10-12-2025, 06:11 PM
(09-12-2025, 04:15 PM)sarkardibyendu Wrote: আপনার কথা ঠিক, কিন্তু সেটা পূর্ণবয়স্ক সুচিন্তাশীল নারীর ক্ষেত্রে....., আধুনিক সময়ে ছেলেমেয়েদের যৌনতার সমীকরণ অনেক পালটে গেছে, শুধুমাত্র ঝোঁকের বশে কত ছেলেমেয়ে যৌনতায় লিপ্ত হয়ে যাচ্ছে..... এটা সত্যি যে সেই যৌনতায় মেয়েটা কোন তৃপ্তি পাচ্ছ্র না, তবুও তারা লিপ্ত হচ্ছে এটা কিন্তু বাস্তব...... পল্লবীর ইতিপূর্বে যৌনতা সেই অপরিনত চিন্তা বা আবেগের প্রকাশ ছিলো, সে যে সাটিস্ফায়েড ছিলো না সেটাও বলা হয়েছে, সেগুলো ছিলো একটা বালখিল্য কাজ....... সপ্রেম যৌনতা একমাত্র ওর রাজুর সাথেই হয়েছে আর এখানেই ওর সত্যিকারের স্যাটিসফেকসন...... অনামিকা দীপ্তর প্রতি বা পল্লবী অনীকের প্রতি কিন্তু কোনরূপ যৌন দূর্বলতা দেখায় নি, তাদের লক্ষ্য কিন্তু অবিচল আছে..... তাই এখানে অকারণ যৌনতা কোথাও আছে সেটা আমি বুঝতে পারছি না....... যাই হোক, ধন্যবাদ......পাশে থাকুন।
এই "আধুনিক" কথাটা বিভ্রান্তিকর।কারণ ২,৫০০ বছর আগেও অধুনা ব্যাপারটা ছিল। ঝোঁকের বসে ছেলেমেয়ে যৌনতায় লিপ্ত হচ্ছে, কথাটা বাস্তব না। অন্ততঃ স্ট্যাটিসটিক্যালি। মধ্যবিত্তরা শিক্ষিত। তাদের যৌনতা নিয়ে সংরক্ষণশিলতা ছিল ও থাকবে। পল্লবীর মা বাবা নিশ্চয়ই ছেলেমেয়ের শিক্ষা নিয়ে উদাসীন নন। সে নিশ্চয়ই ঘবে অবাধ যৌনাচার দেখেনি। যৌনতা মানসিক ব্যাপার। যৌনাচার শিখতে হয়। সেকি ছেলেবেলায় অ্যাবিউসড ছিল? তা যদি না হয় - বালখিল্যতার যুক্তি মানা যায় না। তারপরেও সে জেন জি। জেন জি যৌনতার ব্যাপারে সংরক্ষণশীল পৃথিবীজুড়ে।
আর অনামিকা?তার বয়স ৩২। অর্থাৎ জেন ওয়াই। মিলেনিয়াল। গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে। তারও কিশোরী বয়সের হঠাৎ যৌনতা দৃষ্টিকটু লাগে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)