ভূমিকা:
এই গল্পটা সেই অর্থে তথাকথিত যৌন উত্তেজক গল্প নয়। একটা দুষ্টু মিষ্টি প্রেম কাহিনী। যাতে গল্পের প্রয়োজনে কিছুটা যৌনতা আছে। কিন্তু সেটা নামমাত্র এবং মার্জিত। মাত্রাতিরিক্ত নয়। একটু ভিন্ন স্বাদের গল্প পরিবেশনার সদুদ্দেশ্যে এই কাহিনীর উপস্থাপন। যারা হার্ডকোর ইরোটিক গল্প পড়তে ভালোবাসেন তাদের হয়তো এই কাহিনী ভালো লাগবেনা। তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
হয়তো তোমারই জন্য – ১
গত কয়েকদিন ধরে অস্বস্তিকর গরমের পর আজ বিকেলে এক পশলা বৃষ্টি হয়েছে। এখন মেঘ কেটে গিয়ে আকাশটা অনেক পরিষ্কার। ফুরফুরে হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে। সন্ধ্যে এখনো নামেনি। সূয্যি মামা অস্ত গেছেন কিন্তু তাঁর সোনালী আভা এখনো ছড়িয়ে রয়েছে দিক থেকে দিগন্তে।
গোধূলি লগ্নের শেষ বিকেলে ছাদের আলসেতে বসে এম পি থ্রি প্লেয়ারে গান শুনছিল দিয়া। বাতাসের সোঁদা ঘ্রান তখনো মুছে যায়নি। বৃষ্টি স্নাত রাস্তাঘাট, গাছপালা সোনালী আলো মেখে এক মায়াবী রূপ ধারণ করেছে। হেডফোনের স্পিকারে গমগম করছে শ্রীকান্ত আচার্য্যর ভরাট গলা –
“আমার সারাটা দিন, মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম।
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম”।
এই গল্পটা সেই অর্থে তথাকথিত যৌন উত্তেজক গল্প নয়। একটা দুষ্টু মিষ্টি প্রেম কাহিনী। যাতে গল্পের প্রয়োজনে কিছুটা যৌনতা আছে। কিন্তু সেটা নামমাত্র এবং মার্জিত। মাত্রাতিরিক্ত নয়। একটু ভিন্ন স্বাদের গল্প পরিবেশনার সদুদ্দেশ্যে এই কাহিনীর উপস্থাপন। যারা হার্ডকোর ইরোটিক গল্প পড়তে ভালোবাসেন তাদের হয়তো এই কাহিনী ভালো লাগবেনা। তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
হয়তো তোমারই জন্য – ১
গত কয়েকদিন ধরে অস্বস্তিকর গরমের পর আজ বিকেলে এক পশলা বৃষ্টি হয়েছে। এখন মেঘ কেটে গিয়ে আকাশটা অনেক পরিষ্কার। ফুরফুরে হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে। সন্ধ্যে এখনো নামেনি। সূয্যি মামা অস্ত গেছেন কিন্তু তাঁর সোনালী আভা এখনো ছড়িয়ে রয়েছে দিক থেকে দিগন্তে।
গোধূলি লগ্নের শেষ বিকেলে ছাদের আলসেতে বসে এম পি থ্রি প্লেয়ারে গান শুনছিল দিয়া। বাতাসের সোঁদা ঘ্রান তখনো মুছে যায়নি। বৃষ্টি স্নাত রাস্তাঘাট, গাছপালা সোনালী আলো মেখে এক মায়াবী রূপ ধারণ করেছে। হেডফোনের স্পিকারে গমগম করছে শ্রীকান্ত আচার্য্যর ভরাট গলা –
“আমার সারাটা দিন, মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম।
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম”।