30-07-2019, 11:14 AM
(29-07-2019, 09:04 PM)rajuhd4488 Wrote: গল্পটি সম্ভবত পাঠকদের ভালো লাগছে না। কারো কাছ থেকে কোন উৎসাহ পাচ্ছি না। আর উৎসাহ না পেলে লিখতেও ইচ্ছে করে না। যে গল্প পাঠকদের হৃদয়ে দাগ কাটতে না পারে তা লিখে কি লাভ? যদি কখনও নিষিদ্ধ বচন বা দাবার চালের মতো গল্প লিখতে পারি তখন আবার আসবো।
কমেন্ট কিন্তু দাদা খারাপ পরেনি আপনার গল্পে । সুধু সুধু অভিমান করবেন না । সবে তো শুরু প্রথম লেখায় যদি সেলেব্রেটী হয়ে যেতে চান , তবে সেটা কি একটু বেসে চাওয়া হয় যায় না ? কিছু মনে করবেন না আপনাকে হোয় করার জন্য লিখিনি । আর আমি নিজেও এক অধম পাঠক । এক কলম লেখার যোগ্যতা নেই আমার , তাই আপনারা যারা লিখতে জানেন তাদের কিছু বলা আমার মতো নগণ্য এক পাঠক এর ধৃষ্টতা ছাড়া কিছু নয় । তবুও বললাম নিজ গুনে ক্ষমা করবেন । আর লিখটা চালিয়ে যান । সম্ভব হলে ছোট ছোট করে না দিয়ে বড় করে আপডেট দিন ।
বাধা আসবে থাকবে প্রতিকূলতা , কিন্তু কঠিন পরিশ্রম এর মাধ্যমে নিজেকে আর ক্ষুরধার করে সেই সব বাধা ছিন্ন করে যারা এগিয়ে যায় তারাই জীবনে বড় হতে পারে । সেটা চটি লেখক ই হোক আর একজন বিজ্ঞানী ই হোক । রাতারাতি বড় হতে কয় জন পারে ।