06-07-2019, 07:14 PM
এই অ-সাধারণ লেখকের অনবদ্য রচনাকে ছুঁতে পারবো অতি বড় দুঃস্বপ্নেও এমনটা ভাবি না । তবে, অনেক সময় সাধ্য আর সাধের সহাবস্থান না-হলেও দুরাচারী মন আর মগজ কোন কোন দুষ্কর্ম করে বসে । ঠিক আমি যেমন করেছি । - '' সুলেখার সংসার '' নাম দিয়ে চেষ্টা চালাচ্ছি একটু মনোরঞ্জনের । খুবই লজ্জা করছে - আপনার সময়াভাব, আপনার লেখক হিসাবে উত্তুঙ্গ অবস্থিতি এসব জেনেও আবেদন করতে । যদি কোন সময় একচটকা '' সুলেখার সংসার ''-এ ঘুরে যান । দুঃসাহসী যখন হলাম-ই তখন আপনার তিন চার পাঁচ ছয় শব্দে ভালমন্দ একটু মতামতও ( পড়ুন নির্দেশনা গাইডেন্স ) যদি পেতাম ! সালাম । -- সায়রা ।