30-11-2025, 08:59 PM
(This post was last modified: 30-11-2025, 09:55 PM by বগল মিত্র. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-11-2025, 02:40 PM)xanaduindia Wrote: সাধু প্রচেষ্টা। অভিনন্দন জানাই। তবে বয়সের ব্যাপারে হিসেব ভাল মিলছে না। জেঠুর বয়স ৩৮। ঠাকুমা ৫২। অর্থাৎ ১৯৭৩ এ জন্ম। বড়। ১৯৮৬ এই সেদিনের কথা। তখন কারো ১৩ বছরে বিয়ে হত না। তাহলেই মা ছে্লের বয়সে মাত্র ১৪ বছরের ফারাক হতে পারে।
জেঠুর ৩৮। তাহলে বাবার অন্ততঃ ৩৭। অর্থাৎ ১৯৮৮ তে জন্ম। ৩৭ বছরের বাবার ছেলে অভিষেক চক্রবর্তী কলেজে পড়ছে। মানে অন্ততঃ ১৮ বছর বয়স তার। তাহলে বাবার কি ১৮ বছরে বিয়ে হয়েছিল? ২০০৬?
আরও আছে।
গড়িয়াহাট আর শোভাবাজার ১০-১১ কিমি দূরে। ভবানীপুর থেকে গড়িয়াহাট যাওয়াই সোজা। ঠাকুরদা শোভাবাজার যাবেন কেন?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বয়সের বিষয়ে আসলেই এত সূক্ষ্ম চিন্তাভাবনা করে বয়স নির্ধারণ করিনি৷ বাবার বয়স ৩৪ বছর। আর ১৪ বছরের ছেলে অভিষেক স্কু*লে পড়ছে, কলেজে নয়। এখানে স্কু*ল কথাটা লিখলেই সেটাকে অটোমেটিক কলেজে রুপান্তর করে ফেলে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী।
আর গড়িয়াহাট ও শোভাবাজারের এই দূরত্ব জেনে-বুঝেই লেখা, যেন ঘরের ভেতর জেঠু ও ঠাকুমা তাদের কাণ্ডকীর্তি করার পর্যাপ্ত সময় পান।
আমার ভুল হতে পারে, তবে লেখকের সবকিছু আক্ষরিক অর্থে না ধরে কখনো কখনো কিছুটা কল্পনাবিলাসী হওয়ার সুযোগটা অন্তত লেখককে দেয়া উচিত। বিশেষ করে আমার মত আনকোরা লেখককে। ধন্যবাদ আপনার গঠনমূলক পরামর্শের জন্য। আশা করি সবসময় এভাবে সাথেই থাকবেন।


![[Image: b9UiI.jpg]](https://s12.gifyu.com/images/b9UiI.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)