24-07-2019, 03:11 PM
২৪
রবিবার দিন সকাল ৮টার ফ্লাইটে আমি আর মা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা করলাম, মামা মামী নেহা আমাদের বিদায় জানাতে এলো। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে আমরা ট্যাক্সি নিয়ে ইন্দ্রোনগরের Treebo Trend Raj Premier Hotel এ এলাম। আমি মাকে শুনিয়ে ম্যানেজারের কাছে দুটো সিংগেল রুম ইন করতে চাইলাম, তখন মা বলল, দুটো রুমের কি দরকার আমাদের মা-ছেলের একটা রুম হলেই হয়ে যাবে। আমি মনে মনে খুব খুশী হলাম, তখন আমি একটা ডাবল রুম ইন করলাম। রুম সার্ভিস বয় আমাদের রুমে নিয়ে এলো, সুন্দর পরিপাটি রুম, এর মধ্যে নেহা ফোন করে আমাদের খবর নিল। আমি মাকে ফ্রেশ হয়ে রেস্ট করতে বলে, বাইরে যেতে চাইলাম। মা জিজ্ঞাসা করলো বাইরে কেন যাবো-তখন আমি ডাক্তারের এ্যাপার্টমেন্টের কথা বলে বাইরে এলাম (আসলে ডাক্তারের এ্যাপার্টমেন্ট আগেই নেয়া ছিল, আমি আসলে মাকে একটু একা থেকে চিন্তা করার সময় দিচ্ছিলাম)। ১ টার দিকে রুমে এসে নক করালম, মা দরজা খুললো, মাকে দেখে বেশ ফ্রেশ ও চনমনে মনে হলো। মা আমাকে ফ্রেশ হয়ে আসতে বললো, পরে লাঞ্চের অর্ডার দিলাম। লাঞ্চ করে মাকে বললাম-মা ডাক্তারের এ্যাপার্টমেন্ট সন্ধ্যা ৫.৩০ এ, আমরা ৪.৩০ এর দিকে বের হবো। লাঞ্চের পর মাকে রেস্ট নিতে বলে আমি সোফায় শুয়ে বসে বসে টিভি দেখছি, এমন সময় মা আমার পাশে বসে আমার ঘাড়ে হেলান দিয়ে বসে পড়লো, আমাকে বললো, খোকা তোর মনে আছে ২ বছর আগে তুই যখন ভার্সিটি থেকে বাড়ীতে আসতি তখন আমরা এভাবে বসে টিভি দেখতাম। মায়ের কথায় আমার চোখে পানি চলে এলো, আমি বুঝতে পারলাম মা কত কষ্ট নিয়ে দিন অতিবাহিত করছে, অথচ আমি একবারের জন্যও মায়ের মনের কথা বোঝার চেষ্টা করিনি। আমার চোখের পানি দেখে মা বললো-খোকা তোর চোখে পানি কেন? আমি বললাম-মা আমার সবই মনে আছে, হঠাৎ বাবার কথা মনে হলো তাই কান্না এসেছে বলে মাকে বোঝালাম। মা হয়ত আমারও মনের কথা বুঝতে পেরেছে। তখন মা বলল-কাদিস না সোনা, দেখবি সব ঠিক হয়ে যাবে বলে, আমার কপালে চুমু খেল। তখন আমি মায়ের গলা জড়িয়ে ধরে মায়ের কাধে মুখ রেখে কেদেই চলছি। মা আমার মাথায় হাত বুলিয়ে আমাকে শান্ত হতে বলল। তারপর আমি মায়ের কাধে মাথা রেখে মা-ছেলে মিলে টিভি দেখতে থাকি। মায়ের কাধে মাথা রেখে আমি যে কখন ঘুমিয়ে গেছি বলতে পারব না, যখন ঘুম ভাঙ্গে তখন উঠে দেখি আমি মায়ের কোলে মাথা আর মা আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। আমি মাকে বললাম-মা আমাকে ডাকোনি কেন? তোমাকে কত কষ্ট দিয়েছি বলোতো, আর তুমিও তো রেস্ট করতে পারোনি। মা বললো-সোনা ছেলে আমার তোর ঘুমেই আমার ঘুম হয়ে গেছে। এখন উঠে ফ্রেশ হয়ে নে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ৪টা বাজে, আমি মাকে বললাম তুমিও রেডি হয়ে নাও, ডাক্তারের কাছে যেতে হবে।
