05-01-2019, 02:08 PM
(04-01-2019, 04:56 PM)bourses Wrote: ৩০।।
... একি! আমার হাত কই... আমি তো সামনের লোকটাকে পুরোটাই দেখতে পাচ্ছি... তার দেহের কোন অংশই তো আমার হাতের আড়ালে চলে যায় নি! তবে!... তাড়াতাড়ি লোকটার কাঁধ থেকে হাতটাকে তুলে নিজের সামনে মেলে ধরলাম... না! নেই তো! কিচ্ছু নেই! সব ফাঁকা! সব... সব ফাঁকা... একেবারে স্বচ্ছ... হাতটার মধ্যে দিয়ে আরপার সব কিছু দেখা যাচ্ছে... কেমন শিউরে উঠলাম একটা অচেনা ভয়ে... ভয় জিনিসটা কোনদিনই আমার মধ্যে ছিল না... কিন্তু সেদিন ভয় কি, তা আমি মর্মে মর্মে উপলব্ধি করলাম যেন... থরথর করে আমার সারা শরীরটা কাঁপছিল... একি দেখছি আমি?... না, না... দেখছি না, দেখছি না... আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না... সব একেবারে ট্রান্সপারেন্ট... স্বচ্ছ... যত দেখছিলাম, তত যেন আরো ভয় চেপে ধরছিল আমাকে... এ আমার কি হলো? অনেক ইতস্তত করে ধীরে ধীরে মুখ নামিয়ে নিজের শরীরটার দিকে তাকালাম আমি... আঁৎকে উঠলাম... আমি নেই!... আমি আছি অথচ আমি নেই...
আপডেটের এই অংশটা পড়বে সত্যি কথা বলতে গেলে আমিও একবারে আঁতকে উঠেছিলাম... এতক্ষণ ধরে আমি ভাবছিলাম যে অর্ণব একটা ভূত কিন্তু গল্পের এই অংশটা পড়ে সত্যি কথা বলতে গেলে আমি আপনার একেবারে বিগ ফ্যান হয়ে গেছি... চালিয়ে যান... আমি সঙ্গে আছি...
Hats off!
*Stories-Index* New Story: উওমণ্ডলীর লৌন্ডিয়া