(৩৬)
ছাদে যাওয়ার পর মাগরিবের আযান শুরু হলো। মিটিং শুরু হতে এখনো দেড় ঘন্ঠা বাকি। কলেজের প্রজেক্টে গেলাম। কিছুক্ষণ কোডিং করি। দুনিয়ার এই একটা জিনিস, যা আমাকে দুনিয়া থেকে আলাদা রাখে। লজিক জিনিসটা আমার ফেভারিট। যদিও আমার জীবন লজিকের বাইরে চলছে। আমি একটা সময় লজিক্যালি জীবন অতিবাহিত করার চেস্টা করতাম। মানে প্লান মাফিক। এখন আর তা করিনা। জীবনে কোনই প্লান বা লজিক আর কাজ করেনা। তাই জীবন যেমন তেমন ভাবেই চলতে দিচ্ছি।
আধাঘন্টা কোড করলাম। ছোট্ট একটা পোরশান শেষ করলাম। এখন আর ইচ্ছা করছেনা। কেন জানি মনের ভেতরে একটা অস্থির কাজ করছে। কেন হচ্ছে জানিনা।
ক্যামেরার ডিভাইসটা ওপেন করলাম।
আমার রুমে শাশুড়ি!!!
মা মেয়ে বেডে বসে আছে।
এয়ারপডটা কানে দিলাম। কথা শুনা দরকার।
“আম্মু, তুমিই না একটু বেশিই বেশিই। জামাই হইসে তো কি হইসে! বেটা তো তোমার। আর কোনো পাপ করছো কি যে এতো লজ্জা করতে হবে!! হ্যা, এমন যদি হতো, অপরিচিত কেউ দেখে ফেলছে, তাহলে লজ্জা লাগাটা স্বাভাবিক। তা না, তোমার জামাই তো বললো লাইট ও বন্ধ রাখছিলা। তাহলে লজ্জাই লজ্জাই রিলাক্সেশন শুরুই করতে পারলা না।”
“শুন বেটি, তোদের মত আমার আর বয়স আছে বল! আমার একটু সময় লাগবে। তবে জামাইএর মন অনেক ভালো। আমি যখন লজ্জা পাচ্ছিলাম তখন জামাই বিভিন্ন গল্প বলে বলে আমার লজ্জা ভাঙ্গানোর চেস্টা করছিলো। পুরো সময় গল্প করেই পার। হি হি হি।”
“হাসিওনা তো আম্মু। কত করে ভাবলাম তোমাদের রিলাক্সেশন ডান। আর তোমরা গল্পের গল্প শুনাচ্ছো। হুহ।”
আচ্ছা মিম এতো লাফালাফি করছে কেন? এই কাজে তার কেন এতো তাড়া!!! নারীর মন বাড়া। বুঝা মুসকিল।
“রাগ করছিস কেন? জামাই কি কোথাও পালাই যাচ্ছে নাকি? আসতে ধিরে হবে। শুন, ধৌর্যের ফল মিঠাই হয়।”
“হু এক বছর ধরেই ধৌর্য ধরে ধরেই তো রাস্তার লোকদের পরিবারের উপর কুনজর পড়তে দিয়েছো। আর তিলেতিলে নিজেকে কস্ট দিয়েছো।”
“বাদ দে না। আমার কোনোই কস্ট নাই। তোরা আমার পাশে আছিস মানে আমি সুখি।”
চলছে মা মেয়ের মধ্যে তর্কাতর্কির খেলা। মেয়ের তর্ক মায়ের সুখের জন্য। আচ্ছা সুখ কি শুধুই মায়ের?
“রাব্বীল আছো?”
লে বাড়া! ছাদে ফাউজিয়া কি জন্যে!!!! সিড়ির দরজা থেকেই নক দিসে।
“হ্যা ফাউজি আসো উপরে।”
আমি ক্যামেরাটা স্ক্রিন থেকে মিনিমাইজ করে দিলাম।এয়ারপডটা কানেই রাখলাম। ল্যাপটপ থেকে শাউন কমিয়ে দিয়ে ল্যাপটপের স্ক্রিনে প্রোজেক্টের ফাইলটা ওপেন করে দিলাম।
“আসো বসো। এইটা হলো আমার স্পেশাল জায়গা যেখানে বসে বসে কাজ করি।”
ফাউজিয়াকে পাশে বসতে ইশারা করলাম। সে বসলো। গায়ে একটা চাদর দিয়ে এসেছে। সন্ধার অন্ধকার পড়তে লেগেছে চারিদিকে। দুরের বিল্ডিং গুলি থেকে আলোর খেলা শুরু হয়ে গেছে।
“তা বলো কিভাবে তোমার সেবা করতে পারি? হা হা হা।”
“রাখো তো তোমার ইয়ারকি। নিজে আমাকে টেনশানে রেখে এসে এখন মজা করা হচ্ছে। মনে হচ্ছে তোমার মাথাই একটা দিই। রাগ হচ্ছে খুউউব। কেন তুমি ঐসময় বাসাই আসতে গেলে। ই ই ই ই?”
