26-07-2019, 12:56 AM
আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ আমাকে এতটা দিন ধরে সজ্জ্হ করার জন্য। ক্সসিপি তে এই লেখাটা পরে খুব ভালো লেগেছিলো তাই সেভ করে রেখেছিলাম, অনেকে এই লেখাটার জন্য অনুরোধ করেছিল বলে আমি আমার কাছে যতটা ছিল ততটাই আপলোড করে দিলাম কিন্তু এর পর আর জোগাড় করতে পারি নি। হটাৎ করে ক্সসিপি বন্ধ হয়ে যাওয়ায় লেখা টা আর শেষ পর্যন্ত পাওয়া যায় নি। যদি কারোর কাছে শেষ টুকু থাকে তাহলে আপলোড করে দিয়ে এই সুন্দর লেখাটার পরিসমাপ্তি ঘটান। এই সুন্দর লেখাটির লেখক এর নাম জানি না, ওনাকে এই লেখাটি আপলোড করার কোনো অনুমতি না নেয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।