04-01-2026, 11:05 PM
পর্ব ১
---------
চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের রাস্তা অল্প নয় মোটেও। কিন্তু সম্পর্কের কাঠামো দাঁড় করাতে, তাদের সময় লেগেছে নয় মাস চৌদ্দ দিন। বাকি যে কিছু ঘন্টা থাকে, তা কেটেছিল নীরবতায়। নিষিদ্ধ জিনিসের লজ্জা থাকে কিছু, তবে এই ব্যপারে আশিক ছাড়া হাত পা। মনের কথা খুলে বলতে বেশি সময় নেয় নি জয়াও। আকাশের দিকটা এখনও আছে টানাটানি'তে। রেনু চাইছে মানিয়ে নিতে,তবে তার লজ্জা নাছোড়বান্দা!
যাত্রার মাঝ পথে সুস্থ সবল গাড়িটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ঘড়ঘড়ে শব্দ তুলে তার কল কব্জার যে কী হয়েছে,আকাশ হাতে কালি মেখেও এখনও বুঝতে পারেনি। রেনু দু মিনিটের জন্যে নেমেছিল বাইরে। তবে ঢাকার আবহাওয়ার খবর যে গ্রামে চলে না, সে কথা বেচারির জানা ছিল না। শীতের শুরুর হিমেল হাওয়া তার শাড়ি–ব্লাউজ ফুড়ে শুধু বক্ষ জোড়ায় নয়, কম্পন লাগালো সারা দেহে। ফলাফল এই হলো যে, সে আবার গাড়িতে ঢুকে কাঁচের বাইরে মুখ বাড়িয়ে নরম সুরে ডাকলে স্বামীকে।
– এই! শোন না,আর কতখন বসে থাকবো?
আশিকের বিরক্ত হবার যথেষ্ট কারণ ছিল,তবে বিরক্ত সে হলো না। জয়া ব্লুটুথ হেডফোনে কান ঢেকে হালকা সুরের রবীন্দ্র সংগীত শুনছিল। গাড়িটা নড়ে উঠতেই, সে এবার কাজল পরা আয়ত চোখ দুটি খুলে চাইলো সামনে। স্বামীর মুখের হাসির ধরণ দেখে এক চিলতে হাসি খেলে গেল তার মুখেও। মোবাইল রেখে দুই হাতের টকটকে লাল নেলপলিশ পরা আঙুলগুলি, হালকাভাবে ঠোঁটে ছুঁইয়ে একটা চুমু ছুরে দিল জানালার বাইরে। স্বামী স্ত্রীর ব্যাপার। তাছাড়া দুপাশে সবুজের ক্ষেতের মাঝে ভয় কি আর একটু বেপরোয়া হতে!
আশিক গাড়িতে ঢুকেছিল রেনুর ডাকে। এবার গাড়ি ঠিক হতেই আকাশ উঠে বসলো। গত রাতে চিন্তায় ঘুম হয়নি রেনুর। ক্ষণে ক্ষণে মনে পরেছে, গত ন'মাসে আকাশের সাথে কাটানো বেশ কিছু মুহূর্ত। সম্পর্কটা ধীরে ধীরে গাঢ় হয়েছে এতে সন্দেহ নেই। কারণ আকাশ গাড়িতে উঠেই নির্দ্বিধায় হাত বাড়িয়েছে তার দিকে। নিঃশ্বাস একটু ঘন হয়ে আসছিল বটে। তবে ঢোঁক গিলে সেটা চেপে রেনু নিজের মাথাটা এলিয়ে দিল আকাশের কাঁধে।
তাদের গন্তব্যে পৌঁছাতে সন্ধ্যা পেরোবে। রাতের খাবার শেষে আজ যার সাথে থাকতে হবে, তার কাছে জয়া লজ্জা দেখানোটা ন্যাকামি ছাড়া অন্য কিছু মনে করে না। সুতরাং তার আচরণে ও ভাষায় স্পষ্টতা ফুটছিল ঘন ঘন। সে সব শুনে রেনুই নয়,কান গরম হচ্ছিল আকাশেরও। কিন্তু লজ্জাটা নারীর ভূষণ, অধিকাংশ পুরুষের তা দেখাতেও তাই আপত্তি। তবে ভাগ্য ভালো জয়া নির্লজ্জ প্রলাপ তাদের শুনতে হলো না বেশিক্ষণ। খানিকক্ষণ পরেই সে কানে হেডফোন লাগিয়ে সংগীত চর্চায় মনোনিবেশ করলে।
আশিকের মনে চিন্তা ছিল কিছুটা। হাজার হোক আকাশ তার বাল্যকালের বন্ধু। বন্ধুর স্ত্রীকে নিজের অঙ্কশায়িনী করতে অস্বস্তি হবারই কথা। জয়া সুন্দরী ও বুদ্ধিমতী। খানিক বেপরোয়া,তবে আদেশ মানতে জানে এই রমণী। মিথ্যে বলে লাভ নেই, আশিক জয়ার মাঝে ভালোবাসা খুঁজতে আসেনি। জয়ার মধ্যে সে নিজের আধিপত্যের বিস্তার ঘটাতে চায়। এর জন্য মূল্য সে কম দেয়নি! নিজের ভালোবাসাটিও সে তুলে দিয়েছে বাল্যবন্ধুর হাতে। তা হলেই না হয় কটা দিন মাত্র, তবুও তো....
