌদ্দ এরই মাঝামাঝি হবে। আমি লক্ষ্য করলাম, পেয়ারার মতোই দুটো উঁচু জিনিষ সেই গেন্জিটার ভেতর থেকে উঁকি দিয়ে রয়েছে। কেনো যেনো আমার দেহটা এক ধরনের উষ্ণতাই অনুভব করলো। আমি আমার কৌতুহলকে সামলে রাখতে পারলাম না। আরও খানিকটাক্ষন দেখতে ইচ্ছে করলো সিলভীকে, এই দরজার ফাঁকে। আমি দেখলাম, কেয়া আপার প্রশ্নে সিলভী খানিকটা লজ্জাই অনুভব করছে। তার লজ্জা দেখে কেয়া আপা নিজ থেকেই বললো, আমিও ব্রা পরিনা। একা একা দোকানে গিয়ে ব্রা কিনতে খুবই লজ্জা করে। কিন্তু, ব্রা না পরলে বুকের সেইপ নষ্ট হয়ে যায়।
সিলভী নুতন জামাটা গায়ে পরে নিয়ে বললো, আমাকে ব্রা কিনে দেবে কে? আমার তো সৎমা। সৎমাকে এসব কিনে দেবার কথা বলতে ইচ্ছে করেনা।
কেয়া আপা সিলভীর পরনের নুতন জামাটা পয্যবেক্ষন করে বললো, হুম চমৎকার ফিটিং হয়েছে! বেশ মানিয়েছে তোমাকে!
তারপর, সিলভীর বুকের ঠিক নীচের দিকটায় জামাটার কুচিতে হাত দিয়ে বললো, এই কুচিটা আরেকটু টাইট হলেই ভালো হতো। আমার ধারনা ছিলো তুমি ব্রা পরো। তাই ইচ্ছে করেই কুচিটা, খানিকটা ঢিলে করেছিলাম। তবে, ভেতরে ব্রা পরলে, দরকার হবে না।
সিলভী কিছুই বললো না।
কেয়া আপা খানিকটা থেমে বললো, আমার সাথে দোকানে যাবে? একসংগে দুজনে গেলে, ব্রা কিনতে আমারও লজ্জা করবে না।
আমার হঠাৎই মনে হলো, আমার তো ক্রিকেট খেলতে যাবার কথা! আমি এখানে এসব কি দেখছি? আমি বসার ঘর থেকে বাইরে যাবার দরজাটার কাছাকাছি গিয়েই উঁচু গলায় বললাম, কেয়া আপা, আমি মাঠে গেলাম।
কেয়া আপাও ভেতর থেকেই বললো, ঠিক আছে।
এ ধরনের ক্রিকেট ম্যাচ খেলায় আমি সাধারনত ব্যাটিং করি। সেদিন ক্যাচিং এই খেলতে হলো। ক্যাচিং আমি ভালো পারিনা। তারপরও, আপ্রান চেষ্টা করলাম খেলতে। দুপুরের পর আবারো খেলতে গিয়ে, প্রচন্ড গতিতে ছুটে আসা একটা বল ক্যাচ করতে গিয়ে, হাতের আঙুলগুলোই ভেঙে ফেললাম। তারপরও খেলাটা চালিয়ে যাবারই চেষ্টা করলাম। কয়েকটা বল মিস হতেই, দলনেতা আমাকে খেলা থেকে বাদই দিয়ে দিলো। আমার মনটাই খারাপ হয়ে গেলো। নিজে খেলতে না পারায়, অন্যদের খেলাও দেখতে ইচ্ছে করলো না। আমি বাড়ী ফিরে এলাম সাথে সাথেই।
বাড়িতে ঢুকেই কেয়া আপার ঘর থেকে খিল খিল হাসির গলা শুনতে পেলাম। হাসিটা সেই সিলভীরই। আমি পা টিপে টিপে, কেয়া আপার ঘরের দরজার কাছাকাছি গিয়ে, আবারও কৌতুহলী হয়ে দরজার কব্জায় চোখ রাখলাম। আমি দেখলাম, কেয়া আপা আর সিলভী বিছানার উপর বসে আছে মুখোমুখি। তবে, সিলভী দরজার দিক মুখ করেই বসে আছে। তাদের কথাবার্তা আমি কান পেতে শুনার চেষ্টা করলাম। তবে খুব একটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। কেনোনা, দুজনেই খুব নীচু গলাতেই কথা বলছিলো। দু একটা কথা যা শুনলাম, তাতে করে ব্রেসিয়ার, সেক্সী, এসব শব্দও কানে এলো। এতে করে আমার কৌতুহলটা আরো বেড়ে গেলো।
আমি লক্ষ্য করলাম, বিছানার উপর দুটো পলিথিনের শপিং ব্যাগও ছড়িয়ে পরে আছে। আর সেই ব্যাগের উপরে বড় অক্ষরে, আমাদের এলাকার একটি নামকরা বিপনি বিতানের মহিলা সামগ্রী দোকানেরই নাম লেখা। তবে কি, কেয়া আপা আর সিলভী শপিং থেকেই ফিরে এসেছে নাকি?
