09-07-2019, 06:52 PM
(08-07-2019, 06:05 PM)sairaali111 Wrote: একটু বেশি বেশি মতামত পেলে ভাল লাগতো । না, সবই যে প্রশংসা হতেই হবে এমন কিছু নয় । কিন্তু সমালোচনা, নিরপেক্ষ মত, ভাল-মন্দ লাগাগুলো জানতে পারলে নিজেকেও আয়নার সামনে দাঁড় করানো যায় । পরিমার্জন ঘটে । আমি তো আসলে পোড়-খাওয়া গল্পকার নই । এটিই আমার স্বল্পক্ষম প্রচেষ্টা । প্রথম । দু'একজন স্বনামী ও সুনামী মানুষ দু'এক লাইন বলেছেন - তবে, ভাল লাগবে বন্ধুদের সবার না হোক বেশিজনের কমেন্ট পেলে । এই লেখাটি পরিণতি অবশ্য পাবেই । মাঝপথে থেমে যাব না । - সালাম । - সায়রা ।
আপনার গল্পের ভাষা পরে প্রশংসা ছাড়া আর কিছু কি বের হতে পারে? আমার জানা নেই। দারুন উপভোগ করছি, এগিয়ে যান বীর দর্পে। আমরা আছি আপানার ঠিক পিছনেই...সুভকামনা রইলো।