22-07-2019, 11:52 AM
পরদিন ওরা সময় মত অফিস ব্রাঞ্চে পৌছে যায়। রিভিউ মিটিং এর পর নিশা আর শতদল হোটেলে ফিরে যায়, ওদের বিকেলে ই রিটার্ন ফ্লাইট। নীলিমা ওদের ব্রাঞ্চে লাঞ্চ সেরে নেয়। কিছুক্ষণ পর একটি 23-24 বছরের মেয়ে ওর কাছে বলে "নমস্কার ম্যাডাম আমি সোহিনী; এই ব্রাঞ্চের একজন এমপ্লয়ী। রাজদীপ স্যার আপনাকে ওয়েট করতে বলেছেন। উনি মিটিং সেরে আসছেন"।
সোহিনী চলে যাবার প্রায় ঘন্টাখানেক পর রাজদীপ ওর কাছে আসে।
- সো সরি ম্যাডাম, একটু লেট হয়ে গেল
- ইটস ওকে, কাজের প্রতি তোমার ডেডিকেশন দেখে সত্যিই ভালো লাগছে।
- thank you, এবার যাওয়া যাক।
গাড়িতে আসতে আসতে রাজদীপ ওকে বলে 'আসলে মি. মেহেতার সাথে একটা project নিয়ে কিছু ডিসকাস করতে হলো, তাই লেট হল।'
- মি মেহেতা, মানে কোম্পানির এম.ডি?
- হ্যাঁ, উনি আমাদের কাজ দেখে খুব সন্তুষ্ট।
কথা বলতে বলতে ওরা হোটেল চলে আসে। রাজদীপ ওকে বলে ডিনারের সময় ওকে ডেকে নেবে। নীলিমা রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। ঠিক করে এখনই ছেলে মেয়ে দের ফোন করে নেবে। বাকিটা সময় রুমেই রেস্ট নেবে।
ঠিক রাত নটার সময় রাজদীপের ফোন 'রেডি হয়ে পার্কিং লটে চলে এসো,আই উইল ওয়েট'- বলে ফোনটা কেটে দেয়। নীলিমা বুঝতে পারে না রাজদীপ কেন ওকে পার্কিং লটে ডেকেছে। একটা হালকা নীল রঙের শাড়ি আর মেরুন রঙের ব্লাউজ পড়ে পার্কিং লটে চলে আসে, দেখে রাজদীপ গাড়ি নিয়ে ওয়েট করছে । ভিতরে বসেই নীলিমা জিজ্ঞেস করে 'কোথায় যাচ্ছি?' রাজদীপ গাড়ি স্টার্ট দিয়ে বলে 'ভাবলাম দুজনে আছি, তাই আপনাকে নিয়ে একটা ডিনার ডেটে যাই'
- ভেরি স্মার্ট ইউ আর
- অ্যান্ড লাকি অলসো
- কেন?
- এই যে আপনার মত সুন্দরীকে ডিনারে নিয়ে যেতে পারছি
- কেন আগে কোনো সুন্দরীর সাথে ডেটে যাওনি?
- গেছি বাট দে আর নট as gorgeous as you
- ফ্লার্টিং করা শেষ হলে এবার ঠিক করে গাড়িটা চালাও।
-ওকে অ্যাজ ইওর উইশ
রাজদীপের সাথে কথা শুনতে ভালোই লাগে নীলিমার। অনেকদিন পর ওকে কেউ এমন ভাবে ডিনারে নিয়ে যাচ্ছে। পাঁচ মিনিটের মধ্যে ওরা হোটেল পৌছে যায়। খেতে খেতে নীলিমা ওকে কালকের মিটিং নিয়ে জিজ্ঞেস করে, রাজদীপ ওকে জানায় ওসব নিয়ে চিন্তা না করতে, ও এসব হ্যান্ডেল করে নেবে। গাড়িতে আসতে আসতে নীলিমা বলে 'thank you রাজদীপ, অনেকদিন পর কেউ এমন ডিনার ডেটে নিয়ে এল।
- মেনশন নট। বাট আজ আপনাকে সত্যি অসাধারন লাগছে
- thanks again
- আমার মনে হয় আপনার এখন নিজের জন্য সময় দেওয়া উচিৎ, যেটা হয়তো এতদিন দেননি।
- কি করবো বলো ডিভোর্সের পর ছেলে মেয়ে মানুষ করতে করতেই সময় চলে গেল, নিজের জন্য সময় আর কোথায় পেলাম।
- বাট নাও ইউ হ্যাব টু ডু ইট
- Thanks for the suggestion
ওরা ওদের হোটেলে পৌছে যায়। রাজদীপ নীলিমার হাত ধরে বলে 'আই থিংক আই স্টার্ট টু লাইক ইউ, আই ফিল বেস্ট হোয়েনএভার আই অ্যাম উইথ ইউ'
রাজদীপের হাতটা সরায় না নীলিমা, ওভাবেই বলে 'তোমার সাথে সময় কাটাতে আমারও ভালো লাগে, বাট.."
- বাট???
- এর বেশি কিছু না রাজদীপ, আমার ছেলে মেয়ে বড় হয়েছে
- কিন্তু নিজের জীবন বলেও তো কিছু আছে
- এই 45 বছর বয়সে নিজের জন্য আর কি চাইবো বলো?
- ( রাজদীপ নীলিমার হাতটা শক্ত করে ধরে, মুখটা নীলিমার মুখের সামনে নিয়ে আসে), আজ থেকে আপনি টা তুমি করতে পারি ?