আমি বিপনি বিতানের সেই দোকানটা চিনি। কাচের গ্লাসের ওপাশে, পুরোপুরি মেয়েদের প্রতিকৃতি বানিয়ে, সেসব প্রতিকৃতিতে মেয়েদের বিভিন্ন রকমের পোষাকও পরানো থাকে সেই দোকানটিতে। আমি দেখলাম দুটো পলিথিনের ব্যাগের ভেতরই, কাগজের প্যাকেটের মতোই কি যেনো আছে। কেয়া আপা আর সিলভী দুজনেই এক ধরনের রোমাঞ্চে ভরা মন নিয়ে, কাগজের প্যাকেট গুলো বেড় করে নিলো পলিথিনের ব্যাগটা থেকে। তারপর প্যাকেটগুলো খুললো খুব মোলায়েম ভাবেই। কাগজের প্যাকেট থেকে দুজনেই যা বেড় করে নিলো, তাতে খুবই অবাক হলাম। খুব ছোট আকৃতিরই কাপরের কিছু পোষাকের মতোই। যাকে বোধ হয় ব্রা কিংবা ব্রেসিয়ার বলে সবাই।
কেয়া আপার হাতে যে ব্রাটা দেখলাম, তার রং কালো। আর সিলভীর হাতের ব্রাটি রং বেরং এর প্রিন্ট করা কাপরের। সিলভী তার পরনের জামাটার উপরই হাতের ব্রাটা ডাসা ডাসা দু টো স্তনের উপর কাপিং করে ধরে বললো, সৎমা দেখলে আমাকে খুনই করে ফেলবে!
কেয়া আপা বললো, তখনের টা তখন দেখা যাবে! আগে একবার পরেই দেখো না, পরে কেমন লাগে?
সিলভী চোখ কপালে তুলে বললো, এখন?
কেয়া আপা বললো, অবশ্যই এখন! তা না হলে, এই ব্রাটা পরলে তোমাকে কেমন দেখায় বুঝবো কেমন করে? দোকানের ট্রায়াল রুমেও বলেছিলাম একবার দেখাতে, তাও দেখালে না।
সিলভী তার পরনের জামাটা খোলতে খোলতে বললো, আমাদের বাড়ীর বিশাল ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়িয়ে পরলে ভালো হতো না?
কেয়া আপা বললো, এই মুহুর্তে ধরে নাও আমিই তোমার ড্রেসিং আয়না। আমি তো আর মিথ্যে বলবো না! এই ব্রাতে যদি সত্যিই তোমাকে খারাপ দেখায়, তাহলে সরাসরিই বলবো। হলো তো?
দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে আমিও বললাম, আরো একটি আয়না এখানেও আছে। এই আয়নাটিই বিচার করবে, তোমাকে কেমন লাগছে। তাড়াতাড়ি ব্রাটা পরো আগে!
সিলভী তার পরনের কামিজটা পুরুপুরিই খোলে বিছানার উপর রাখলো। তার উর্ধ্বাংগে তখন সাদা রং এর গেন্জির মতোই একটা পোষাক। আর সেই গেন্জি ঢাকা বুকটা দেখে মনে হলো পাশাপাশি ছোট দুটো তাবুই বুঝি খাটানো রয়েছে সেই বুকটার উপর। আমার শিশ্নটা হঠাৎই কি যেনো পেতে চাইলো। আমি আমার শিশ্নটাকে একবার হাত দিয়ে চেপে ধরে বললাম, এখন থাম, আগে আরো দেখতে দে।
সিলভী তার পরনের গেন্জি জাতীয় পোষাকটাও খোলে ফেললো। প্রকাশিত হলো, চমৎকার সুউন্নত কচি দুটো স্তন। তবে, কেয়া আপার সামনে কেমন যেনো খানিকটা লজ্জা বোধই করছে। সে খুব লাজুকতা চেহারা করেই নিজের হাত দিয়েই একবার বুকটা ঢাকার চেষ্টা করলো। কেয়া আপা হাসিতেই বললো, আমার সামনে লজ্জাও নেই, ভয়ও নেই। আমি লেসবিয়ান নই।
লেসবিয়ান কথাটা কোথায় যেনো শুনেছিলাম। কি অর্থ কে জানে? থাক, এখন অর্থ জেনে লাভ নেই। এখন সব অর্থ ঐ সিলভীর বুকে। অথচ, সিলভী ব্রাটা হাতে নিয়ে খুবই সংকোচ করছিলো পরতে গিয়ে। হঠাৎ কেয়া আপার কি মনে হলো কে জানে? কেয়া আপা বললো, ঠিক আছে, তোমার যদি ব্রা পরতে এতই লজ্জা লাগে, তাহলে আমিও তোমার সামনেই আমারটা পরছি!
