16-12-2025, 03:03 PM
(09-12-2025, 05:31 PM)sarkardibyendu Wrote:।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান।।
সন্ধ্যা থেকে আজ টিপটিপ বৃষ্টি পড়ছিলো। বাতাসে একটু ঠান্ডা ভাব। ফুলমনী হাড়িতে ভাত চাপিয়ে উনুনের সামনে বসে আছে। পাশে অনামিকা হাল্কা চাদর গায়ে জড়িয়ে হাঁটুতে থুতনি রেখে বসে ধোঁয়া ওঠা হাঁড়ির দিকে তাকিয়ে আছে। রাতে একদিনও ফুলমনি অনামিকাকে রান্না করতে দেয় না। সিদ্ধ ভাত হলেও নিজেই করে। আজও ভাতে সিদ্ধ আলু আর বেগুন। ফুলমনি রান্না করে খেয়ে রাতে এখানেই থেকে যায়। অনামিকা কয়বার বলেছে বাড়ি চলে যেতে কিন্তু ও যেতে চায় না। বলে, " গেরামের ধারে ঘর দিদিমনি তোর, রাত বিরাতে ডর লাগবে....... আমার আর কি, বাড়ি আর এখানে তো একই ব্যাপার। "
বড় ভাল লাগল। অনামিকার মনে ঝড় উঠেছে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)