রবিবার দিন সকাল ৮টার ফ্লাইটে আমি আর মা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা করলাম, মামা মামী নেহা আমাদের বিদায় জানাতে এলো। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে আমরা ট্যাক্সি নিয়ে ইন্দ্রোনগরের Treebo Trend Raj Premier Hotel এ এলাম। আমি মাকে শুনিয়ে ম্যানেজারের কাছে দুটো সিংগেল রুম ইন করতে চাইলাম, তখন মা বলল, দুটো রুমের কি দরকার আমাদের মা-ছেলের একটা রুম হলেই হয়ে যাবে। আমি মনে মনে খুব খুশী হলাম, তখন আমি একটা ডাবল রুম ইন করলাম। রুম সার্ভিস বয় আমাদের রুমে নিয়ে এলো, সুন্দর পরিপাটি রুম, এর মধ্যে নেহা ফোন করে আমাদের খবর নিল। আমি মাকে ফ্রেশ হয়ে রেস্ট করতে বলে, বাইরে যেতে চাইলাম। মা জিজ্ঞাসা করলো বাইরে কেন যাবো-তখন আমি ডাক্তারের এ্যাপার্টমেন্টের কথা বলে বাইরে এলাম (আসলে ডাক্তারের এ্যাপার্টমেন্ট আগেই নেয়া ছিল, আমি আসলে মাকে একটু একা থেকে চিন্তা করার সময় দিচ্ছিলাম)। ১ টার দিকে রুমে এসে নক করালম, মা দরজা খুললো, মাকে দেখে বেশ ফ্রেশ ও চনমনে মনে হলো। মা আমাকে ফ্রেশ হয়ে আসতে বললো, পরে লাঞ্চের অর্ডার দিলাম। লাঞ্চ করে মাকে বললাম-মা ডাক্তারের এ্যাপার্টমেন্ট সন্ধ্যা ৫.৩০ এ, আমরা ৪.৩০ এর দিকে বের হবো। লাঞ্চের পর মাকে রেস্ট নিতে বলে আমি সোফায় শুয়ে বসে বসে টিভি দেখছি, এমন সময় মা আমার পাশে বসে আমার ঘাড়ে হেলান দিয়ে বসে পড়লো, আমাকে বললো, খোকা তোর মনে আছে ২ বছর আগে তুই যখন ভার্সিটি থেকে বাড়ীতে আসতি তখন আমরা এভাবে বসে টিভি দেখতাম। মায়ের কথায় আমার চোখে পানি চলে এলো, আমি বুঝতে পারলাম মা কত কষ্ট নিয়ে দিন অতিবাহিত করছে, অথচ আমি একবারের জন্যও মায়ের মনের কথা বোঝার চেষ্টা করিনি। আমার চোখের পানি দেখে মা বললো-খোকা তোর চোখে পানি কেন? আমি বললাম-মা আমার সবই মনে আছে, হঠাৎ বাবার কথা মনে হলো তাই কান্না এসেছে বলে মাকে বোঝালাম। মা হয়ত আমারও মনের কথা বুঝতে পেরেছে। তখন মা বলল-কাদিস না সোনা, দেখবি সব ঠিক হয়ে যাবে বলে, আমার কপালে চুমু খেল। তখন আমি মায়ের গলা জড়িয়ে ধরে মায়ের কাধে মুখ রেখে কেদেই চলছি। মা আমার মাথায় হাত বুলিয়ে আমাকে শান্ত হতে বলল। তারপর আমি মায়ের কাধে মাথা রেখে মা-ছেলে মিলে টিভি দেখতে থাকি। মায়ের কাধে মাথা রেখে আমি যে কখন ঘুমিয়ে গেছি বলতে পারব না, যখন ঘুম ভাঙ্গে তখন উঠে দেখি আমি মায়ের কোলে মাথা আর মা আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। আমি মাকে বললাম-মা আমাকে ডাকোনি কেন? তোমাকে কত কষ্ট দিয়েছি বলোতো, আর তুমিও তো রেস্ট করতে পারোনি। মা বললো-সোনা ছেলে আমার তোর ঘুমেই আমার ঘুম হয়ে গেছে। এখন উঠে ফ্রেশ হয়ে নে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ৪টা বাজে, আমি মাকে বললাম তুমিও রেডি হয়ে নাও, ডাক্তারের কাছে যেতে হবে।