১.
আফতাপ নগরের এক প্রতন্ত গ্রামে মোটামুটি সচ্ছল পরিবারে এক বামনের জন্ম। তার নাম শাকিল। প্রথমে রবির বাবা - মা বুঝতে পারে নি, যে শাকিল একজন বামন। শাকিলের বয়স যখন ৩ বছর, তখন শাকিলের মা তাদের ছেড়ে চলে যায়। ৫ বছর পরেও শাকিলের যখন লক্ষ্যণীয় শরীরিক ও উচ্চতার তেমন বৃদ্ধি না হলে, ডাক্তার টেস্ট করে শাকিলের বাবাকে জানায় শাকিলের হরমোনাল সমস্যা রয়েছে। সে উচ্চতায় তেমন একটা বাড়বে না। মানে শাকিল একজন বামন।
এরপরে, শাকিল তার বাবার কাছ থেকে তেমন একটা সাপোর্ট পায়নি। শাকিল বাবার থেকে সবসময় অবহেলায় ও বোঝা হয়ে বেড়ে উঠেছে। বাবা শাকিলকে ক্লাস ৬ প্রর্যন্ত পড়াশোনা করিয়ে, তাকে আর লেখাপড়া করায় নি।
বাবার কাছ থেকে এইরকম আচরণ তাকে আস্তে আস্তে তাকে অপরাধের রাস্তায় ধাবিত করে। শাকিল তার দশ বছর বয়সেই চুরিতে সিদ্ধহস্ত হয়ে ওঠে। তার বয়স বাড়ার সাথে সাথে, তার চুরির অভ্যাসটা আরো বাড়তে থাকে। পুরো গ্রাম তার কাজের জন্য, তার বাবা প্রায়ই অপমানের স্বীকার হয়। বাধ্য হয়ে বাবা, বামন শাকিলকে শহরে পাঠিয়ে দেয়।
চলবে...........


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)