Yesterday, 04:46 PM
(This post was last modified: Yesterday, 04:47 PM by Mr Aviraj. Edited 1 time in total. Edited 1 time in total.)
**অভিরাজের "অয়ন্তিকা" – চতুর্থ পর্ব**
প্রতিটা ক্লাস, প্রতিটা ক্যান্টিনের বসা, প্রতিটা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন – সবকিছুর মধ্যেই মৌমিতা ছিল। আমরা দুজনেই জানতাম যে এবার শুধু কথা আর চোখাচোখি দিয়ে থামবে না। কিন্তু কে প্রথম বলবে "চল একা কোথাও যাই"? শেষমেশ সেই দায়িত্বটা আমার উপর এলো।
এক বৃহস্পতিবার রাতে, রাত প্রায় ১২:১৫। আমি বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে ভাবছিলাম। হঠাৎ তার মেসেজ এলো –
**Moumita:** তুই ঘুমাসনি এখনো?
**Abhiraj:** না রে। তোর কথা ভাবছিলাম। কাল ক্লাস আছে, তবু ঘুম আসছে না।
**Moumita:** আমারও না। কাল স্যাটারডে। কী করবি?
**Abhiraj:** তুই কী করবি?
**Moumita:** জানি না... বাড়িতেই থাকব বোধহয়।
**Abhiraj:** না। আমরা দুজনে কোথাও যাব। শুধু তুই আর আমি। কোনো ফ্রেন্ড নেই, কোনো ভিড় নেই।
**Moumita:** মানে... ডেট? ?
**Abhiraj:** হ্যাঁ। আমাদের প্রথম রিয়েল ডেট। তুই রাজি?
অনেকক্ষণ কোনো রিপ্লাই এলো না। টাইপিং... টাইপিং... টাইপিং... চলতেই থাকল। আমার হার্টবিট তখন কানের কাছে শুনতে পাচ্ছি। তারপর এলো –
**Moumita:** হ্যাঁ... রাজি। কিন্তু কোথায় যাব? কখন?
**Abhiraj:** আমি একটা জায়গা ঠিক করেছি। শহর থেকে প্রায় ৪৫ মিনিট দূরে একটা ছোট্ট লেক। চারপাশে গাছপালা, খুব শান্ত। সন্ধ্যাবেলা ওখানে কেউ থাকে না প্রায়। সকাল ১০টায় তোর বাড়ির কাছে আমি বাইক নিয়ে আসব।
