11-12-2025, 06:35 PM
(10-12-2025, 09:38 PM)PramilaAgarwal Wrote: হাই সোসাইটির ও দরিদ্র সোসাইটির কথা বলছি না। রক্ষণশিলতা মধ্যবিত্তদের।
উচ্চবিত্তরা বাবা মায়ের সাহচর্য ও শিক্ষা কোনওদিনই পায়নি। তাদের মধ্যে পারিবারিক স্নেহ ও আবেগ ব্যাপারটা চিরদিনই কম। দরিদ্রদের কথাও তথৈবচ। গ্রামের দরিদ্র অশিক্ষিত কিশোরীরা পাট ক্ষেতে ধান ক্ষেতে তাদের প্রেমিকদের সঙ্গে রমণ করে এসেছে আমার ছেলেবেলা থেকে। এবং পেটে বাচ্চা এসে গেলে হাতুড়ে গর্ভপাতে মৃত্যু, বা আত্মহত্যাও সাধারণ ঘটনা ছিল।
পড়াশুনোয় যে মেয়েরা ক্লাসে ফেল করত, তাদেরও প্রেমিকদের সঙ্গে পালিয়ে যেতে দেখা যেত আজ থেকে ৪০ বছর আগেও। মনোবিজ্ঞানে একে কম্পেন্সেটরি বিহেভিয়ার বলে। কবির বেদীর স্ত্রী প্রতিমা বেদীও এই রোগে আক্রান্ত ছিলেন। এখন মধ্যবিত্ত পরিবারেও এই রোগ দেখা যাওয়া স্বাভাবিক - যদি মাবাবা নিজেদের ক্যারিয়ার নিয়ে অতিব্যস্ত থাকেন, সন্তানদের মানসিক চাহিদা পূর্ণ করতে না পারেন।
এটা সামাজিক ব্যাধি নয়। ব্যক্তিকেন্দ্রিক ব্যাধি। যদি অমনোযোগী মাবাবার সংখ্যা মধ্যবিত্ত সমাজে বেড়ে যায়, ছেলেমেয়েরা promiscuous হবে আশ্চর্য কিছু নয়। তাদের সংখ্যাও বেড়ে যাবে।
কিন্তু মূল কথা, পল্লবী বা অনামিকা কি এমন ডিসফাঙ্কশনাল পরিবারের? তা যদি না হয়, কেবল আধুনিক সমাজের উপর চোখ বুজে তাদের promiscuity চাপিয়ে দেওয়া অন্যায় হবে।
আপনি বার বার মেয়েদের কমবয়সী যৌনতাকে পড়াশোনায় ফেল করা মেয়েদের বিষয় বলে কেনো ভাবছেন? দুটি বিষয় একেবারেই আলাদা। আর যৌনিতায় আগ্রহ মানেই যে সে পড়াশোনায় খারাপ আর তাকে পালিয়ে বিয়ে করতে হবে সেটা না। আর অতি রক্ষণশীলতাও মাঝে মাঝে দায়ী হয় সন্তানের বিপথে চালনার জন্য। আসল ব্যাপার হলো মেয়েদের স্বাধীনতা। এই সময়ে ১৮-২০ ২২ এর মেয়েরা হোস্টেলে থাকছে, কেউ কেউ আই টি তে কাজ করছে, তারা বাবা মা পরিবার থেকে দূরে থাকার সুবাদে স্বাধীনতার লোভ এড়াতে পারে না। যে সব মেয়েরা সারারাত পার্টি করে, বন্ধুদের সাথে ট্রিপে যাচ্ছে অনায়াসে, তারা কেউ ফেল করা মেয়ে না, না তারা পালিয়ে বিয়ে করার জন্য ব্যাস্ত.......তারা আসলে আডভেঞ্চার প্রিয়, নিষিদ্ধ জিনিসের প্রতি টান তাদের বেশী....., আবার সে এমন বল্র যে সে মানুষ হিসাবে ভালো হবে না সেটাও না, সেটা সম্পূর্ণ আলাদা দিক...... তাই কমবয়সী মেয়েরা মুক্ত যৌনতায় আগ্রহী না, একমাত্র ত্রিশের কাছে গিয়েই তাদের যৌনতার ইচ্ছা জাগে এটা ভ্রান্ত ধারনা, অন্তত আমার বাস্তব অভিজ্ঞিতা তাই বলে...... এখনো যেসব নারী রক্ষনশীল তারা শিক্ষিত হোক বা অশিক্ষিত, রক্ষণশাইলই থাকবে, আর যারা মুক্তমনা তারা সবার অলক্ষ্যে হলেও যৌনতায় আগ্রহী হবে এটাই নিয়ম, এটাই বাস্তব।
Deep's story


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)