Thread Rating:
  • 38 Vote(s) - 3.45 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
বন্ধু (As collected from Net)
ওরা যেতেই ঘড়ি দেখলাম সাড়ে দশ টা বাজে এমন বৃষ্টি আর মেঘ করে আছে যেন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে বাকিরাও একজন একজন করে চলে যাচ্ছে ক্লাসের ভিতরে খাতাটা রেখে এসেছিলাম তাই আনতে ভিতরে গেলাম দেখি মিলি মনযোগ দিয়ে কি যেন লিখছে কাছে যেতেই দেখি ক্লাস লেকচার তুলছে প্রশ্ন করতেই বলল সাদিয়ার খাতা লাস্ট ক্লাসে আসতে দেরি হয়েছিল তাই ক্লাস লেকচার তোলা হয় নি এখন তুলে নিচ্ছে বলল বস আর একটু লেখা হলেই শেষ পাঁচ মিনিট পরে লেকচার তোলা শেষ করে বলল চল স্যার একটা বইয়ের নাম দিয়েছে লেকচারে ডিপার্টমেন্টের সেমিনারে গিয়ে দেখি আছে নাকি যদি বইটা থাকে তাহলে ফটোকপি করে নিই এই বৃষ্টিতে তেমন যাবার কোথায় নেই আজকে তাই ওর সাথে সাথে সেমিনারে গেলাম বইটা পাওয়া গেল সেমিনারে বইপত্র দেখি ডিপার্টমেন্টের সেকশন অফিসার গোলাম ভাই সাধারণত ফটোকপি করতে হবে ওনার কাছে কত পেজ থেকে কত পেজ লিখে রেখে যেতে হয় পরের দিন উনি ফটোকপি করে রাখেন টাকা দিয়ে নিতে হয় মাঝে মাঝে অনুরোধ করলে অবশ্য উনি বই বাইরে নিতে দেন আজকে মিলি গোলাম ভাই কে বলল, গোলাম ভাই বইটা দেন নিচে শ্যাডোতে ফটোকপির দোকান থেকে ফটোকপি করে এনে সেমিনার বন্ধ হবার আগে বিকালে দিয়ে যাব একটু না না করে শেষ পর্যন্ত বইটা দিলেন আমি দেখলাম বইটা আমারো কাজে লাগবে তাই মিলির সাথে শ্যাডোতে গেলাম ফটোকপির জন্য বৃষ্টির জন্য কারেন্ট আসছে যাচ্ছে তাই ফটোকপির বড় লাইন মিজান মামার দোকানে দিয়ে রাখলাম বলল ঘন্টা দুই পরে আসতে 

