পঞ্চাশ তম
পর্ব
(৫০)
মিটিং শেষ করে ঘন্টাখানেক কাজ করলাম। ৯টা বাজতে গেলো। নিচে যেতে হবে। শীত পড়া শুরু হয়ে গেছে। গরম করার হিটার আর ছাদে আসবেনা।তাই আমারো থেকে আর লাভ নাই। ল্যাপটপ বন্ধ করতে যাবো, ভাবলাম, একটু ক্যামেরা অন করি।
ডিভাইসটা অন করেই মিমকে দেখলাম। বেডে বসে আছে।আচ্ছা ওর গায়ে কি কাপড় নেই নাকি???
জুম করি তো!
জুম করে দেখি জামা খুলে বসে আছে। সেল্ফি তুলছে।
কিন্তু সে সেল্ফি তুলবে কেন এমন উলঙ্গ শরীর নিয়ে???
আমাকে দিবে? আমি তো চাইনি। আর আমাকেই বা কেন দিবে? আমি তো বাড়িতেই। তাহলে????
কয়েকটা ছবি তুলে ফোন নিয়ে কি যেন করছে।
আচ্ছা কাউকে কি পাঠাচ্ছে???
ক্যামেরায় ফোনের স্কিন দেখতে পাচ্ছিনা।
একটু পরেই ফোন কানে ধরলো— “এটাই কিন্তু শেষ। আর দিতে পারবোনা। আর কখনোই আমার ফোনে ফোন দিবেনা। বাই।”
সর্বনাশ!!! কাকে বললো সে এই কথা???
আমার দুনিয়া
অসমাপ্ত আত্মজীবনী
*******************************



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)