ইশরে,সে এমন ভাবে কথা গুলি বললো যেন প্রেমে পড়ে গেলাম। করছে অভিযোগ। অথচ নেই কোনো অভিযোগের সুর। বুঝাচ্ছে দু:খ পেয়েছে। অথচ ভেতর ভেতর বাক-বাকুম। মনে হচ্ছে কেদে দিবে, কিন্তু চোখে নেই কান্না। কান্না-ই তাকে দেখে লজ্জা পাবে।
উপরে এক। ভেতরে আরেক। বলছে এক। বোঝাচ্ছে আরেক। নারী তুমি বড়ই অদ্ভোত।
আমি তার গা ঘেসে পাশে গেলাম। পিঠে শান্তনার হাত দিলাম।
“না না না। কাদেনা সোনা। উলে উলে, উলে আমার সোনারে, কাদেনা। এভাবে কাদলে দেখবে, তোমার চোখের পানিও লজ্জা পেয়ে ভেতরে চলে যাবে।”
আমি হা হা করে হেসে দিলাম। ফাউজিয়া হালকা হাসলো।
“তুমি মজা করছো, না? আমার মান ইজ্জতের বারটা বাজিয়ে মজা, তাইনা?”
“এই ফাউজি শুনো শুনো, তুমি যখন উপরে আসলে তখন ওরা কি করছিলো?”
যদিও আমি এয়ারপডে সব শুনছি। তবুও জিজ্ঞেস করলাম।
“আম্মু আর মিম তোমাদের রুমে গল্প করছিলো।”
“তোমাকে উপরে উঠতে দেখেনি কেউ?”
“না না। কেন বলো তো?”
“আরেহ এমনিই। আমার কাজ শেষ হলে মাঝে মাঝে শাশুড়ি উপরে আসে। এটা সেটা প্রচুর গল্প করে। উনার গল্প শুনতে শুনতে এখন মাঝে মাঝেই আমি কানে গল্পই শুনি? হা হা হা।”
“কিন্তু আম্মু তো বলছিলো সে গল্প পারেনা।”
লে বাড়া, ফেসে গেলাম নাকি???!
“আরেহ পাগলি অতীতের গল্প না তো। ভবিষ্যতের। মানে বাসাই কি কি কাজ করবেন। বাড়িটা কিভাবে মেরামত করবেন। সামনে নতুন বিল্ডিং তুলবেন। ইত্যাদি ইত্যাদি। এখন আমার মুখস্তি হয়ে গেছে উনার সমস্ত প্লান।”
“অহ বুঝেছি। বেটা নাই তো। তুমিই এখন সব। তাই তোমাকেই সব বলেন। মায়েরা সন্তানকে পেলে যা-তাই বলেন।”
“হুম। বাদ দাও শাশুড়ি টপিক্স। তুমি এবার বলো, এতো টেনশান করছো কেন? আমাকে বলে ভয়?”
ফাউজিয়া একটা সেন্ট মেখে এসেছে। কাছে টানছে তার সেন্ট। মনে হচ্ছে ঝাপ্টে ধরি।
“আরেহ না। ভয় না। কেন যে………….।”
আমি আর থাকতে পারলাম না।ফাউজিয়ার মাথাটা আমার দিকে ঘুরিয়ে ঠোটে ঠোট লাগিয়ে দিলাম। লাগলাম চুসতে। দুই হাত দিয়ে পুরোটাই জোরিয়ে ধরলাম। ফাউজিয়া হতভম্ব। স্টিল। স্থির। কোনই রেস্পন্স নেই। ঠোটে যেন মধু। এতো স্বাদ ক্যা! একবার নিচের ঠোট নিয়ে চুসছি। আরেকবার উপরের ঠোট। পিঠ থেকে হাত এনে ফাউজিয়ার মাথার চুলের ভেতর হাত ঢুকিয়ে দিলাম। হালকা করে চুলের ভেতর হাত আপডাউন করছি। এইবার ফাউজিয়া রেস্পন্স শুরু করেছে। জিহবাটা বের করে দিলো। আমি মুখের মধ্যে নিয়ে চুসতে লাগলাম।
মুখ নিশ্রিত রস, উফফফস যেন অমৃত।
আমি হাত দিয়ে তার মুখটা হালকা সাইডে করলাম। আবার শুরু হলো কিস। দুজনেই সমান হারে চলছে চুসাচুসি। আমি এবার তার জিহবা ছেরে আমারটা বের করে দিলাম। সে সাদরে গ্রহন করলো। ওরেহ খোদা, এতো এগ্রেশিভ চোসা কোনো ফিলমেও দেখিনি। আমি এক হাত পেচিয়ে তার পেছন দিয়ে পেটে আনলাম। হালকা কেপে উঠলো সে। হাত উপরে তুললাম আসতে ধিরে। সে কোনো বাধা দিলোনা।
দুধ বরাবর এনে এক থাবা দুধের উপর। জিহবা চুসতে চুসতে গোংরানির ভাব করলো সে। সে আমার জিহবা চুসছে। আমি তার দুধ টিপছি। চলেছে তো চলছেই।
জীবনে এত কিস করেছি মিমকে, বেহিসেবি। ফাউজিয়ার ঠোটের স্বাদ যেন একদম আলাদা। নাকি প্রতিটি মেয়ের ঠোটের স্বাদ আলাদা?
