দুই
![[Image: Whats-App-Image-2025-12-26-at-9-04-44-AM.jpg]](https://i.ibb.co/p6NCmFvC/Whats-App-Image-2025-12-26-at-9-04-44-AM.jpg)
“আমার বউ কি লিখছে, দেখি?”
মিম ডায়েরি অফ করে দিলো। মুখে হাসি।
“নেহিইইই। এটা সিক্রেট। তোমরা কক্ষনোই দেখবানা।”
“আচ্ছা আচ্ছা। লিখো। আমি গেলাম।” প্রস্থান করতে যাবো, মিম ডাক দিলো।
“শুনো।”
“বলো।”
“বসো। তোমার হাত ধরে কিছুক্ষণ বসে থাকি।আম্মু কি করছে?”
“সুয়ে। যাও চা করে আনো। চা খেতে খেতে গল্প করি।”
মিম “আচ্ছা” বলে চলে গেলো।
এখানের জীবন খারাপ লাগছেনা। ভালোই।
আমরা এখন যেখানে আছি, সিঙ্গাপুরের Siglap এলাকার East Coast-এরিয়াতে। Jalan Segenting রোডের পাশেই Willow Breeze Bungalow নামের একটা ছোট্ট বাড়ি। সিঙ্গাপুরের সবচেয়ে আকর্ষনীয় সমুদ্র Singapore Strait (South China Sea-এর অংশ), East Coast Park থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্ব যা দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা গুলোর একটি।
![[Image: Whats-App-Image-2025-12-26-at-9-04-41-AM.jpg]](https://i.ibb.co/PGHfqfrH/Whats-App-Image-2025-12-26-at-9-04-41-AM.jpg)
![[Image: Whats-App-Image-2025-12-26-at-9-04-40-AM.jpg]](https://i.ibb.co/m5fkV237/Whats-App-Image-2025-12-26-at-9-04-40-AM.jpg)
Willow Breeze Bungalow
28 Jalan Segenting
Siglap
Singapore 458000
এখানেই আমাদের অফিসের একটা ব্রাঞ্চ আছে। মামুন ভাইকে বলে এই ব্রাঞ্চে ট্রান্সফার করে নিই। এখন আমার জব আর রিমোটিং না। অফিসের জব। আমরা যে বাসাই থাকি সেটার দুইটা ইউনিটস আছে। এই বাড়িগুলিকে এখানে multi-generational home নামে ডাকে, যেখানে দুটো ফ্যামিলি একসাথে থাকতে পারে অবশ্য নিজেদের প্রাইভেসি রেখে।
![[Image: Whats-App-Image-2025-12-26-at-9-04-43-AM.jpg]](https://i.ibb.co/Y4w7Dz4w/Whats-App-Image-2025-12-26-at-9-04-43-AM.jpg)
আকোল স্যারের পরিবার
এই বাড়ির খোজ পাই এখানকার ব্রাঞ্চ অফিসের হেড আকোল স্যার এর কাছ থেকে।উনিই এই বাড়ির একটা ইউনিটে থাকছেন।এখন আমরা প্রতিবেশি। একই বাসার দুই ইউনিটের দুই পরিবার। উনি আফ্রিকার সাউথ সুদানের নাগরিক। দেখতে যেমন কালো তেমনি সুঠাম দেহের অধিকারি। ওর পাশে নিজেকে বাচ্চা লাগে। আকোল বিবাহিত। উনার বউ এর নাম কুয়ল।গায়ের রঙ সাদা। দুই পৃথিবী বিয়ে হলো কেমনে ভাবনার বিষয়। এদের দুই বছরের একটা পিচ্চি আছে এখনো দুধ খাই। নাম মাবিওর। এই আবার মায়ের রঙ পাইসে। এরা ধর্মে খ্রিস্টান।
আকোল মোটামুটি বাংলা জানেন। উনি বাংলাদেশের টিম লিড করেন। মামুন ভাই উনার আন্ডারের ম্যানেজার। আমি এখানে মামুন ভাইএর রেফারেন্সে আকোল স্যারের আন্ডারে এসেছি।বলেছিক্স আমার শাশুড়ি ভিষন অসুস্থ্য। ডাক্তার দেখানো+বছর খানেক ঘুরা, সব মিলিয়ে এক বছরের জন্য এখানে সিফট করেছি। এখানে যেহেতু আমাদের একটা ব্রাঞ্চ আছে তাই আমাকে অফিসে কাজ করার অফার দেওয়া হয়। আমি গ্রহন করি। তাছারা সেলারিটাও দরকার। অনেক খরচ হবে।
সেদিন বাসার ছাদে শাশুড়ির এমন কথা শুনে তো দুনিয়া উলোট পালোট হয়ে গেছিলো। উনাকে অসুধ কিনে এনে দিলাম। বললো খেয়েছি। অথচ এখন বলছে সে প্রেগন্যান্ট! মানা যায় এগ্লা! উনি আমার শাশুড়ি না হয়ে অন্য কেউ হলে এটা শোনার পর স্বজোরে একটা চড় দিতাম। তবুও নিজেকে শান্ত করে জিজ্ঞেস করেছিলাম,
“আমি তো আপনাকে অসুধ এনে দিসিলাম। খাননি?”