আকাশ এক মিনিট তাকিয়ে ছিলে কালো কাঁচের বাইরে,তাও ঘড়ি ধরে। জীবনটা কেমন বাঁধা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। দুরন্ত গতিতে বাইরের দৃশ্য পাল্টাচ্ছে একের পর এক। রাস্তা খুব বেশি নয়, ফিরে যাবে কী সে? প্রশ্নটা নিজেকেই করে সে নিজেই। একবার তাকায় পাশে বসা ঘুমন্ত পরশ্রীর দিকে,যদিও পরস্ত্রী বলাটা সঠিক পরিচয়। তা বন্ধুর স্ত্রীর হলেও নিজের তো নয়।
শ্রী বলতে সৌন্দর্য বোঝে সে, যদিও জানে রেনু আশিকের ঐশ্বর্য ও গর্ব। বৃহৎ বক্ষ যুগল ও উন্নত নিতম্বের বাইরেও রেনুর একটা স্পষ্ট পরিচয় আছে বন্ধু হিসেবে। স্নেহময়ী প্রেয়সীও তাকে বলা চলে। তবে সেটা রেনু নিজে এখনো মানে কী না আকাশ তা জানে না। কিন্তু আজকের আগে বলার সুযোগ রেনু অনেক পেয়েছে, তবে ওই যে, লজ্জা বড্ডো নাছোড়বান্দা তার!
মোট পনেরটি গান একের পর এক শুনে জয়া হাই তুললে। খানিক আলসেমি যে লাগছে তা বলতে লজ্জা নেই মোটেও। মুখ তুলে ব্যাক মিররে পেছনের দৃশ্য দেখে একটু হিংসে যে তার হয়নি,তা বললে মিথ্যে বলা হবে। তবে পরক্ষনেই সামলে নিয়েছে নিজেকে। এরপর সময় কাটাতে লাগলো স্বামী ও তার বন্ধুটির সাথে বকবক করে। পৌঁছাতে অবশ্য সন্ধ্যা তাদের পেরুলই। তবে জয়া এখানে আগেও এসেছে, সেদিন যদিও কামনার তাড়নায় পুড়তে হয়নি তাকে!
সবাই নামলে গাড়িটি সরিয়ে নিয়ে আশিক বাড়ির কোন দিকে ঢোকালো,তা দেখা হলো না আকাশের। এখানে সে আগে আসেনি। তবে জায়গাটি গ্রাম্য ও বহু পুরানো জমিদার বাড়ি টাইপ একটা ফিলিং দিচ্ছে তাকে। আশিকের পূর্বপুরুষ একসময় জমিদার ছিল বটে। তবে তার অস্তিত্ব যে কঙ্কালের মতো আজও টিকে আছে, এটা বাল্যবন্ধু হয়েও তার জানা ছিল না।
বাড়িটি দোতলা। বাইরের অবস্থা বিশেষ ভালো না হলেও, ভেতরের চিত্র আলাদা। আধুনিক বসতবাড়িতে যা থাকার, তার চেয়ে অনেকটাই বেশি আছে এখানে। ভুতুড়ে সিনেমার মতো লোডশেডিং এর ঝামেলা নেই বললেই চলে। কারণ জেনারেটর ও সৌর বিদ্যুৎ দুই মহাশয়ের উপস্থিতি এই বাড়িতে প্রবল। কারণটা যদিও জানা হয়নি,তবে আপাতত রাতের খাবার পেলেই প্রাণ জুড়াবে তার।
রেনু চেনা পরিবেশে এসে স্বাভাবিক হয়েছে বেশ খানিকটা। তিনজন চাকরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাড়ির চাবি সে শাড়ির আঁচলে বেঁধেছে ইতিমধ্যে। এরপর রাতের রান্না ও আপাতত চা-পানির ব্যবস্থা করতে সে ঢুকেছে হেঁসেলে।
জয়া উড়নচণ্ডী! গাড়ি থেকে মাটিতে পা রেখেই সে গেছে পেছনের বাগানে। কি করতে গেছে তা বলে যায়নি,তবে খানিকক্ষণ পরেই তাকে আশিকের সাথে ফিরতে দেখা গেল হাত জড়াজড়ি ও ধরাধরি করে।