এই বলে কেয়া আপাও তার পরনের কামিজটা খোলে ফেলে, দরজার দিকে ঘুরে সিলভীর পাশাপাশিই বসলো। কেয়া আপা সেমিজ জাতীয় কোন পোষাক পরতো না বলে, দুজনের বক্ষই তখন নগ্ন। এবং দুজনেই এই দরজাটার দিকেই মুখ করা। আমি খানিকক্ষনের মাঝেই কেয়া আপা আর সিলভীর বক্ষের তুলনামুলক একটা বিচার করে ফেললাম। এতদিন আমার ধারনা ছিলো, সব মেয়েদের বক্ষই বুঝি এক রকম। অথচ, দেখলাম কেয়া আপা আর সিলভীর বক্ষের আকৃতি, গড়ন, বৃন্ত প্রদেশের রংও ভিন্ন। এর চাইতে বেশী পার্থক্য তাৎক্ষনিকভাবে বুঝতে পারলাম না। তবে, কেয়া আপার বক্ষ সিলভীর বক্ষের চাইতেও অধিকতর ভরাট এবং বড়ো।
কেয়া আপা বসে বসেই তার পরনের পাজামাটাও খোলে ফেললো। এতে করে সিলভী খানিকটা বিব্রত হয়ে পরলো। আমি দেখলাম, কেয়া আপার পেটটা খুবই সমতল। সেই অনুপাতে তার পাছা প্রশস্ত, আর রান দুটো মাংসে পরিপূর্ন! আর ঠিক দু রানের মাঝেই এক গুচ্ছ কালো কেশ তার নিম্নাংগে। অনেকটা কচি ঘাসের মতোই। খুবই ঘণ, তবে কিঞ্চিত বক্র। আর সেই এক গুচ্ছ কেশের আড়ালে কি থাকতে পারে আমার জানা থাকার কথা না।
মেয়েদের নিম্নাংগ কেমন হতে পারে, সত্যিই আমার ধারনার বাইরে ছিলো। অথবা, তেমন একটা বয়সে আকর্ষণও ছিলোনা। কেয়া আপার নিম্নাংগটা দেখে মনে হলো, পৃথিবীর অনেক অনেক সুন্দরের একাংশ বুঝি কেয়া আপার নিম্নাংগেও আছে!
কেয়া আপা খানিকটা ক্ষন সিলভীর দিকে তাঁকিয়ে থেকে বললো, ঠিক আছে, এবার তোমার পালা। পাজামাটা খোলে ফেলো।
সিলভীও অনেকটা সহজ হয়ে পরলো। সে বিছানার উপর দাঁড়িয়ে পরনের পাজামাটা খোলতেই দেখলাম, সিলভীর পেটটাও খুব সমতল। তার রান দুটোও মাংসল, পাছাটাও প্রশস্ত। তবে কেয়া আপার মতো তার নিম্নাংগে কোন কালো কেশ এর লক্ষন দেখতে পেলাম না। কেয়া আপা সিলভীর নিম্নাংগের দিকে তাঁকিয়ে সাথে সাথেই বললো, তুমি কি সেইভ করো?
সিলভী বললো, নাহ সব সময় করিনা। ঐদিন বেশ চুলকাচ্ছিলো, তাই কামিয়ে ফেলেছিলাম।
সিলভী পুনরায় বিছানার উপর আসন করে বসতেই, কেয়া আপা সিলভীর বক্ষে তার হাতের তালু দিয়ে কাপিং করে খানিকটা উপরের দিকে ঠেলে ধরে বললো, তোমার বক্ষ সত্যিই খুব চমৎকার!
