Thread Rating:
  • 18 Vote(s) - 3.06 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
কাজলদীঘি, শ্মশান ও পীরসাহেবের থান by Mamun Jafran
#31
পার্টঃঃ১৩
বেশ কিছুক্ষণ হই হই করে কাটলো। আমি বললাম এবার উঠবোরে।
ওরা বললো আর কিছুক্ষণ থাক না।
কাকা তাড়তারি যেতে বলেছে, কারা যেন এসেছে।
অনাদি বললো, আজকে ২৫ ভাগ এসেছে, কাল ঠেলা বুঝবি।
হাসলাম।
নীপা মিথ্যে কথা বলে নি। আমি সত্যি সেলিব্রিটি।
তুই এক কাজ কর আমার বাইকে বসে যা। অনাদি বললো।
আমি নয় তোর বাইকে বসলাম, নীপা যাবে কি করে।
সে ব্যাবস্থা আমি করে দিচ্ছি।
অনাদি বেরিয়ে এলো। বাসুকে বললাম কাল তাহলে আসিস। ও বললো ঠিক আছে। নীপা বাইরে দাঁড়িয়ে ছিল, আমি আসতেই বললো, অনিদা এসো আমার বন্ধুদের সঙ্গে তোমায় আলাপ করিয়ে দিই।
নীপা একে একে সবার নাম বলে চলেছে, কেউ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে, কেউ আবার হাত জোড় করে। কারুরই মুখ এই আধো অন্ধকারে পরিষ্কার দেখতে পেলাম না। সবাইকে বললাম একদিন এসো, জমিয়ে গল্প করা যাবে। ওরা কল কল করে উঠলো।
আমি অনাদির পেছন পেছন এলাম, নীপা আমার পাশে। অনাদি বাইকে স্টার্ট দিলো, বললো তুই আমার পেছনে বোস, নীপা তুই অনির পেছনে বোস।
আমার চক্ষু চড়কগাছ। এই অন্ধকারে তিনজন!
বোসতো, নীপা আছে বলে , না হলে তোকে....।
নীপা খিল খিল করে হেসে উঠল।
ঠিক আছে ঠিক আছে, হাত পা যদি ভাঙে....।
নীপা হো হো করে হেসে উঠলো এবার একটু জোরে, আমরা অনাদিদার বাইকে চারজনে বসি।
আমি অবাক হলাম।
আমি অনাদির পেছনে বসলাম। নীপা আমার পেছনে। অনাদি বাইক চালাতে আরম্ভ করলো। বাজার ছেড়ে বেরিয়ে এলাম। আলো থেকে অন্ধকারে। কিন্তু না, জ্যোতস্নার আলোয় মাঠ ভরে গেছে। অনেকদূর পর্যন্ত দেখা যায়। আজ বোধ হয় ত্রয়োদশী, চাঁদটা বেশ বড়, নীপা আমার শরীরের সঙ্গে সেঁটে আছে। ওর হাত আমার থাইতে। ওর নরম ভারি বুক আমার পিঠে হুল ফোটাচ্ছে। বাইকের আওয়াজ চারিদিকের নিস্তব্ধতা ভেঙে এগিয়ে চলেছে। মাঝে মাঝে দু’একটা পোকা মাকড় ঠকাস ঠকাস করে চোখে মুখে লাগছে। নীপা ওর ঠোঁট দুটো আমার পিঠে ছোঁয়ালো। মাথা রাখলো। আমার পিঠটা যেনো ওর বালিশ। আমরা তিনজনেই চুপচাপ।
মিনিট দশেকের মধ্যে আমরা সবাই পৌঁছে গেলাম। মনাকাকা বারান্দায় দাঁড়িয়ে চেঁচামিচি করছে। তোমরা ছেলেটাকে পাঠিয়ে দিলে, এখনো এলো না। .....কে এলিরে।
স্যার আমি অনাদি ।
অনাদি। দেখতো ছেলেটা হাটের দিকে গেছে, এখনো এলো না।
কে।
কে আবার, অনি।
এই তো আমি ওকে নিয়ে এসেছি।
নিয়ে এসেছিস। আয় আয়। ভাতরে আয়।
অনাদি দাওয়ায় উঠে কাকাকে প্রণাম করলো।
আমি এই সোনাঝরা জ্যোতস্নায় নীপার দিকে তাকালাম। ওর চোখে এখন অন্য কথা। আমি প্যাকেটটা ওর হাতে দিলাম।
কি এটা ?