তারা একত্রেই উঠলো দোতলায়। সে দিক থেকে মুখ ফিরিয়ে আকাশ গা এলিয়ে দিল নরম সোফায়। বুক ভরে দীর্ঘ একটি নিঃশ্বাস টেনে ও অল্প পরেই ছেড়ে দিয়ে সে দেখলে,রেনু চা বিস্কিটের ট্রে হাতে এগিয়ে আসছে তার দিকেই।
এত জলদি পান বা আহার যোগ্য কিছু পাওয়া যাবেই, এটা তার আশা ছিল না। তবে পেয়ে সে অখুশি হতে পারল না। চা তুলে হাসিমুখে ধন্যবাদ বলার আগেই মিষ্টি কন্ঠস্বর কানে বাজলো তার।
- জয়া ফিরেছে তো? গেল কোথায় মেয়েটা?
প্রশ্ন দুটি, তবে উত্তর হিসেবে দিকনির্দেশনাই যথেষ্ট ছিল। কিছু বলতে হল না মুখে। অবশ্য কোমর দুলিয়ে রেনুর সিঁড়ি ভেঙে ওঠাটাও আকর্ষণীয়! তবে দৃষ্টি ফিরিয়ে আলনো সে। তাকালো তার মুখোমুখি দেয়ালে টাঙ্গানো বৃহৎ তৈলচিত্রের দিকে। রাজা মহারাজের ছবি সে অনেক দেখেছে, কিন্তু অপরূপা ও অর্ধনগ্ন নর্তকীর ছবি এই প্রথম!
ক্রমশই আসবে আশা করি.......
---------
চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের রাস্তা অল্প নয় মোটেও। কিন্তু সম্পর্কের কাঠামো দাঁড় করাতে, তাদের সময় লেগেছে নয় মাস চৌদ্দ দিন। বাকি যে কিছু ঘন্টা থাকে, তা কেটেছিল নীরবতায়। নিষিদ্ধ জিনিসের লজ্জা থাকে কিছু, তবে এই ব্যপারে আশিক ছাড়া হাত পা। মনের কথা খুলে বলতে বেশি সময় নেয় নি জয়াও। আকাশের দিকটা এখনও আছে টানাটানি'তে। রেনু চাইছে মানিয়ে নিতে,তবে তার লজ্জা নাছোড়বান্দা!
যাত্রার মাঝ পথে সুস্থ সবল গাড়িটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ঘড়ঘড়ে শব্দ তুলে তার কল কব্জার যে কী হয়েছে,আকাশ হাতে কালি মেখেও এখনও বুঝতে পারেনি। রেনু দু মিনিটের জন্যে নেমেছিল বাইরে। তবে ঢাকার আবহাওয়ার খবর যে গ্রামে চলে না, সে কথা বেচারির জানা ছিল না। শীতের শুরুর হিমেল হাওয়া তার শাড়ি–ব্লাউজ ফুড়ে শুধু বক্ষ জোড়ায় নয়, কম্পন লাগালো সারা দেহে। ফলাফল এই হলো যে, সে আবার গাড়িতে ঢুকে কাঁচের বাইরে মুখ বাড়িয়ে নরম সুরে ডাকলে স্বামীকে।
– এই! শোন না,আর কতখন বসে থাকবো?
আশিকের বিরক্ত হবার যথেষ্ট কারণ ছিল,তবে বিরক্ত সে হলো না। জয়া ব্লুটুথ হেডফোনে কান ঢেকে হালকা সুরের রবীন্দ্র সংগীত শুনছিল। গাড়িটা নড়ে উঠতেই, সে এবার কাজল পরা আয়ত চোখ দুটি খুলে চাইলো সামনে। স্বামীর মুখের হাসির ধরণ দেখে এক চিলতে হাসি খেলে গেল তার মুখেও। মোবাইল রেখে দুই হাতের টকটকে লাল নেলপলিশ পরা আঙুলগুলি, হালকাভাবে ঠোঁটে ছুঁইয়ে একটা চুমু ছুরে দিল জানালার বাইরে। স্বামী স্ত্রীর ব্যাপার। তাছাড়া দুপাশে সবুজের ক্ষেতের মাঝে ভয় কি আর একটু বেপরোয়া হতে!