**Moumita:** বাইকে??? আমি কখনো বাইকে বসিনি ছেলের সঙ্গে। ভয় লাগছে।
**Abhiraj:** ভয় পাস না। আমি খুব স্লো চালাব। হেলমেট পরাব। প্রমিস, কিছু হবে না।
**Moumita:** আর বাড়িতে কী বলব?
**Abhiraj:** বলিস বন্ধুদের সঙ্গে কলেজের কাজে যাচ্ছিস। আমিও তাই বলব।
**Moumita:** ওকে... তাহলে কাল। আমার হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে এখন।
**Abhiraj:** আমারও। কিন্তু খুব এক্সাইটেডও। তুই ঘুমো। কাল সুন্দর করে সাজিস।
**Moumita:** তুইও। গুড নাইট। স্বপ্নে দেখা হবে। ?
**Abhiraj:** গুড নাইট, মাই লাভ। ?
সেই রাতে ঘুম হয়নি। বারবার কল্পনা করছিলাম – কাল সে কী পরবে? কীভাবে হাসবে? হাত ধরব কীভাবে? আর সেই চুমু... ওফ, শুধু ভাবতেই শরীর কাঁপছে।
**স্যাটারডে সকাল।**
সকাল ৮:৩০-এ উঠে প্রথম কাজ – বাইক ধোয়া। কালো পালসারটা ঝকঝকে করে তুললাম। তারপর লম্বা শাওয়ার। সবচেয়ে প্রিয় কালো শার্ট, ডার্ক ব্লু জিন্স, সাদা স্নিকার্স। একটু জেল দিয়ে চুল সেট করলাম। সেই পারফিউমটা লাগালাম যেটা মৌমিতা একবার বলেছিল "এটা তোর গায়ে খুব ভালো লাগে"। সাড়ে নয়টায় বেরিয়ে পড়লাম।
তার বাড়ির কাছাকাছি একটা গলির মোড়ে দাঁড়ালাম। ঠিক ১০:০২-এ সে এলো।
আর যখন দেখলাম... হায় ঈশ্বর।
সাদা অর্গানজা কুর্তি, তার উপর লাল-কমলা শেডের প্লিটেড স্কার্ট। কোমরে ছোট্ট বেল্ট। চুল খোলা, শুধু সামনের দুটো স্ট্র্যান্ড কানের পিছনে গোঁজা। কপালে ছোট্ট লাল টিপ। হাতে কাচের চুড়ি আর একটা পাতলা চুড়ি। পায়ে সাদা কেডস। মুখে হালকা গোলাপি লিপগ্লস, কাজল আর একটু ব্লাশ। দেখে মনে হচ্ছিল যেন কোনো ফেয়ারি টেল থেকে নেমে এসেছে।
সে আমার দিকে তাকিয়ে লাজুক হাসল। চোখ নামিয়ে বলল,
মৌমিতা: আমি... লেট হয়ে গেল একটু।
আমি: না রে, পারফেক্ট টাইমিং। তুই... ওয়াও। তুই আজ অন্য গ্রহের মেয়ে লাগছিস।
মৌমিতা: চুপ কর। লজ্জা লাগছে। চল তাড়াতাড়ি। কেউ দেখে ফেললে?
আমি হেলমেটটা তাকে দিলাম। সে একটু অস্বস্তি নিয়ে পরল। তারপর আমার পিছনে বসল – প্রথমে একটু দূরে।
আমি: আরেকটু কাছে আয়। পড়ে যাবি।
সে আস্তে আস্তে কাছে এলো। তার হাত আমার কোমরে এসে ধরল। হালকা। কিন্তু আমার পুরো শরীরে যেন কারেন্ট খেলে গেল।
বাইক স্টার্ট করলাম। প্রথমে খুব ধীরে। শহরের রাস্তা পেরিয়ে হাইওয়ে। বাতাসে তার চুল উড়ছে, আমার গালে, ঘাড়ে লাগছে। তার হাত কোমরে শক্ত হয়ে এলো। আমি মাঝে মাঝে আয়নায় দেখছিলাম – তার চোখ বন্ধ, হাসি মুখে।
প্রায় ৪৮ মিনিট পর পৌঁছলাম। লেকের ধারে বাইক থামালাম। চারপাশ নির্জন। শুধু পাখির ডাক আর জলের শব্দ।
সে হেলমেট খুলতেই চুল উড়ে এলো মুখে। আমি আঙুল দিয়ে সরিয়ে দিলাম। সে লজ্জায় চোখ নামালো।
আমরা হাত ধরে হাঁটতে লাগলাম। প্রথমবার এভাবে খোলা জায়গায় হাত ধরে হাঁটা। তার হাত গরম, নরম, আঙুলগুলো আমার আঙুলের সঙ্গে জড়িয়ে গেল।
একটা বড় আমগাছের নিচে বসলাম। লেকের দিকে মুখ করে। আমি তার কাঁধে হাত রাখলাম।
আমি: তুই জানিস... এই মুহূর্তটা আমি কতদিন ধরে কল্পনা করেছি?
মৌমিতা: আমিও। কিন্তু সত্যি হয়ে গেলে আরও সুন্দর লাগছে।
আমি: তুই ছাড়া কিছুই এত সুন্দর লাগত না।
সে আমার দিকে ফিরল। চোখে চোখ। অনেকক্ষণ। তারপর খুব আস্তে বলল,
মৌমিতা: অভিরাজ... আমি তোকে খুব ভালোবাসি।
আমি: আমিও। লাভ ইউ, মৌ।
আমি তার দিকে আরও কাছে এলাম। তার মুখ আমার থেকে মাত্র ২-৩ ইঞ্চি দূরে। তার শ্বাস আমার ঠোঁটে লাগছে। আমি আস্তে তার গালে হাত রাখলাম। সে চোখ বন্ধ করল।
আমি: তুই চাস?