ভেতরে গিয়ে খুলে দেখো।
নীপা ভেতরে চলে গেলো।

আসর ভাঙতে অনেক রাত হলো। খেতে খেত আরো দেরি হলো। প্রায় এগারোটা। আমি কাকাকে চোখের ব্যাপারে বললাম। কাকা হাঁই হাঁই করে উঠলো। আমি খালি একটা কথাই বললাম, তাহলে কাল সকালে উঠেই আমি এখান থেকে চলে যাব। এজীবনে আমার সঙ্গে আর দেখা হবে না। কাকা কেঁদে ফেললেন। ঠিক আছে তুই যা বলবি তাই হবে। কিন্তু অনেক খরচ।
সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার কন্ঠের দৃঢ়তা কাকাকে সব কিছু মেনে নিতে বাধ্য করালো। সম্পত্তির ব্যাপার নিয়ে কাকাকে বললাম, আমি একটা চিন্তা ভাবনা করে রেখেছি কাল তোমায় জানাবো।
সুরমাসি বললেন, হ্যাঁরে অনি তুই একলা ওবাড়িতে শুতে পারবি।
আমি বললাম, কেনো পারবো না।
নীপা বলছিলো তোর ওখানে শোবে।
আমি নীপার দিকে তাকালাম, ও মাথা নীচু করে আছে।
এমনি সময় এই বাড়িতে কে থাকে রাতে।
ভাট পাড়ার দুটো ছেলে আছে, ওরা এসে রাতে শোয়।
ওবাড়িতে।
আমি আর নীপা শুই। সুরমাসি বললো।
তুমি কোথায় শোবে।
আমি এই বাড়িতে থাকবো।
ঠিক আছে।
খাওয়া শেষ। আমি উঠে মুখ ধুয়ে ওবাড়িতে চলে গেলাম। বাইরের বারান্দায় দুটো ছেলেকে বসে থাকতে দেখলাম। আমাকে দেখে ওরা উঠে দাঁড়ালো।
তোমরা কার ঘরের ?
দাদ আমরা ভাটের ঘরে।
তোমাদের বাবর নাম কি।
একজন বললো বিধান রায়, অপরজন বললো বানু রায়।
আমি অবাক হয়ে ওদের দিকে তাকালাম। এই ছোট ছোট দেখেছি। এখন সব সমত্ত বয়স।
নিজের ঘরে এলাম।
ছোট একটা ডিম লাইট জ্বলছে। তার আলোয় যতটা দেখা যায়। আমি পেন্ট গেঞ্জি খুলে পাজামা পাঞ্জাবী পরলাম। কতদিন এই ঘরে একা একা শুয়ে কাটিয়েছি। তখন কেউ আমার সঙ্গে শুতে আসতো না। ভানু থাকতো, হাঁড়ি পারার বিজন এসে থাকতো। একা থাকাটা আমার যেন জন্মগতো অধিকার। সেই জন্য আমার কোন ভয়ডর নেই। রাতের অন্ধকার আমার কাছে ভীষণ প্রিয়।
উঃ তোমাকে নিয়ে আর পারা যাবে না।
পেছন ফিরে তাকিয়ে দেখি নীপা এসে হাজির। এরি মধ্যে পোষাক বদল হয়ে গেছে। একটা হাতকাটা ম্যাক্সি পরেছে। ঘরের লাইটটা জাললো। লো ভল্টেজ টিম টিম করে জলছে। আমি ওর দিকে তাকালাম।
সত্যি অনিদা তুমি একটি লেডিস ফিঙ্গার।
হাসলাম।
হাসছো। তোমার খাটের পাশটা দেখেছো।
না।
দেখো ওখানে তোমার রাতের পোষাক ভাঁজ করে রাখা আছে।
থাক। কাল পোরবো।
দাঁড়াও আমি একটু আসছি। বলে নীপা চলে গেলো। কিছুক্ষণ পর একটা বড় টর্চলাইট আর একটা জলের মগ নিয়ে এলো। আবার বেরিয়ে গেলো। একটা টেবিল ল্যাম্প নিয়ে এলো।
এটা আবার কি হবে।
দেখতেই পাবে। এতো আর তোমাদের শহর নয়। একটু পরেই লাইট ফুস হয়ে যাবে।
তাই নাকি।
হ্যাঁ। আমরা সারারাত লাইট জালালে তোমরা শহরের লোকেরা কারেন্ট পাবে কি করে।
নীপা বেশ টরটরি আছে। কটকট করে কথা বলে। এরি মধ্যে ও যেন আমার কতো আপন। আমাকে শাসন করছে। সোহাগ করছে। নীপা খাটটা ঝেরে দিয়ে নিচে রাখা বাক্স থেকে একটা চাদর বার করে বিছানায় পেতে দিল। চাদরটা চেনা চেনা মনে হলো। আমি ওর দিকে তাকিয়ে আছি।
কার বলোতো চাদরটা ?
