15-07-2019, 12:06 AM
গোধুলি শরীরের ক্লান্তি আর গুলির শব্দে তখন বেহুশ হয়ে গেছে। পরের দিন তন্ময় গোধূলিকে মিয়ে একটা অউটদোরে বেরোল, সাথে অরুপ আর তাদের বাচ্চাটা। ট্রেনে উঠে পড়েছে চারজন। দূর পাল্লার ট্রেন। রেলে কর্মরত এক বন্ধু তাদের যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে। যাই হোক শরীর অসুস্থ থাকার কারনে গোধুলি ছেলে মেয়ের জন্য বিশেষ কিছু করতে পারে নি। আস্রেনাল থেকে বিরিয়ানি নিয়েছে, ওটাই পরে একটু হিটারে গরম করে নেবে। কিছুদুর ট্রেন চলার পর হটাত তাদের কামরা তে এক দল কলেজের ছেলে উঠে পড়ল। সবাই উঠেই এক দৃষ্টিতে গোধূলির দিকে তাকাল আসলে মেয়ে কে দুধ দিচ্ছিলো গোধুলি। একটা ছেলে তো বলেই বসলো " আমি বোধহয় এখানেই বমি করব".