সিলভী বললো, তোমার বক্ষও কি কম চমৎকার? তুমি সব সময় ঢোলা পোষাক পরো বলে কতটা বড় ভালো বুঝা যায় না। এখন যা দেখছি, তাতে করে তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিনা।
কেয়া আপা আর কথা বাড়ালো না। সে তার সদ্য কিনে আনা ব্রা সেটটা হাতে নিয়ে, প্রথমে কালো লেইসের প্যান্টিটা পরে নিলো। অতঃপর কালো ব্রা এর খোপ দুটো, দু স্তনের উপর চেপে ধরে, পিঠের দিকে দু হাত নিয়ে, ব্রা এর ফিতে প্রান্ত দুটো টানতে টানতে বললো, ব্রা পরা তো দেখি একটা ঝামেলারই ব্যাপার! হুক লাগায় কেমনে?
সিলভী কেয়া আপাকে তার ব্রা এর হুকটা লাগিয়ে সাহায্য করে, ব্রা এর খোপের ভেতর তার স্তন দুটিকে দুপাশ থেকে হাতের আঙুলী দিয়ে টেনে টেনে, গুছিয়ে ঢুকিয়ে দিলো। তারপর বললো, কালো ব্রা এ তোমাকে চমৎকার মানায়! আমারও উচিৎ ছিলো কালো রং এর ব্রা কেনা!
কেয়া আপা বললো, তোমাকে এই প্রিন্টের ব্রাতেই ভালো মানানোর কথা!
এবার সিলভী প্রথমেই তার প্রিন্টের ব্রাটা বুকে জড়িয়ে নিলো। কেয়া আপাও তাকে সাহায্য করলো হুকটা লাগাতে। তারপর, ম্যাচ করা প্যান্টিটা পরে নিয়ে ঘুরে ফিরে দেখতে থাকলো নিজ দেহটা। হুম, সিলভীর পাছাটা কেয়া আপার চাইতে তুলনামুলকভাবে খানিকটা ভারী। লম্বায় সে কেয়া আপার চাইতে খানিকটা খাট বলেই কিনা জানিনা, প্রশস্তের দিক দিয়ে খানিকটা বাড়ছে বলেই মনে হলো। আর তাই, সে যে প্রিন্টের প্যান্টিটা পরেছে, সেটা তার পরনে খানিকটা ছোট লাগছে বলেই মনে হলো। সিলভী নিজে নিজেই বিড় বিড় করে বললো, প্যান্টিটা বোধ হয় একটু ছোটই হয়েছে বলে মনে হচ্ছে!
কেয়া আপা পয্যবেক্ষকের মতোই সিলভীর পাছাটা কয়েকবার নিরীক্ষন করে বললো, হুম, তোমার পাছায় মাংস বেড়েছে, এই যা!
সিলভী বললো, তোমাদের বাসায় কি সত্যিই কোন আয়না নেই? আমি তো বুঝতে পারছিনা, আমাকে দেখতে কেমন লাগছে?
দরজার আড়াল থেকে, আমি মনে মনে বললাম, আয়না লাগবে না, আমি তো দেখছি! খুবই চমৎকার লাগছে তোমাকে! এমন চমৎকার মেয়ে, চমৎকার পোষাকে আমি এই জীবনে কখনো দেখতে পাবো কি না কে জানে?
কেয়া আপা এক ধরনের চিন্তিত চেহারা করেই বললো, সিলভী, তোমাকে এই ব্রাতে চমৎকার মানিয়েছে। একেবারে, খাপে খাপ। কিন্তু?
সিলভী চোখ কপালে তুলে বললো, কিন্তু?
কেয়া আপা ব্রা এর খোপে ঢুকানো সিলভীর স্তন দুটোকে তার দু হাতের তালুতে খানিকটা উপরের দিকে চেপে উঠালো। তারপর বললো, বয়সের তুলনায় তোমার বক্ষ আসলেই খানিকটা বড়! আর তুমি যখন টাইট পোষাক পরো, তখন তোমার বক্ষগুলোকেও খুব আকর্ষনীয় মনে হয়! এই ব্রা পরে যখন জামা পরবে তখন সেই আকর্ষনটা কমে যাবে।
সিলভী চোখ কপালে তুলেই বললো, তাহলে?
কেয়া আপা বললো, আমি সেই কথাটাই ভাবছি। এই ব্রা গুলো দেখে মনে হচ্ছে, অনেকগুলো কারসাজিও লুকিয়ে আছে!
এই বলে কেয়া আপা, সিলভীর ঘাড়ের দিকে স্ট্রাইপে সংয়ুক্ত ক্লিপ এর মতো জিনিষগুলো খানিকটা ঢিলে করে দিলো। আমি সাথে সাথেই লক্ষ্য করলাম, ব্রা আবৃত সিলভীর বক্ষ যুগল একটু আগে যেমনটি লেগেছিলো, তার চাইতে আয়তনটা অনেক বড়োই লাগতে থাকলো। সেই সাথে বক্ষ দুটোর খাড়া খাড়া ভাব থেকে, খানিকটা ঝুলন্ত ভাবই ফুটে উঠলো।
সিলভী আর্তনাদ করেই বললো, এতে করে ব্রা পরে লাভ কি? ব্রেষ্ট তো ঝুলে পরবে!