কার ?
মনে করার চেষ্টা কর।
মনে পরছে না।
মনিমা বলেছিল, তুমি যখন কলেজ ফাইন্যালে স্টার পেয়েছিলে, সেই সময় মশাই তোমাকে এটা প্রেজেন্ট করেছিলো।
চেয়ে চেয়ে দেখলাম, নীপা সত্যি কথা বলেছে। আমি মাদুর পেতে শুতাম। অবস্থা খুব একটা ভাল ছিল না। কাকা চাদরটা কিনে দিয়েছিলো। কিন্তু আমি এতে শুতাম না। সেটা যে এতো যত্ন সহকারে তোলা আছে জানতাম না। চাদরের গায়ে নেপথলিনের গন্ধ ম ম করছে।
যাও শুয়ে পর। নীপা বললো।
তুমি কোথায় শোবে।
ভেতর বারান্দায়।
কেনো ?
সে তুমি বুঝবে না।
নীপা নিজে থেকেই একটা আড়াল তোলার চেষ্টা করছে। কিছু বললাম না।
দরকার পরলে ডাকবে।
আমি বিছানায় টানটান হয়ে শুলাম। আঃ কি আরাম কলকাতায় আমার গদি ওয়ালা বিছানার থেকে এ বিছানার মাধুর্যই আলাদা। মাথাটা ভীষণ যন্ত্রনা করছে। নিজে নিজেই মাথায় হাত বোলাতে লাগলাম। নীপা বাইরের বারান্দায় বিছানা করছে, ঝুপ ঝাপ শব্দ হচ্ছে। কিছুক্ষণ পর ও আবার ভেতরে এলো।
দরজা বন্ধ করবে না ?....কি হলো!.....মাথা যন্ত্রণা করছে!
আমি ওর দিকে তাকালাম। ওর চোখ দুটো কেমন যেন হয়ে গেলো, আমার মাথার শিয়রে এসে বসলো।
আজ সারাদিন তোমার অনেক ধকল গেলো।
হ্যাঁ।
দাঁড়াও তোমার মাথায় একটু বাম লাগিয়ে দিই।
না থাক।
থাক কেনো।
আমি ওসব লাগাই না।
ওঃ তুমি না......নীপা মাথা থেকে আমার হাতটা সরিয়ে দিয়ে নিজের হাত রাখলো। নরম হাতের ছোঁয়ায় আমার চোখ বন্ধ হয়ে এলো। নীপা আমার চুলর মধ্যে হাত ঢুকিয়ে বিলি কাটছে। একটা পিন পরলেও এ ঘরে শব্দ হবে। এখনো কারেন্ট আছে। ডিম লাইটটা মিট মিট করে জলছে। আমার মাথার শিয়রের জানলাটা খোলা। একফালি চাঁদের আলো জানলার ফাঁক দিয়ে বিছানায় এসে পরেছে। আমার চোখ বন্ধ।
অনিদা।
উঁ।
তুমি আমার জন্য এত দাম দিয়ে ওটা কিনলে কেনো।
তোমার পছন্দ হয়েছে।
হ্যাঁ। যেদিন বাসুদা ওটা নিয়ে এসেছিল, আমি দেখেছিলাম, কিন্তু......।
কিন্তু কি।
তুমিতো জানো আমাদের অবস্থা।
একটা কাজ করবে।
কি।
আমার বন্ধু গুলো.....উঃ, তাড়াহুড়োয় আমার একটা ভুল হয়ে গেছে। কালকে তুমি এক ফাঁকে একবার বাসুর দোকানে যেতে পারবে।
তুমি বললে নিশ্চই যাব।
তুমি বাসুর দোকানে গিয়ে তোমার পছন্দ মতো সুরমাসীর জন্য, কাকীমার জন্য আর কাকার জন্য বেশ কয়েকটা করে কাপড়, শায়া ব্লাউজ আর তোমরা যা যা পরো নিয়ে আসতে পারবে।
নীপা মুচকি হাসল।
হাসছো কেন।
তোমার কথায়। ওই যে বললে......।
আরে ধ্যুত, আমিতো কোনো দিন কারোর জন্য কিছু কিনিনি।
জানি।
কি করে জানলে।
তোমার কথায়। তুমিও যাবে আমার সঙ্গে।
না। কাল আমার অনেক কাজ।
জানি।
কি করে জানলে।
