30-07-2019, 09:46 PM
(26-07-2019, 11:13 AM)Anan Wrote: আমার মনে হচ্ছে এখানে প্রায় ৬ - ৭ টা সম্পর্ক একসাথে একই গল্পে বেঁধেছেন। এটা লেখকের ওস্তাদি, কিন্তু আমরা যে বোকা পাঠক... আমার খুবই অসুবিধা হচ্ছে এতগুলা চরিত্র এক সাথে মাথায় খেলানো। কোন সময় কল্পনায় সজীব দেখছে আর কোন সময় লেখন নিজেই বর্ণনা করছেন এটাও বুঝতে আমার একটু কষ্ট হচ্ছে। (বেশি না - একটু কষ্ট)...
পাঠকের পড়তে কষ্ট মানে লেখকের ঘাটতি। তবে আমি আমার বিরুদ্ধে এমন অভিযোগ আগে পাই নি। চরিত্রগুলো এমনভাবে আনি যাতে সেগুলো পাঠকদের মনে থাকে। তবে স্বীকার করছি শিলা চরিত্র নিয়ে প্রথমে যেরকম পরিকল্পনা ছিলো সে থেকে আমি সরে এসেছি। তাই ওখানে কিছু মিস হতে পারে। বাকি কোথাও তেমন কিছু এনেছি বলে মনে করতে পারছিনা। আরেকটা বিষয় হতে পারে আপডেট দেরীতে দিচ্ছি বলে পাঠক হয়তো চরিত্র ভুলে যাচ্ছে।
শিশু বলৎকারের মূল কারণ আমি আপনি আমরা। আসুন প্রতিরোধ করি।