সে খুব ছোট্ট করে মাথা নাড়ল।
আমি ধীরে ধীরে মুখ নামালাম। প্রথমে শুধু ছুঁইয়ে দিলাম। খুব হালকা। তার ঠোঁট নরম, উষ্ণ, একটু কাঁপছে। তারপর আরও একটু চাপ দিলাম। পুরো ঠোঁট দিয়ে তার ঠোঁটকে আদর করলাম। সে ছোট্ট শ্বাস নিল। আমার হাত তার কোমরে চলে গেল। তাকে জড়িয়ে ধরলাম।
চুমুটা অনেকক্ষণ ধরে চলল। প্রথমে নরম, ধীর। তারপর একটু জোরে। আমি তার নিচের ঠোঁট আলতো চুষলাম। সে আমার উপরের ঠোঁট কামড়ে ধরল – খুব হালকা। আমি তার চুলে হাত বুলিয়ে দিলাম। তার অন্য হাত আমার গলায়। আমরা দুজনেই হারিয়ে গিয়েছিলাম। সময় থেমে গিয়েছিল।
যখন ছাড়লাম – দুজনেরই শ্বাস ভারী। তার চোখে জল। খুশির।
মৌমিতা: এটা... আমার প্রথম চুমু।
আমি: আমারও। আর এটা সবচেয়ে সুন্দর প্রথম।
সে আমার বুকে মাথা রাখল। আমি তার চুলে আঙুল চালাতে লাগলাম।
আমরা প্রায় আধঘণ্টা চুপ করে বসে রইলাম। তারপর আবার কথা শুরু।
আমি: কেমন লাগছে এখন?
মৌমিতা: যেন স্বপ্নের মধ্যে আছি। তোর ঠোঁট... তোর হাত... তোর গন্ধ... সবকিছু মনে থাকবে চিরকাল।
আমি: আমি তোকে আরও কাছে পেতে চাই। সবসময়।
মৌমিতা: আমিও। কিন্তু আস্তে আস্তে। আমাদের তো এখনো অনেক সময় আছে।
দুপুর হলো। আমি ব্যাগ থেকে খাবার বের করলাম – চিকেন স্যান্ডউইচ, চিপস, কোল্ড ড্রিঙ্ক, চকলেট। আমরা একসঙ্গে খেলাম। সে আমার মুখে স্যান্ডউইচ তুলে দিল। আমি তার মুখে। হাসতে হাসতে খেলাম। মাঝে মাঝে আবার ছোট ছোট চুমু। গালে, কপালে, নাকে।
সন্ধ্যা নামার আগে আরেকবার গভীর চুমু। এবার তার গলায়, কানের লতিতে, কাঁধে। সে আমার গলা জড়িয়ে ধরল। আমার হাত তার পিঠে। আমরা দুজনেই হারিয়ে যাচ্ছিলাম।
ফেরার সময় বাইকে সে আরও কাছে। তার বুক আমার পিঠে লেগে আছে। হাত কোমরে শক্ত। পুরো রাস্তা কথা নেই – শুধু অনুভূতি।
বাড়ির কাছে নামিয়ে দিলাম। সে জড়িয়ে ধরল। খুব জোরে।
মৌমিতা: আজকের দিনটা আমার জীবনের সেরা দিন। থ্যাঙ্ক ইউ।
আমি: আমারও। লাভ ইউ অনেক।
সে চলে যাওয়ার আগে গালে একটা শেষ চুমু দিল।
এই ছিল আমাদের প্রথম ডেট। প্রথম চুম্বন। প্রথম সত্যিকারের ক্লোজনেস।
আর এই শুরু মাত্র। এরপর আরও অনেক কিছু অপেক্ষা করছে। কিন্তু সেই প্রথমটা... সেটা চিরকাল আলাদা থাকবে। ❤️?
ধন্যবাদ
"অভিরাজ " ইয়ে সিরফ নাম নাহি ব্র্যান্ড হ্যায় ব্র্যান্ড
Email:- mraviraj912@[gmail].com


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)