শাশুড়ির ঠোট ও তো মুখে নিয়েছি। এক্সেপশনাল কিছু পাইনি উনার ঠোটে।
কানের এয়ারপডে শুনতে পাচ্ছি, মা মেয়ে এবার রাতের খানাপিনার আলোচনা করছে।
ফাউজিয়া যেন আরোই বেশি এগ্রেশিভ হচ্ছে। আমি আর এগোলাম না। শাশুড়ির লজিক আপ্লাই করলাম---ধৌর্যের ফল মিঠা হয়।
ফাউজিয়ার থেকে মুখ সরিয়ে বুকে টেনে নিলাম।
ঝাপটে ধরলাম বুকে।
“কিরে ফাউজি, এবার বলো, আর ভয় আছে আমাকে নিয়ে?”
ফাউজিয়া পিঠে কয়েকটা ঘুসি দিলো।
“বদমাইস একটা। ভয় দূর করতে এমন করতে হবে?”
আমি তার কানের কাছে মুখ নিয়ে গেলাম।
“আমি চাইনা, আমার বন্ধু, আমাকে নিয়ে কোনো ধরের ভয় কিংবা সংকোচে থাকুক। তাই বাধ্য হয়েই এমনটা করলাম। বেশিই করে থাকলে এই অধম ক্ষমাপ্রার্থী।”
বলেই তার কানের নিচে একটা কিস করে ছেরে দিলাম।
দুজন আগের মত পাশাপাশি বসে।
“তুমি একটা ফাজিল।”
“আচ্ছা ফাউজি, একটা প্রশ্ন করবো, উত্তর দিবা?”
“কি?”
প্রসঙ্গ ঘুরানো দরকার।
“মন থেকেই উত্তর চাই।”
“আচ্ছা বলো।”
“আমার বন্ধুকে স্বামি হিসেবে পেয়ে তুমি খুসি তো?”
“আলহামদুলিল্লাহ। ১০০তে ১০০ ভাগ খুসি। কতটা খুসি তোমাকে বলে বুঝাতে পারবোনা রাব্বীল। আমার বাসা থেকে এখনো বিয়ে বিয়ে করছে। কিন্তু আমি জানি আমি সৈকতকে ছাড়া বাচবোনা। সে আমার সব।”
“আমি তোমাদের জন্য মন থেকে দুয়া করি ফাউজি। তোমাদের ভালোবাসা আজীবনভর অটুট থাকুক। একটা জিনিস মাথায় রাখিও, বন্ধুদের সাথে মজা মাস্তি যাই করো, নিজেদের মাঝে ভালোবাসা কমিওনা। সৈকত ও তোমায় অনেএএএক অনেএএক ভালোবাসে।”
“আমি জানি। আমার কোথাও বিয়ে হয়ে গেলে সে মরেই যেত।”
“এসব কথা বলোনা রে। এখন তোমরা এক হয়েছো। সুখে শান্তিতে থাকো। যাহোক, এখন নিচে যাও। সৈকত চলে আসবে বাসাই। ৭টা বাজলে গেলো।”
“আচ্ছা। থাকো। কাজ করো তুমি।”
ফাউজিয়া উঠে প্রস্থান নিবে, বললাম,”বন্ধুকে গুডবাই কিস দিবানা? হা হা হা?”
“বদমাইস। রাতে নিজের বউ এর কাছ থেকে গুডবাই কিস নিও। বাই।”
“ওকে ওকে। দিলানা তো। সুদে আসলে তুলে নিব আরেক দিন।”
“বাই। নিজের কাজ করো।”
ফাউজিয়া চলে গেলো। সে চলে গেলো। সতিই সে চলে গেলো। ভেতর থেকে যেন ফিল হচ্ছে সে চলে গেলো। ফাউজিয়া এখন আমার পাশে নাই। ভালই লাগছিলো তো এতক্ষণ। কেন সে চলে গেলো!
আমার দুনিয়া
অসমাপ্ত আত্মজীবনী
*******************************



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)