আশিক গাড়িতে ঢুকেছিল রেনুর ডাকে। এবার গাড়ি ঠিক হতেই আকাশ উঠে বসলো। গত রাতে চিন্তায় ঘুম হয়নি রেনুর। ক্ষণে ক্ষণে মনে পরেছে, গত ন'মাসে আকাশের সাথে কাটানো বেশ কিছু মুহূর্ত। সম্পর্কটা ধীরে ধীরে গাঢ় হয়েছে এতে সন্দেহ নেই। কারণ আকাশ গাড়িতে উঠেই নির্দ্বিধায় হাত বাড়িয়েছে তার দিকে। নিঃশ্বাস একটু ঘন হয়ে আসছিল বটে। তবে ঢোঁক গিলে সেটা চেপে রেনু নিজের মাথাটা এলিয়ে দিল আকাশের কাঁধে।
তাদের গন্তব্যে পৌঁছাতে সন্ধ্যা পেরোবে। রাতের খাবার শেষে আজ যার সাথে থাকতে হবে, তার কাছে জয়া লজ্জা দেখানোটা ন্যাকামি ছাড়া অন্য কিছু মনে করে না। সুতরাং তার আচরণে ও ভাষায় স্পষ্টতা ফুটছিল ঘন ঘন। সে সব শুনে রেনুই নয়,কান গরম হচ্ছিল আকাশেরও। কিন্তু লজ্জাটা নারীর ভূষণ, অধিকাংশ পুরুষের তা দেখাতেও তাই আপত্তি। তবে ভাগ্য ভালো জয়া নির্লজ্জ প্রলাপ তাদের শুনতে হলো না বেশিক্ষণ। খানিকক্ষণ পরেই সে কানে হেডফোন লাগিয়ে সংগীত চর্চায় মনোনিবেশ করলে।
আশিকের মনে চিন্তা ছিল কিছুটা। হাজার হোক আকাশ তার বাল্যকালের বন্ধু। বন্ধুর স্ত্রীকে নিজের অঙ্কশায়িনী করতে অস্বস্তি হবারই কথা। জয়া সুন্দরী ও বুদ্ধিমতী। খানিক বেপরোয়া,তবে আদেশ মানতে জানে এই রমণী। মিথ্যে বলে লাভ নেই, আশিক জয়ার মাঝে ভালোবাসা খুঁজতে আসেনি। জয়ার মধ্যে সে নিজের আধিপত্যের বিস্তার ঘটাতে চায়। এর জন্য মূল্য সে কম দেয়নি! নিজের ভালোবাসাটিও সে তুলে দিয়েছে বাল্যবন্ধুর হাতে। তা হলেই না হয় কটা দিন মাত্র, তবুও তো....
আকাশ এক মিনিট তাকিয়ে ছিলে কালো কাঁচের বাইরে,তাও ঘড়ি ধরে। জীবনটা কেমন বাঁধা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। দুরন্ত গতিতে বাইরের দৃশ্য পাল্টাচ্ছে একের পর এক। রাস্তা খুব বেশি নয়, ফিরে যাবে কী সে? প্রশ্নটা নিজেকেই করে সে নিজেই। একবার তাকায় পাশে বসা ঘুমন্ত পরশ্রীর দিকে,যদিও পরস্ত্রী বলাটা সঠিক পরিচয়। তা বন্ধুর স্ত্রীর হলেও নিজের তো নয়।
শ্রী বলতে সৌন্দর্য বোঝে সে, যদিও জানে রেনু আশিকের ঐশ্বর্য ও গর্ব। বৃহৎ বক্ষ যুগল ও উন্নত নিতম্বের বাইরেও রেনুর একটা স্পষ্ট পরিচয় আছে বন্ধু হিসেবে। স্নেহময়ী প্রেয়সীও তাকে বলা চলে। তবে সেটা রেনু নিজে এখনো মানে কী না আকাশ তা জানে না। কিন্তু আজকের আগে বলার সুযোগ রেনু অনেক পেয়েছে, তবে ওই যে, লজ্জা বড্ডো নাছোড়বান্দা তার!
