15-12-2025, 02:54 AM
দাদা, আপনি কয়েকটা নির্বোধের কথায় অভিমান করে লেখালেখি বন্ধ করে দিলেন। এতে আপনি তাদেরকেই জিতিয়ে দিলেন। আপনি অনেক লেখক-লেখিকার জন্য একজন পথিকৃৎ হতে পারতেন, একজন জ্বলন্ত প্রকৃষ্ট উদাহরণ - যে আজেবাজে লোকেদের কথা কিভাবে অগ্রাহ্য করতে হয়। মনে করবেন না যে আপনি ছেড়ে দিয়েছেন বলে আগামীতে এই ফালতু লোকগুলো অন্য কোনো লেখক-লেখিকার পেছনে পড়বে না; এর অবশ্যই পড়বে; এটাই এদের স্বভাব। আর আপনি সোজা থেকে কোনো কথা না বলে নিজের লেখাকে এগিয়ে নিয়ে সেই জবাবটাই দিতে পারতেন। কিন্তু তা আপনি করেননি। আপনি ফিরে এসে সেই জবাবটা দিন; যারা আপনার অনুরাগী পাঠক-পাঠিকা আর যারা আপনার লেখা থেকে অনুপ্রেরণা নিয়ে কিছু তো লেখার চেষ্টা করছে।
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজও আপনার ফিরে আসার অপেক্ষায় রয়েছি।
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজও আপনার ফিরে আসার অপেক্ষায় রয়েছি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)