“বেটা আমাকে মাফ করো।”
“কেন? এমন কথা কেন বলছেন?”
“আমি জানি এটা পাগলামি। কিন্তু তোমাকে বলে বোঝাতে পারবোনা আমার মনের কথা।”
“কি হয়েছে সেটা বলেন।”
“বেটা তুমি জানোই আমাদের একটা ছেলে সন্তানের খুব সখ ছিলো। হাজার বার চেস্টা করেও আর আমাদের বাচ্চা হয়নি। সেদিন তুমি আমার সাথে তোমার শ্বশুর সেজে এমন করার পর আমার মাথায় ঐটাই কাজ করছিলো, আমার পেটে যদি বাচ্চা চলেও আসে আমি সেটা নস্ট হতে দিবনা। এই বাচ্চার জন্য তোমার শ্বশুর হাজার চেস্টা করেছেন। আমি উনাকে খুসি করতে পারিনি।”
উনি দীর্ঘ উপন্যাস পাঠ করে থামলেন।
“তা বলে এই সময় এমন কান্ড করবেন? সমাজকে কি বলবেন? আর আপনার মেয়ে?”
“আমি কিছু জানিনা বেটা। দরকার হলে আমি রুম থেকে বের ই হবোনা। সমাজে মুখ দেখাবোনা।”
“আর আপনার মেয়ে?”
“সেটা তুমি ম্যানেজ করো যেভাবেই হোক।”
উনার প্রতিটি কথার মধ্যে একটা জেদ এবং সন্তানের প্রতি নেশা লুকিয়ে আছে। উনি কোনো যুক্তিতেই বাচ্চা নস্ট করার পক্ষে না।
শেষে সিদ্ধান্ত নিলাম, মিমকে সত্যটার কিছু অংশ বলবো। মিম জানবে মায়ের পেটে বাচ্চা। তবে সেটা মায়ের সেই প্রেমিম Shahjahan Mia এর। মা একদিন গোপনে উনার সাথে দেখা করে এই কুকাম করসে। মা এখন বাচ্চাটা নস্ট করতে চাইনা।
মিমকে জানানোর পর বলে, “আর ওখান থেকে যখন দেশে আসবা, মানুষ জানতে চাইলে কি বলবা, বাচ্চা কার?”
মিমের প্রতিত্তরে আমিই বলেছিলাম, “আমরা জানবো বাচ্চাটা কার। কিন্তু দুনিয়া এবং বাচ্চা জানবে বাচ্চাটি তোমার আর আমার।”
আমার কথাই আম্মা হেব্বি খুশি। মিম তখন কিছু বলেনি। তবে তার সাপর্ট পেয়েই আজ আমরা সিংগাপুরের মাটিতে।
তবে দুনিয়ার সবাই জানবে আমরা সিংগাপুরে জবের অফার পেয়েছি। এক বছরের প্রোজেক্ট। সেখানে এক বছরের জন্য যাচ্ছি। এমন কেচ্চাকাহিনি করেই দেশ ছারতে হয়।
জরুরি ভিত্তিতে সব ম্যানেজ করে এখানে আসতে আমার ব্যাংকের অর্ধের সেভিংস শেষ। তবুও আমি খুশি। কারণ দুইটা,
১। আমার দুনিয়া অন্তত খুশি আছে।
২। আমি বাবা হতে চলেছি।
আসার সময় সৈকতদের হাতে বাড়ির দেখাশোনা দিয়ে এসেছি। আম্মার রুমে তালা দিয়ে বাকি রুম তাদের জন্য রেখে দিয়েছি। বলেছি, “তোরা আর বৈঠক রুমে থাকিস না। আমার রুমেই থাকিস।”
ক্যামেরাটা খুলতে গিয়ে আর খুলিনি। থাক। এর পেছনে বহু টাকা খসিয়েছি।
“এই নাও চা।”
মিম চা নিয়ে আসলো। সাথে শাশুড়িও আসলো। ওরা আমার দুই পাশে বসলো।
চায়ে চুমুক দিয়ে আম্মাকে বললাম, “আম্মা, তবে যাই বলেন, এই সুন্দর অপরুপ দৃশ্য দেখার সৌভাগ্য কিন্তু আপনার জন্যই সম্ভব হয়েছে।”
আমার আর মিমের মুখে হাসি।
“বেটা আর লজ্জা দিওনা।”
অসমাপ্ত আত্মজীবনী
প্রথম সিজন আমার দুনিয়া
দ্বিতীয় সিজন মিমের দুনিয়া
***************************************************



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)