নীলিমা বুঝে উঠতে পারে না কি বলবে, ওকে কখনো এমন পরিস্থিতে পড়তে হয়নি। অজান্তেই ওর মুখ দিয়ে 'হুম' বেরিয়ে আসে। রাজদীপ ওর মুখ টা আর একটু এগোতেই নীলিমা কোনো রকমে ওর হাত ছাড়িয়ে গাড়ির দরজা খুলে লিফটের দিকে এগিয়ে যায়।
সোহিনী চলে যাবার প্রায় ঘন্টাখানেক পর রাজদীপ ওর কাছে আসে।
- সো সরি ম্যাডাম, একটু লেট হয়ে গেল
- ইটস ওকে, কাজের প্রতি তোমার ডেডিকেশন দেখে সত্যিই ভালো লাগছে।
- thank you, এবার যাওয়া যাক।
গাড়িতে আসতে আসতে রাজদীপ ওকে বলে 'আসলে মি. মেহেতার সাথে একটা project নিয়ে কিছু ডিসকাস করতে হলো, তাই লেট হল।'
- মি মেহেতা, মানে কোম্পানির এম.ডি?
- হ্যাঁ, উনি আমাদের কাজ দেখে খুব সন্তুষ্ট।
কথা বলতে বলতে ওরা হোটেল চলে আসে। রাজদীপ ওকে বলে ডিনারের সময় ওকে ডেকে নেবে। নীলিমা রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। ঠিক করে এখনই ছেলে মেয়ে দের ফোন করে নেবে। বাকিটা সময় রুমেই রেস্ট নেবে।
ঠিক রাত নটার সময় রাজদীপের ফোন 'রেডি হয়ে পার্কিং লটে চলে এসো,আই উইল ওয়েট'- বলে ফোনটা কেটে দেয়। নীলিমা বুঝতে পারে না রাজদীপ কেন ওকে পার্কিং লটে ডেকেছে। একটা হালকা নীল রঙের শাড়ি আর মেরুন রঙের ব্লাউজ পড়ে পার্কিং লটে চলে আসে, দেখে রাজদীপ গাড়ি নিয়ে ওয়েট করছে । ভিতরে বসেই নীলিমা জিজ্ঞেস করে 'কোথায় যাচ্ছি?' রাজদীপ গাড়ি স্টার্ট দিয়ে বলে 'ভাবলাম দুজনে আছি, তাই আপনাকে নিয়ে একটা ডিনার ডেটে যাই'
- ভেরি স্মার্ট ইউ আর
- অ্যান্ড লাকি অলসো
- কেন?
- এই যে আপনার মত সুন্দরীকে ডিনারে নিয়ে যেতে পারছি
- কেন আগে কোনো সুন্দরীর সাথে ডেটে যাওনি?
- গেছি বাট দে আর নট as gorgeous as you
- ফ্লার্টিং করা শেষ হলে এবার ঠিক করে গাড়িটা চালাও।
-ওকে অ্যাজ ইওর উইশ
রাজদীপের সাথে কথা শুনতে ভালোই লাগে নীলিমার। অনেকদিন পর ওকে কেউ এমন ভাবে ডিনারে নিয়ে যাচ্ছে। পাঁচ মিনিটের মধ্যে ওরা হোটেল পৌছে যায়। খেতে খেতে নীলিমা ওকে কালকের মিটিং নিয়ে জিজ্ঞেস করে, রাজদীপ ওকে জানায় ওসব নিয়ে চিন্তা না করতে, ও এসব হ্যান্ডেল করে নেবে। গাড়িতে আসতে আসতে নীলিমা বলে 'thank you রাজদীপ, অনেকদিন পর কেউ এমন ডিনার ডেটে নিয়ে এল।
- মেনশন নট। বাট আজ আপনাকে সত্যি অসাধারন লাগছে
- thanks again
- আমার মনে হয় আপনার এখন নিজের জন্য সময় দেওয়া উচিৎ, যেটা হয়তো এতদিন দেননি।
- কি করবো বলো ডিভোর্সের পর ছেলে মেয়ে মানুষ করতে করতেই সময় চলে গেল, নিজের জন্য সময় আর কোথায় পেলাম।
- বাট নাও ইউ হ্যাব টু ডু ইট
- Thanks for the suggestion
ওরা ওদের হোটেলে পৌছে যায়। রাজদীপ নীলিমার হাত ধরে বলে 'আই থিংক আই স্টার্ট টু লাইক ইউ, আই ফিল বেস্ট হোয়েনএভার আই অ্যাম উইথ ইউ'
রাজদীপের হাতটা সরায় না নীলিমা, ওভাবেই বলে 'তোমার সাথে সময় কাটাতে আমারও ভালো লাগে, বাট.."
- বাট???
- এর বেশি কিছু না রাজদীপ, আমার ছেলে মেয়ে বড় হয়েছে
- কিন্তু নিজের জীবন বলেও তো কিছু আছে
- এই 45 বছর বয়সে নিজের জন্য আর কি চাইবো বলো?
- ( রাজদীপ নীলিমার হাতটা শক্ত করে ধরে, মুখটা নীলিমার মুখের সামনে নিয়ে আসে), আজ থেকে আপনি টা তুমি করতে পারি ?
নীলিমা বুঝে উঠতে পারে না কি বলবে, ওকে কখনো এমন পরিস্থিতে পড়তে হয়নি। অজান্তেই ওর মুখ দিয়ে 'হুম' বেরিয়ে আসে। রাজদীপ ওর মুখ টা আর একটু এগোতেই নীলিমা কোনো রকমে ওর হাত ছাড়িয়ে গাড়ির দরজা খুলে লিফটের দিকে এগিয়ে যায়।