Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
অবাধ্য আকর্ষণ ( Contd after Sexdisciple post)
#3
“ কি রে কি হল ওখানে? “
রাত ১১ টা। গুঞ্জনের গলায় উৎকণ্ঠা।
“ তেমন কিছুই না “
“ তেমন কিছু না অথচ তোকে রাতে ডেকে পাঠাল কেন? “
“ আমি প্রিন্সিপালের কাছে কেন গেছিলাম সেটা জানতে “
“ তুই যে প্রিন্সিপালের কাছে গেছিস সেটা মেহের আলম কি করে জানল? “
“ সেটাই তো ভাববার ব্যাপার রে, তবে যেভাবে আমাকে বোঝাল তাতে এটা বুঝলাম যে মেহের আলম অন্তত আমার দুশমন হবে না।“
“ অত জলদি কারও ব্যাপারে সিওর হতে নেই খোকন, বিশেষ করে সুন্দরীদের ক্ষেত্রে “
“ খিল্লি করছিস? “
“ নিজের একমাত্র প্রেমিক বলে কথা, খিল্লি তো করাই যায় “
“ আমি কিন্তু অন্য একটা জিনিস ভাবছি “
“ কি “
“ মেহের আলম যদি আমার সব খবর রাখতে পারে, তাহলে কুবের দীক্ষিত ও নিশ্চয় রাখছে।“
“ আরে বাল, এটা তো ঠিক বলেছিস “
“ হুম, সেটাই চাপের “
“ তাহলে কি হবে? “
“ জানিনা, পাগড়ী কেমন আছে রে?”
“ লাভ্লি তো বলল ভাল আছে “
“ কাল সকালে দেখতে যেতে হবে, চল কাটলাম “
“ একটু রোম্যান্টিক হতে শেখ বাল, গার্ল ফ্রেন্ড কে কাটলাম বলে না।“
“ আচ্ছা মা জননী “
“ শালা কাল সকালে তোর কি হাল করি দ্যাখ,মাইরি শালা পুরো এনাটমির দিব্বি “

পরেরদিন সকাল ৭ টা। 
নিখিলের সাথে হাসপাতালে দেখা করতে এসেছে অনিন্দ্য। বেডের কাছে এসে দেখে নিখিল পিছন ফিরে ঘুমাচ্ছে।
“ কি রে পাগড়ী কেমন আছিস? “
হটাত তড়াক করে বিছানায় উঠে বসল নিখিল, তারপর ঝড়ের গতিতে বলল
“ আভি তঙ্গ মত কর, আচ্ছা সিন দেখ রহা হু। তু ডিস্টার্ব মত কর”
বলেই আবার আগের পজিশনে শুয়ে পড়লো।
অনিন্দ্যর মাথায় কিছুই ঢুকল না। এটা কিরকম হল, শুয়ে শুয়ে আবার ব্যস্ত?
“ ওই পাগড়ী কি হয়েছে রে? “
নিখিল যেমন শুয়ে ছিল তেমনি শুয়ে থাকল। অনিন্দ্য একটু বিচলিত হয়ে উঠল। তখনই এক নার্স এসে নিখিলকে ডাক দিল
“ ওয়ে ভাইসাব, চলো ইঞ্জেক্সেন লগা লো “
নিখিল মুখ তুলে তাকাল, মুখ টা দেখে মনে হচ্ছে যেন এই মাত্র নিমপাতার সরবত খেয়ে উঠল। নার্স ইঞ্জেক্সন লাগিয়ে যাওয়ার সাথে সাথেই নিখিল আবার আগের পজিশনে ফিরে গেল। 
“ ওয়ে পাগড়ী কি হল রে তোর? “
নিখিল এবার উঠে বসল
“ শালে, শান্তি সে থোড়া দর্শন ভি নহি করনে দেতা “
“ কি দর্শন করছিলি বে?”
“ নিচে ফ্লোর মে এক সলিড ভাবি উসকা বচ্চা কো দুধ পিলা রহি থি, উনহি কা দুধ দর্শন কর রহা থা “
“ কি হারামি রে শালা তুই “
“ ভাই তু ভি দেখতা তো তেরা ভি নিয়ত খরাব হো জাতা “
“ দরকার নেই আমার দেখে, বল কেমন আছিস? “
“ হা বে তু কাহে দেখেগা? ইস কলেজ কা সবসে সেক্সি আইটেম যো তেরে সাথ হ্যায় “
“ একটা তো গুঞ্জন বুঝলাম, ২ নাম্বার টা কে? “
“ কলেজ কি আন, দিল্লী কে শান, মেহেরজান “
“ হাহাহহাহাহাহাহহাহা পাগড়ী তুই পারিস “
“ উও সব ছোড়, আজকাল মেহেরজান কি ঘর মে ক্যা কর রহা হ্যায় রে? “
“ আরে ডেকেছিল রে এমনি “
“ হা ভাই, হামে তো সিরফ মোটি নার্স বুলাতি হ্যায় “
“ কিন্তু তুই জানলি কি করে?”
“ ভাই মেরে পাস সব খবর রেহতা হ্যায় “
“ বুঝলাম, মাথা ফাটালি কি করে? “
“ দেখ সুবহ তো গুলাব ওর চকলেট তো দিয়া, ফির সারাদিন দিল্লী ভি ঘুমা। ওয়াপাস জব আ রহা থা তো আচানাক ইয়ে যশ কে কুত্তে মিল গয়ে। ম্যানে বোলা কি ভাই আভি যানে দো, কল বাত করেঙ্গে।হারামি মানা নহি। গালি দেনে লগ গয়া। ম্যায় ফির ভি চুপ থা, লেকিন চুতিয়া লাভ্লি কো ভি গালি দে দিয়া। বস জাগ গয়া সর্দার, মার দিয়া মুক্কা। ৫ কে বদলে হাম এক, পিট গয়া। “
“ আমার জন্য তুইও মার খেলি। আমার নিজের ই খারাপ লাগছে “
“ ভাই দোস্তি মে ইতনা তো হোতা হ্যায়”
“ মাথায় কটা সেলাই পড়লো? “
“ সিরফ তিন, লেকিন ইয়ে উংলি টুটা “ বলে নিখিল বাঁ হাতের কড়ি আঙ্গুল টা দেখাল
“ পাগড়ী এবার মুতবি কি করে? “
“ উংলি কটা হ্যায় বাবুমশাই, লন্ড নহি “
“ আর লাভ্লি কি বলল ? “
“ fully impressed, বোলি কি কোই অউর হোতা তো ভাগ যাতা, পর তুম নহি, “
“ তাহলে বিয়ে কবে? “
“ আগে তোকে বিয়ে করব তারপর নিখিলের বিয়ে দেব “
পিছন থেকে বোমা বিস্ফোরণের মতই আওয়াজ এল, গুঞ্জন এসেছে। 
“ আরে ভাবিজান, আইয়ে “
“ কেমন আছিস?”
“ বিন্দাস হু ভাবিজান “
Like Reply


Messages In This Thread
RE: অবাধ্য আকর্ষণ ( Contd after Sexdisciple post) - by dweepto - 8 hours ago



Users browsing this thread: