10-12-2025, 06:35 PM
(10-12-2025, 06:11 PM)PramilaAgarwal Wrote: এই "আধুনিক" কথাটা বিভ্রান্তিকর।কারণ ২,৫০০ বছর আগেও অধুনা ব্যাপারটা ছিল। ঝোঁকের বসে ছেলেমেয়ে যৌনতায় লিপ্ত হচ্ছে, কথাটা বাস্তব না। অন্ততঃ স্ট্যাটিসটিক্যালি। মধ্যবিত্তরা শিক্ষিত। তাদের যৌনতা নিয়ে সংরক্ষণশিলতা ছিল ও থাকবে। পল্লবীর মা বাবা নিশ্চয়ই ছেলেমেয়ের শিক্ষা নিয়ে উদাসীন নন। সে নিশ্চয়ই ঘবে অবাধ যৌনাচার দেখেনি। যৌনতা মানসিক ব্যাপার। যৌনাচার শিখতে হয়। সেকি ছেলেবেলায় অ্যাবিউসড ছিল? তা যদি না হয় - বালখিল্যতার যুক্তি মানা যায় না। তারপরেও সে জেন জি। জেন জি যৌনতার ব্যাপারে সংরক্ষণশীল পৃথিবীজুড়ে।
আর অনামিকা?তার বয়স ৩২। অর্থাৎ জেন ওয়াই। মিলেনিয়াল। গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে। তারও কিশোরী বয়সের হঠাৎ যৌনতা দৃষ্টিকটু লাগে।
আপনার ভাবনাকে সম্মান দিয়েই আমি বলছি বাস্তব এখন অনেকটাই আলাদা, আমি এমন একটা ডিপার্টমেন্ট এ সার্ভিস করি যেখানে থেকে এখনকার ছেলেমেয়েদের যৌনতার বিষয়ে বাস্তবটা দেখে আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আজ থেকে দশ পনের বছর আগেও পরিস্থিতি আলাদা ছিলো..... কিন্তু কমবয়েসী ছেলে মেয়েদের মধ্যে মানসিক প্রেমের থেকেও শারিরিক প্রেম দ্রুত বেড়ে চলেছে, এটা একেবারেই আমার কল্পনাপ্রসুত নয়.... এর অনেক অনেক অভিজ্ঞতা আমার নিজের চোখে দেখা, আপনি হয়তো আপনার সময় দিয়ে বিচার করছেন, কিন্তু সেটা ভুল হবে....... এমন না যে এইসব ছেলেমেয়েরা সবাই অশিক্ষিত নিম্নশ্রেণীর কেউ, রিতীমত হাই সোসাইটিতে বিলং করে তারা, প্রত্যেকেই নিজের ক্যারিয়ার সচেতন......, আবার লাইফ স্টাইলো তারা নিজের মত করে লীড করতে চায়। আমি বলছি না যে সবাই এমন, কিন্তু দশ পনের বছর আগেও যে সং্খ্যাটা হাতে গোনা ছিলো, আজ সেটা রিতীমত একটা শতাংশে মাপতে হবে........ আমি কমেন্ট সেকসনে এর বেশী কিছু বলতে পারি না কিন্তু আসল সত্যিটা চমকে দেএয়ার মতই...... বাইরে থেকে আপনি সেটার আঁচ সেভাবে পাবেন না।
Deep's story


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)