টিপ টিপ থেকে বৃষ্টি আবার বাড়া শুরু করল শ্যাডোর সামনের দোকান থেকে সিংগাড়া খেয়ে সময় কাটানোর চেষ্টা করলাম আসলে কোন সময় কাটাতে চাইলে দেখবেন সময় কাটানো সবচেয়ে কঠিন মিলির সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে থাকল এদিকে বৃষ্টি বাড়ছে মিলি অধৈয্য হয়ে উঠছে আমার অবশ্য খারাপ লাগছে না অনেকদিন পর মিলির সাথে একটু মনখোলা কথাবার্তা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনার পর থেকে কেন যেন একটা লুকোচুরি ছিল আমাদের মাঝে আজকে ফ্রেশ কথাবার্তা বলতে পেরে ভাল লাগছে আসলে অন্যদের সামনে হয়ত মিলি একটা অপরাধবোধে ভুগে আমাদের সমাজে ছেলে মেয়েদের মেশা আর সম্পর্কের গভীরতা নিয়ে নানা ট্যাবু আছে বুঝে বা না বুঝে মিলি আমার সাথে সে ট্যাবু অতিক্রম করেছে হয়ত ওর মনের ভিতর থেকে এটা এড়াতে পারছে না প্রথম প্রথম আমার খারাপ লাগলেও আমি আসলে ব্যাপারটা একটু হলেও এখন বুঝতে পারছি আর বললাম না আমার কাজ এখন গ্রুপের বাকিদের মনের ভিতর থাকা অবদমিত ইচ্ছা কে প্রকাশ করতে সহয়াতা করা আর এটা করতে গেলে প্রত্যেকের সাইকোলোজি বোঝা আবশ্যক তাই মিলির ব্যাপারটা আজকাল আমি কিছুটা হলেও বুঝি আমিও মিলির সাথে তাল রেখে কথা বলতে থাকলাম গাড়ির হুইল ওর হাতে আড্ডা যেদিকে চাচ্ছে সেদিকে নিচ্ছে আমি খালি ওর নির্দেশনা অনুযায়ী আড্ডায় পার্টিসিপেট করছি আসলে ওর আমার সাথে আবার ফ্রি হওয়া দরকার আমাদের সম্পর্ক যদি স্বাভাবিক না হয় তাহলে মনের ইচ্ছার অবদমন কে প্রকাশ করার ক্ষেত্রে সহয়াতার যে প্ল্যান সেটা হয়ত বাস্তবায়ন হবে না আমাদের সামনে দিয়ে এক কাপল বৃষ্টিতে ছাতা মাথায় হাত ধরা ধরি করে যাচ্ছে এটা দেখে মিলি একটা দীর্ঘশ্বাস ছাড়ল বলল সব সময় যা চাই তা পাওয়া যায় না আমি বললাম কেন না মিলি বলল দেখ এই সময় এমন বৃষ্টিতে কার না ভিজতে ইচ্ছা করে আমি বললাম ভিজতে ইচ্ছা করলে ভিজ, কে মানা করছে এই যে গল্প করতে করতে ছেলে মেয়েটা বৃষ্টির মাঝে এটা কোথায় পাব বল? মিলি প্রশ্ন করল 

মিলির প্রশ্ন আমার মাথায় পরিকল্পনা বাস্তবায়নের আইডিয়া এনে দিল আমি বললাম আমার সাথে চল বৃষ্টিতে ভিজব মিলি বলল দেখ তুই আমার বয়ফ্রেন্ড না আর তোকে বয়ফ্রেন্ড বানিয়ে সব কিছু কমপ্লিকেটেড বানানোর দরকার নেই শোন আমারো তোকে গার্লফ্রেন্ড বানিয়ে আমাদের বন্ধুত্ব কে ভজঘট বানানোর দরকার নেই এই যে তুই বললি তোর ইচ্ছা করছে বৃষ্টিতে ভেজার এমন অনেক কিছুই নিশ্চয় তোর ইচ্ছা করে তোর খেয়াল আছে কিনা মনে করে দেখ একদিন টিএসসিতে সন্ধ্যায় তুই বলেছিলি তোর প্রেমিক তোকে সাদামাটা বলেছে আর গ্ল্যামারাস মেয়ে খুজে নিয়েছে তুই বলেছিলি তুই অনেক কিছুই করতে চাস, টেস্ট করতে চাস কিন্তু এতদিন খালি ভাল প্রেমিকা হয়ে থাকতে গিয়ে আর সমাজের নিয়ম মেনে নিতে গিয়ে কিছু করা হয় নি মিলি বলল হ্যা বলেছি তাতে কি হল? শোন আমার গার্ল ফ্রেন্ডও একই কারণে আমাকে ছেড়ে গেছে আমাকে আমি নাকি ভ্যানিলা আইসক্রিম কোন ফ্লেভার নাই আমাদের যখন কিছু করার কথা আমরা তখন কিছুই করি নাই সমাজের চোখে ভাল ছেলে বা মেয়ে হয়ে থাকতে গিয়ে এখন আবার দেখ কোন ইমোশনাল সম্পর্কে এই মূহুর্তে আমার মনে হয় আমাদের কার না যাওয়া উচিত মিলি হ্যা বলে মাথা নাড়ল আমি বললাম তাহলে আমাদের কি হবে? আমরা কি সারাজীবন সমাজের চোখে ভাল থাকার লোভে ভ্যানিলাই থেকে যাব আবার এইসব রিস্ক নেওয়ার জন্য কাকে বিশ্বাস করব? অনেকদিন পর যদি সব ঘটনা বের হয়ে আসে তাহলে তখন কি হবে? তখন আমরা যদি অন্য কার সাথে সম্পর্কে থাকি তারা ব্যাপারটা কি ভাল ভাবে মেনে নিবে? মিলি হতাশ হয়ে মাথা নাড়াল বলল আমাদের আসলে কিছু করার নাই আমরা ফাদে পরে গেছি আমি হাসি দিয়ে বললাম আছে ইংরেজিতে একটা কথা আছে শুনেছিস, ফ্রেন্ডস উইথ বেনিফিট? মিলি বলল না