মশাই বলছিলো। তুমি যা ডিসিসন দেবে তাই ফাইন্যাল। মশাই তোমাকে ছাড়া কাউকে পাত্তা দেয় না। কাল দেখবে সবাই তোমার কাছে আসবে কত কাজ নিয়ে। সত্যি অনিদা তোমায় এতো দিন দেখিনি। তোমার কথা শুনেছি। আর কল্পনায় তোমাকে দেখার চেষ্টা করেছি।
তোমার কল্পনার সঙ্গে অনিদার মিল খুঁজে পাচ্ছ।
না।
কেনো।
তুমি অত্তো বড় লোক।
এখন।
তুমি আমাদের থেকেও সাধারণ।
তাই।
আজ যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি।
নীপা।
উঁ।
তোমার কোলে একটু মাথা রাখবো।
রাখো।
মনে কিছু করবে না।
ধ্যাত। আমার সৌভাগ্য।
কেনো।
আমার বন্ধু গুলোকে দেখেছিলে তখন।
হ্যাঁ।
ওদের দেখে তুমি কিছু বোঝো নি।
না।
সত্যি অনিদা তুমি যে কি।
আমি মানুষ।
আমি তাই বলেছি নাকি।
তুমি চাইলে এখুনি সকলকে পেতে পারো।
কি ভাবে।
যে ভাবে চাইবে।
হ্যাঁ।
তোমাকে যদি চাই।
ধ্যাত।
আমি কি সিনেমা আর্টিসট।
তা নয় তবে আমাদের কাছে তুমি তাদের থেকেও অনেক কিছু।
আমি নিপার কোলে মাথা রাখলাম। ওর নরম কোলের স্পর্শে আমার মাথা ব্যাথা অনেকটাই সেরে গেছে। নীপার শরু শরু আঙুল আমার চুলে বিলি কাটছে। অনুভব করলাম নিপা ভেতরে কিছু পরে নি। হাত দুটো দিয়ে নীপাকে একটু কাছে টেনে নিলাম। না ওর কোনো সংকোচ নেই। ও কোন আনইজি ফিল করছে না। ওর বুকটা আমার ঠোঁটের খুব কাছে। আমি চোখ বন্ধ করে আছি। নীপা গর গর করে ওদের কথা বলছে। কবে ওরা এখানে এসেছে, কেনো এসেছে, এই সব। আমি চোখ বন্ধ করে শুনে যাচ্ছি। সবেতেই আমি জড়িয়ে আছি। এটুকু বুঝলাম, নীপা ক্লাস এইটে যখন পরে তখন ওর মা ওকে নিয়ে চলে আসে। তারপর থেকে ওরা এখানেই আছে। নীপার বাবা ভাল নয়, সে কোন এক মহিলার সঙ্গে চলে গেছেন। এখন কাকা কাকীমার দেখভালের দায়িত্ব ওদের। কাকা কাকীমাও ওদের ওপর ভীষণ ভাবে নির্ভরশীল।
নীপা।
উঁ।
যাও এবার শুয়ে পরো।
আর একটু তোমার সঙ্গে গল্প করি।
আমি কিছু বললাম না। ভীষণ ঘুম পাচ্ছে। নীপার হাতের স্পর্শে ওর শরীরের ওমে আমার চোখ জুরিয়ে আসছে।
নীপা।
উঁ।
আমি যখন এলাম, তখন আমাকে দেখে ওরকম দৌড়ে চলে গেলে কেনো।
ভয় পেয়ে গেছিলাম।
আমি বাঘ না ভাল্লুক।
না। তবে একজন অপরিচিত......।
এখন।
তুমি আমার। সম্পূর্ণ আমার।
হাসলাম। বুঝতে পারছি নীপা আমার দিকে হাপুস নয়নে চেয়ে আছে। আমার চোখ বন্ধ। তবু আমি ওর মুখটা দেখতে পাচ্ছি। টিনএজে আমারও অনেক স্বপ্ন ছিল। মনে পোষণ করে রেখেছিলাম। আজ সেই সব স্বপ্ন স্বার্থক করে তোলার চেষ্টা করছি। নীপার অনেক প্রশ্ন, হয়তো তার কিছুটা আমি উত্তর দিতে পারব। বাকিটা পারব না। সাতপাঁচ নানা কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পরেছি জানি না। হঠাত একটা অদ্ভূত