মোট পনেরটি গান একের পর এক শুনে জয়া হাই তুললে। খানিক আলসেমি যে লাগছে তা বলতে লজ্জা নেই মোটেও। মুখ তুলে ব্যাক মিররে পেছনের দৃশ্য দেখে একটু হিংসে যে তার হয়নি,তা বললে মিথ্যে বলা হবে। তবে পরক্ষনেই সামলে নিয়েছে নিজেকে। এরপর সময় কাটাতে লাগলো স্বামী ও তার বন্ধুটির সাথে বকবক করে। পৌঁছাতে অবশ্য সন্ধ্যা তাদের পেরুলই। তবে জয়া এখানে আগেও এসেছে, সেদিন যদিও কামনার তাড়নায় পুড়তে হয়নি তাকে!
সবাই নামলে গাড়িটি সরিয়ে নিয়ে আশিক বাড়ির কোন দিকে ঢোকালো,তা দেখা হলো না আকাশের। এখানে সে আগে আসেনি। তবে জায়গাটি গ্রাম্য ও বহু পুরানো জমিদার বাড়ি টাইপ একটা ফিলিং দিচ্ছে তাকে। আশিকের পূর্বপুরুষ একসময় জমিদার ছিল বটে। তবে তার অস্তিত্ব যে কঙ্কালের মতো আজও টিকে আছে, এটা বাল্যবন্ধু হয়েও তার জানা ছিল না।
বাড়িটি দোতলা। বাইরের অবস্থা বিশেষ ভালো না হলেও, ভেতরের চিত্র আলাদা। আধুনিক বসতবাড়িতে যা থাকার, তার চেয়ে অনেকটাই বেশি আছে এখানে। ভুতুড়ে সিনেমার মতো লোডশেডিং এর ঝামেলা নেই বললেই চলে। কারণ জেনারেটর ও সৌর বিদ্যুৎ দুই মহাশয়ের উপস্থিতি এই বাড়িতে প্রবল। কারণটা যদিও জানা হয়নি,তবে আপাতত রাতের খাবার পেলেই প্রাণ জুড়াবে তার।
রেনু চেনা পরিবেশে এসে স্বাভাবিক হয়েছে বেশ খানিকটা। তিনজন চাকরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাড়ির চাবি সে শাড়ির আঁচলে বেঁধেছে ইতিমধ্যে। এরপর রাতের রান্না ও আপাতত চা-পানির ব্যবস্থা করতে সে ঢুকেছে হেঁসেলে।
জয়া উড়নচণ্ডী! গাড়ি থেকে মাটিতে পা রেখেই সে গেছে পেছনের বাগানে। কি করতে গেছে তা বলে যায়নি,তবে খানিকক্ষণ পরেই তাকে আশিকের সাথে ফিরতে দেখা গেল হাত জড়াজড়ি ও ধরাধরি করে।
তারা একত্রেই উঠলো দোতলায়। সে দিক থেকে মুখ ফিরিয়ে আকাশ গা এলিয়ে দিল নরম সোফায়। বুক ভরে দীর্ঘ একটি নিঃশ্বাস টেনে ও অল্প পরেই ছেড়ে দিয়ে সে দেখলে,রেনু চা বিস্কিটের ট্রে হাতে এগিয়ে আসছে তার দিকেই।
এত জলদি পান বা আহার যোগ্য কিছু পাওয়া যাবেই, এটা তার আশা ছিল না। তবে পেয়ে সে অখুশি হতে পারল না। চা তুলে হাসিমুখে ধন্যবাদ বলার আগেই মিষ্টি কন্ঠস্বর কানে বাজলো তার।
- জয়া ফিরেছে তো? গেল কোথায় মেয়েটা?
প্রশ্ন দুটি, তবে উত্তর হিসেবে দিকনির্দেশনাই যথেষ্ট ছিল। কিছু বলতে হল না মুখে। অবশ্য কোমর দুলিয়ে রেনুর সিঁড়ি ভেঙে ওঠাটাও আকর্ষণীয়! তবে দৃষ্টি ফিরিয়ে আলনো সে। তাকালো তার মুখোমুখি দেয়ালে টাঙ্গানো বৃহৎ তৈলচিত্রের দিকে। রাজা মহারাজের ছবি সে অনেক দেখেছে, কিন্তু অপরূপা ও অর্ধনগ্ন নর্তকীর ছবি এই প্রথম!
ক্রমশই আসবে আশা করি.......


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)