কেয়া আপা বললো, আমার মনে হয়, ব্রেষ্টকে খানিকটা ঝুলতে দেয়াই ভালো। এতে করে ব্রষ্টের সৌন্দয্য, বাড়ে বই কমে না!
সিলভী বললো, কি জানি? তুমি যখন বলছো, ঠিক আছে! মানলাম!
কেয়া আপা এবার সিলভীর পিঠ জুরে ব্রা এর যে ফিতেটা আছে, সেটার হুকটাও একবার খোলে, আরও একটু টাইট করেই হুকটা লাগালো। সিলভী কঁকিয়ে বললো, এত টাইট করে হুক বাঁধছো কেনো? ব্যথা লাগছে তো?
কেয়া আপা বললো, বক্ষের সৌন্দয্য বাড়াতে হলে, এতটুকু কষ্ট স্বীকার না করলে কি চলে? প্রিতীশ বাবুর বউকে দেখো নি? মাংসপেশী গুলো ব্রা এর এই স্ট্রাইপ টাইট করে বাঁধার কারনে, ব্লাউজের উপর থেকেও কি চমৎকার চোখে পরে! আমার এখন মনে হচ্ছে, ব্রা শুধু মেয়েদের বক্ষকে সুঠাম রাখার জন্যেই নয়, মেয়েদেরকে আরো বেশী সেক্সী করে তোলার জন্যেই!
আমিও দেখলাম, কেয়া আপার এই ব্রা পরানোর কৌশলটিতে, সিলভীর বক্ষ যুগল অদ্ভুত ধরনেরই চমৎকার লাগছে। এতে করে অধিকতর বড়ও লাগছে!
সিলভী বললো, কেয়া, তুমি লেখাপড়া করোনি, অথচ এত কিছু জানো কি করে?
কেয়া আপা বললো, হুম সেটা তো ভাগ্যের খেলা। গরীবের ঘরে জন্ম নিয়েছি! কি আর করা!
সিলভী বললো, সত্যিই কেয়া, তোমাকে যতই দেখি ততই অবাক হই। লেখাপড়া করলে অনেক ভালো করতে তুমি জীবনে।
দরজার কব্জার ফাঁক দিয়ে দেখলাম, এবার ব্রা আর প্যান্টি পরা দুজন, উভয়ে উভয়কে পয্যবেক্ষন করেই দেখছে। সেই পয্যবেক্ষনের ফাঁকেই সিলভীর চোখ পরলো দরজার কব্জায়! সিলভী হঠাৎই কেয়া আপাকে ফিস ফিস করে বললো, দরজার ওপাশে কে যেনো আমাদেরকে চুপি চুপি দেখছে!
কেয়া আপা বললো, ধ্যাৎ, কে থাকবে? অনি গেছে ক্রিকেট খেলতে। সন্ধ্যার আগে ফিরার কথা না! তা ছাড়া এই বাড়ীতে এমন কারো আসার কথাও না। তোমার মনের ভুল!
সিলভী বললো, না, আমি স্পষ্ট দেখেছি!
আমার কলজেটা তখন শুকিয়ে উঠলো ভয়ে। পায়ের পাতার অগ্রভাগের উপর ভর করে ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকলাম। তারপর, লাফিয়ে লাফিয়ে বসার ঘরটা পেরিয়ে বাইরে বেড়োনোর দরজাটা পয্যন্ত এগুলাম। তারপর এক দৌড়ে বাড়ী থেকে বেড়িয়ে গেলাম, কোন রকম পেছনে না তাঁকিয়ে। এক নিঃশ্বাসেই ছুটে গেলাম খেলার মাঠে। পথে আমার এই দৌড় দেখে প্রতিবেশীদের কে কি ভেবেছিলো জানিনা। তবে, আমি কোন ধার ধারিনাই।
আমি বাড়ী এলাম সন্ধ্যায়। বাড়ী ফিরতেই কেয়া আপা খুব সন্দেহজনক চোখেই আমার দিকে তাঁকালো কয়েকবার। আমি কোন পাত্তা দিলাম না। ক্লান্তির একটা ভাব দেখিয়ে বললাম, খুব ক্ষুধা পেয়েছে! খাবার কিছু আছে?
এতে করে কেয়া আপার সন্দেহটা দুর হলো কিনা বুঝতে পারলাম না।