27-07-2019, 03:58 PM
(This post was last modified: 08-04-2022, 06:43 PM by Baban. Edited 2 times in total. Edited 2 times in total.
Edit Reason: Bangla te re post korlam
)
এই কাহিনি এক জমিদার বাড়ির. জমিদার বাড়ির ভিতরের মানুষদের গুপ্ত লালসার আর সুখের.জমিদার বাবু নেই তার এক ছেলে কোমল বাবু প্রায় ব্যবসার কাজে বাইরে থাকেন, বৌ কে আর সন্তান কে সেই ভাবে সময় দিতে পারেন না. নতুন জমিদার গিন্নি মধুরিমা অসাধারণ সুন্দরী. যেমন রূপ তেমন শরীর.শাশুড়ি এমনই সুন্দর বৌমা এনেছিলেন. বৌমাও শাশুড়ির খুব সেবা করে. স্বামী শাশুড়ি আর ৬ বছরের ফুটফুটে ছেলে সায়ান (ডাক নাম বুবাই) নিয়ে মধুর সংসগসর কিন্তু কে জানত এই সংসার একদিন লালসার শিকার হবে. লালসা যা সব কিছু ওলট পালট করে দেবে.
একদিন বাড়িতে বিন্দু নামে এক মাঝ বয়সী মহিলা এক কাজের লোকের বদলে কাজ করতে এলো. তাকে দেখতেও ভালো নয়. বাকি কাজের মাসিরা মধু কে বলেও ছিল: বৌদিমনি নতুন কাজের লোকটা ভালো নয় কোন ক্ষতি না করে যেন।মধু ওসব কথায় কান দিতে না. নিচে গোয়াল ঘরের পাশেই পুরোনো কাজের ঝি তার ঘরেই ও থাকতো.বিন্দু কে মধুও খুব একটা পছন্দ করত না. কেমন যেন দেখতে. বুবাই নিচে খেলতে এলে বিন্দু ওর গাল টিপতো আর বড় বড় চোখ করে দেখতো. মধুর মোটেও ভালো লাগতো না ওকে. এই জমিদার বাড়ির একটা কাহিনী ছিল. এই বাড়িতে নাকি অনেক গয়না আছে যার ঠিকানা নাকি শুধু জমিদার বৌ মানে মধুর শাশুড়ি জানে. সে বয়স হবার জন্য নিচের তোলাতেই থাকতো. বিন্দু মাঝে মাঝে তার দেখা শুনা করতে. তার লোভী দৃষ্টি শাশুড়ির চোখেও পড়েছিলো. বৌমাকে বলেও ছিলো সামলে থাকতে.কিন্তু শেষ অব্দি কি সামলানো গেছিল?