আমি বললাম ফ্রেন্ডস উইথ বেনিফিট মানে হল এমন কোন বন্ধু যার সাথে তুই সব কিছু শেয়ার করতে পারবি কিন্তু যার সাথে তোর ইমোশনাল এটাচমেন্ট হবে না এখানে দুই জনেই দুই জনের উদ্দ্যেশ পূরণ করবে যখন দরকার হবে একে অন্যেকে সাহায্য করবে তবে যখন যে চাইবে সেই এই রিলেশন থেকে বের হয়ে যেতে পারবে তাতে তাদের বন্ধুত্বের হেরফের হবে না এই ঘটনায় মিলি চোখ বড় করে বলল আমি যা বুঝছি তুই কি তাই বুঝাইতে চাইছিস? আমি মুচকি হেসে একটা চোখ টিপ দিয়ে বললাম তুই কি বুঝছিস তাতো জানি না তবে একদিন সব বুঝা ভাল না তবে তুই চাস কিনা বল মিলি বলল ঠিক আছে দেখা যাক আমি ওর হাত ধরে ছাতাটা খুলে বললাম চল হাটি মিলি অবাক হল তবে ছাতার নিচে আসল 

আমরা শ্যাডোর সামনে থেকে মলচত্ত্বর হয়ে ভিসির বাংলোর সামনে দিয়ে ফুলার রোডের দিকে হাটতে থাকলাম বৃষ্টি হচ্ছে টিপটিপ আবার থেমে থেমে বাড়ছে মাঝে মাঝে বাতাস আছে বেশ একটাই ছাতা, মিলির দুইজনে শেয়ার করে হাটছি হাটতে হাটতে গল্প করছি মিলির ভিতরে বেশ একটা কিশোরি ভাব আছে বোঝা যায় না লুকিয়ে রাখে মাঝে মাঝে বের হয়ে আসে আজকে এই বৃষ্টিতে হাটতে হাটতে মিলি ওর ভিতরের উচ্ছলতা থামিয়ে রাখতে পারে না বাতাসের তোড়ে ছাতা ধরে রাখা মাঝে মাঝে কষ্ট হয়ে যায় বাতাসে বৃষ্টির ফোটা ছাতা থাকার পরেও ভিজেয়ে দেয় এরপর এক ছাতা দুই জনে শেয়ার করছি মিলি আমার ডানে বাম পাশটা বৃষ্টির পানিতে ভিজে চুপচুপ মিলিরও একই অবস্থা ওর অবশ্য ডান পাশ ভিজে গেছে এটা নিয়েও হাসাহাসি হল সিরাজউদ্দৌলা সিনেমায় গোলাম হোসেনের শরীরের দুই পাশে দুই কালারের ড্রেস ছিল বৃষ্টিতে ভিজে আমাদের একই অবস্থা মিলি বলল আমরা দুইজন নাকি এখন গোলাম হোসেন হাসতে থাকলাম মিলির কথা শুনে বৃষ্টির হাত থেকে বাচতে মিলি ছাতার ভিতরের দিকে চেপে রয়েছে আমিও মিলির হাইট কম বলে ওকে বৃষ্টির হাত থেকে বাচাতে একটু ঝুকে ছাতাটা সহ ডানদিকে বেকে হাটতে হচ্ছে ভিজে যাচ্ছি তাতে অবশ্য কি হয় ঝুকে থাকার কারণে মিলির শরীর গন্ধটা নাকে এসে লাগছে ওর শরীর আমার শরীরের সাথে একদম লেগে আছে মিলি কিছু মনে করছে বলে মনে হয় না একদম সেই বাসের ঘটনার মত
Like Reply


Messages In This Thread
RE: বন্ধু (As collected from Net) - by dweepto - 25-07-2019, 04:26 PM



Users browsing this thread: 2 Guest(s)