স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেলো। কেউ যেন আমার গলা চেপে ধরেছে আমার দম বন্ধ হয়ে আসছে। হাত পা কেমন যেন অসাড় হয়ে আসছে। চোখ মেলে তাকালাম, ঘরটা ঘুট ঘুটে অন্ধকার। কেরোসিনের ডিম লাইটটাও নিভে গেছে। আমি নড়তে চড়তে পারছি না। কেউ যেন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আমি নড়াচড়া না করেই বুঝতে চেষ্টা করলাম।
একটা কোমল শরীরের স্পর্শ অনুভব করলাম। কাল রাতে নীপার কোলে মাথা রেখে আমি ঘুমিয়ে পরেছিলাম। নীপা কোথায় ? চোখ মেলে তাকালাম। নীপা আমাকে পাশ বালিশের মতো আষ্টেপৃষ্ঠে জাপ্টে ধরে শুয়ে আছে। ওর মুখ আমার কাঁধের কাছে। ওর উষ্ণ নিঃশ্বাস আমার কানের লতিকে আরো উষ্ণ করে তুলছে। হাতটা আমার বুকের ওপর, ডানপাটা আমার পায়ের ওপর, ওর ভারী বুক আমার শরীর স্পর্শ করে আছে। নরম বুকের ছোঁয়ায় আমি স্নাত। মাথার ওপর জানলাটা খোলা। ঝিরঝিরে বাতাস ঘরে এসে আছড়ে পরছে। চাঁদ মধ্য গগনে। অন্ধকারেও আলোর রেখা দেখতে পেলাম। আস্তে আস্তে ঘরের সমস্ত অংশ পরিষ্কার হয়ে এলো। আমি নীপাকে খুব সন্তর্পনে আমার শরীর থেকে আলাদা করলাম। বালিশটা ওর মাথার তলায় গুঁজে দিলাম। খাট থেকে নেমে জলের জগ থেকে একটু জল খেলাম। মিটসেফের ওপরে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করলাম। আস্তে আস্তে পা টিপে টিপে বাইরের বারন্দায় এলাম।
সিগারেট ধরালাম। চারিদিক নিস্তব্ধ, চাঁদের আলো গাছের পাতার ওপর রুপোর মতো গলে গলে পরছে। ঝিঁ ঝিঁ পোকার একটানা তারস্বর চিত্কার। পরিবেশটাকে স্বপ্নিল করে তুলেছে। আমি নিজের মধ্যে নিজে হারিয়ে গেলাম।
কেউ যেন আমাকে জাপ্টে ধরলো, তার নরম বুক আমার পিঠে স্পর্শ করেছে, ঠোঁট দুটো ছবি আঁকছে আমার ঘারের কাছে। আমি হাতদুটো আলগা করে, তার সামনা সামনি হলাম, নীপা। এ নীপাকে আমি চিনি না জানি না, ওর চোখের রং বদলে গেছে।
নীপার ঠোঁটদুটো আমার ঠোঁটের খুব কাছে। ওর সুডৌল বুক আমার বুকে আছড়ে পরেছে। থিরি থিরি কাঁপছে ঠোঁট দুটি। আমি নীপাকে আস্তে আস্তে আমার শরীর থেকে আলগা করলাম। ওর মুখটা তুলে ধরে আস্তে করে বললাম না নীপা না। নীপা আমার হাতদুটো ছিটকে সরিয়ে দিয়ে জাপ্টে ধরলো। আমার ভেতর একটা অস্বস্তি খেলা করে যাচ্ছে। প্রাণপনে নীপাকে ছাড়াবার চেষ্টা করছি। হঠাৎ নীপা ডুকরে কেঁদে উঠলো। চারিদকে জ্যোতস্না স্নাত রাত, কোথাও একটা মোরোগ ডেকে উঠলো কঁ কঁকর কঁ।
Like Reply


Messages In This Thread
RE: কাজলদীঘি, শ্মশান ও পীরসাহেবের থান by Mamun Jafran - by sagor69 - 08-07-2019, 04:47 PM



Users browsing this thread: